স্বরচিত কবিতা : "আলোর কুঁড়ি"
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।কবিতা লিখতে আমার অনেক ভালো লাগে।কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।
নব সকালের আলোয় ভেসে,
এসে গেল সে ধরণীর দেশে।
নতুন অতিথি, স্নিগ্ধ সে প্রাণ,
নিয়েছে আসন মায়ার তরণি টান।
মায়ের আঁচলে ঘুম আসে তার,
বাবার বুকে বাজে স্নেহ-সারগন্ধার।
আকাশ হাসে নীলে রঙ ছড়ায়,
তার আগমনে বসন্তও গান গায়।
নরম হাত দুটি যেন শুভ্র কবিতা,
চোখে তার স্বপ্নের স্নিগ্ধ গোপন কথা।
অভিমানের বুকে এনে দিল আলো,
নতুন আশার হল আজ শুভ ভালো।
ঘর জুড়ে গন্ধ নরম চন্দনের,
দুলছে বাতাসে ছোঁয়া তার বন্ধনের।
দু’চোখে তার আশার দীপ্তি,
চাঁদের আলো যেন ধরেছে মিতি।
কে যেন বলল দেখো স্বর্গ নামল ধরা,
শিশির ভেজা পায়ে সে এল আপন ঘরা।
সে তো শুধুই অতিথি নয়,
সে তো ভবিষ্যতের আশায় গাঁথা পরিচয়।
মূলভাব:
এই কবিতায় প্রকাশ পেয়েছে একটি নতুন শিশুর পৃথিবীতে আগমনের আনন্দ, আবেগ ও আশাবাদের চিত্র। শিশুটি কেবল একজন নতুন অতিথি নয়, সে যেন আলোর কুঁড়ি ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। তার আগমন ঘরকে করে তোলে পূর্ণ, নতুন প্রাণের ছোঁয়ায় পরিবেশ হয়ে ওঠে উজ্জ্বল ও আনন্দময়।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1932469548890120682?t=qs63oO-_FRsDRK0itiKevA&s=19
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই ভালো থাকবেন।
চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে যত সুন্দর একটি কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে আপনি এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।