অমানুষের ভিড়ে

in আমার বাংলা ব্লগ5 days ago

নমস্কার বন্ধুরা,

একজন মানুষ কবিতায় আশ্রয় নেয় একটা কারণে সেটা মনের দাবিতে।মন ঘোরে সময়ের নিষ্প্রয়োজনে।তাই কবিতায় জীবন এগিয়ে যায়।

17533021650496584659193895783295.png

Image created by OpenAI.com



মানুষ মরে, রক্তে ভেজে রাজপথ—
কিন্তু তার ঠোঁটে হাসি, ক্যামেরার সামনে কৃত্রিম সংবেদনার ছায়া,
তার ভাষণে থাকে দেশপ্রেমের ধোঁয়াশা,
আর চোখে— কাচের মতো ঠান্ডা নিষ্ঠুরতা।

সে জানে কিভাবে ইতিহাসকে লিখতে হয়
নির্বাচনের ব্যালটে নয়, বন্দুকের মুখে।
সে জানে কিভাবে মৃতদেহকে পরিণত করতে হয়
একটা সংখ্যা, একটা পরিসংখ্যান, একটা লাইনের নিচে গুটিয়ে ফেলা প্রতিবাদ।

নদী শুকিয়ে যায়, গাছ কাটা পড়ে,
আর মায়েরা সন্তান হারিয়ে একফোঁটা নীরব কান্নায় ভেঙে পড়ে—
তবুও সে বলে, “উন্নয়নের পথে দেশ অগ্রসর!”
তার চশমার কাঁচে ধরা পড়ে না মানুষের চোখের জল।

সে শাসক নয়, সে এক সফল অভিনেতা—
সংবিধানকে নিজের মঞ্চ বানিয়ে রোজ অভিনয় করে চলে,
আর আমরা— দর্শক হয়ে তাল দিই,
অন্ধকার প্রেক্ষাগৃহে বসে বাঁচার ভান করি।

কিন্তু মনে রেখো,
যে গর্জে না সে চিরকাল চুপ থাকবে না—
প্রতিটি থমকে যাওয়া নিঃশ্বাস একদিন
বিস্ফোরণ হবে ধ্বংসের আগে নবজন্মের।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Your poem, @swagata21, is a powerful and poignant reflection on the state of society! The imagery you use – "রাজপথ রক্তে ভেজে (roads soaked in blood)" and "কাচের মতো ঠান্ডা নিষ্ঠুরতা (cold cruelty like glass)" – is incredibly striking and effective. The poem's central theme of leaders prioritizing self-interest over the people's suffering truly resonates.

The contrast between the leader's deceptive facade and the silent tears of the mothers is heartbreaking. Your call for change, the promise that "প্রতিটি থমকে যাওয়া নিঃশ্বাস একদিন বিস্ফোরণ হবে (every stifled breath will one day explode)," gives a vital sense of hope. Thank you for sharing your insightful and thought-provoking verse! Readers, what lines resonated most with you? Let's discuss the poem's powerful message in the comments!

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.541451321457384 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.