স্বরচিত অনুভূতিমূলক কবিতা || হৃদয় চাপা কান্না

in আমার বাংলা ব্লগ3 months ago




আসসালামু আলাইকুম


IMG_20250427_105225730_BURST0004.jpg

Selfie device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। আশা করবো স্বরচিত বিরহের এই কবিতা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কবিতাটি আবৃত্তি করি।

কবিতা

নাম: হৃদয় চাপা কান্না

রচয়িতা:


হৃদয়ে চাপা কান্না নিয়ে

বেঁচে থাকা বেশ কঠিন।
মানসিক যন্ত্রণা হয়ে ওঠে সীমাহীন।

বোবা কান্না গুলো
কঠিন থেকে কঠিন হয়ে ওঠে
যত যায় দিন।

অনেকের কষ্টের অনুভূতি
বলার জায়গা রয়েছে
রয়েছে মন হালকা করার সুযোগ।

আমি আমার সেই পথটাও
যেনো হারিয়ে ফেলেছি
বোবা হয়ে থাকাটাও যেন মানসিক রোগ।

হাসির জায়গায় হাসি আমি
কান্নার জায়গায় যেয়ে থামি।

বোবা কান্না হৃদয় মাঝে
হয়ে আছে আজ দামি।

বোঝাতে পারিনা মনের কষ্টগুলো
কি কারনে নিভে যায় আলো।

কি কারনে থেমে যায় আমি
আমার আচরণ খারাপ লাগলেও
ভেবোনা এটা পাগলামি।

সময়ে সময়ে পেয়ে থাকা যন্ত্রণা
আমায় করে চলেছে বিষন্ন
শত কষ্ট অনুভবের মাঝে মনে হয় যেন ধন্য।

এটা হয়তো আমি, আমার জীবন
যতদিন সইবো মনের জ্বালা
হৃদয়ের বোবা কান্না হবে না প্রাচীন।




সমা
প্ত


7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


বিশেষ্য মন্তব্য

মনের ভালোলাগা থেকে লেখা আজকের এই কবিতা। মানুষের জীবনে বিভিন্ন রকমের ভালোলাগা মন্দলাগা অনুভূতি এসে থাকে। কিছু কিছু সময়ের আঘাত লাগা অনুভূতিগুলো মনের মধ্যে জমে থাকে। কোন এক সময় সেগুলো তীব্র হয়ে ওঠে। আর সে থেকে সৃষ্টি হয় এমন বিরহ বেদনাদায়ক কবিতা। আজকের কবিতার তাৎপর্য ছিল সেই অনুভূতি। আর সেই থেকে লেখা এই কবিতাটি। আশা করব অনেক ভালো লেগেছে আপনাদের।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png




Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5FFNrb9QUBwsSpQaKeN...yATDadsgVwLLqtt1XXME4p7rVRTAZ1RFChV35UcbbNnDbFjoTyvYRRKkTJyQFmutwhQEN8PLekgpjTpchzmMmf9EydtE9C1CdsnZfXZZupqadjyp651JeGzqB.webp

Sort:  
 3 months ago 

খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। নিজের জীবনের অনুভূতিগুলো কখনো কাউকে বোঝানো যায় না। শত কষ্টের মাঝে নিজেকে হাসি খুশি রাখতে হয়। জানিনা কবিতাটা কতটুকু বুঝেছি। তবে যতটুকু বুঝেছি ভালো লেগেছে। চমৎকার কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

He has beautifully presented his thoughts through poetry.He tried to lighten the burden of his heart by expressing it.He played the role of a true poet.I hope that your talent will grow even more.Best wishes to you.