ভাঙ্গা গড়ার খেলায়

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

আজকে আমি আপনাদের একটা কবিতা লিখতে চলেছি।জীবনের প্রয়োজন জীবনকে এগিয়ে যেতে তাগিদ যোগায়।তাই তো এই এগিয়ে চলা।

17511237659555276919083185289236.jpg

Image taken from pixabay.com


ভাঙ্গা গড়ার খেলায় এ, তুমি আজও সেই রাজকন্যা
দাবার ছকে জড়ানো, অভিমানী চালের প্রতিধ্বনি।
ঘরের কোণে বসে থাকা উঁকি দেয় চুপচাপ রানী,
আর রাজা—সে তো হেরে বসে, নিজের ছায়ার প্রতিপক্ষ।

এক এক করে মোহরারা হারায়,
তবুও তুমি খেলা থামাও না
অভিমান তোমার গুটি নয়, সে তো একেকটা চেতনার ঢেউ,
যা কেবল তোলপাড় করে নিঃশব্দ মনস্তল।

পাওয়ার আশা না নিয়েও খেলো তুমি
চালটা যেন প্রশ্ন হয়ে ওঠে,
"কে ছিল সেই যার সঙ্গে খেলার আশ্রয় ছিল প্রতীক্ষার মতো?"
আর উত্তর? তা নাকি রয়ে যায় ডায়রির পাতায় কালি শুকিয়ে।

ভবিষ্যতের বোর্ডে গড়ে ওঠে নতুন কৌশল,
কিন্তু অতীতের ভুল চাল যেন বারবার ফিরে আসে স্বপ্নে।
তুমি ছুঁয়ে ফেলো প্রতিপক্ষের হৃদয়, ছায়ার মতো নিরবতা দিয়ে
এই দাবা খেলা তো ভালোবাসার নীরব যুদ্ধ।

হয়তো শেষ পর্যন্ত কেউ জেতে না—
তবুও খেলা চলে, অভিমানের চালে…
আর আমি, সেই হেরে যাওয়া খেলোয়াড়,
আজও দেখি—তোমার প্রতি চাল একেকটা কবিতা হয়ে যায়।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.278797713002142 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

@swagata21, নমস্কার!

Your poem is a beautiful exploration of life's journey, cleverly using the game of chess as a metaphor. The imagery of the queen, the king, and the chess pieces truly resonated with me. I especially loved the lines about the "silent battle of love" played out on the chessboard. You've managed to capture the complex emotions of love, loss, and resilience in such a unique and engaging way. The poem stirs introspection and the beautiful meter makes it a delight to read.

ধন্যবাদ for sharing your creative work with the Steemit community! I'm looking forward to seeing more of your writing. Keep creating!