স্বরচিত কবিতা: “বৃষ্টির বাঁশি”🌧️🌧️

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৯ জুন ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার ।

বাংলায় ০৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে আমি অনেক পছন্দ করি ও ভালোবাসি। এই তিন চার দিন যাবত একটানা বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি বৃষ্টির কবিতা না লিখি তাহলে কি চলে।তাই যেমন ভাবনা তেমনি কাজ। তাই আর দেরি না করে সুন্দর করে একটি বৃষ্টির কবিতা লিখে ফেললাম। আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

umbrella-6819413_1280.jpg

Source

বৃষ্টির বাঁশি

লেখাঃ তানহা তানজিল তরসা

আকাশ যেন খুলে দিলো হৃদয়পাতার খাতা,
পড়লো টুপটাপ নামলো এক নরম বারতা।
দরজার গলি দিয়ে ছুটে এলো শব্দের ঢেউ,
বৃষ্টির বাঁশি বাজে কান্না নয়, এক আশ্চর্য সেউ।

ছোট্ট জানালায় বসে চোখ রাখি আকাশপানে,
মেঘেরা যেন গল্প বলে অচেনা এক তানে।
পথের ধারে কাঁদে মাটি, তবু সে হাসে খুশিতে,
প্রেম আর বিষাদের গান গায় শ্রাবণ দিশিতে।

মাটির গন্ধে মন ভরে, ফেলে আসা দিনের স্মৃতি,
বৃষ্টি যেন ফুঁ দিয়ে তুলে আনে সুরভি যত ক্ষণবৃত্তি।
ঘাসেরা নাচে বৃষ্টির তালে, গাছেরা গায় সুর,
এই যে প্রেম অরণ্যের সাথে আকাশের এক দুর্দান্ত দূর।

ছাতা হাতে পথিক থেমে, চেয়ে রয় একটুখানি,
তার চোখে বৃষ্টি আঁকে এক পুরোনো প্রেমের কাব্যকথা জানি।
বৃষ্টি শুধু জল নয় এ এক অনুভবের নদী,
যেখানে শব্দ নেই, কেবলই হৃদয়ের গীতি ভদ্র ও স্নিগ্ধবদি।

মূলভাব:

এই কবিতায় বৃষ্টিকে শুধু প্রাকৃতিক ঘটনা না ভেবে এক গভীর আবেগ, স্মৃতি, প্রেম আর সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এটি মন ছুঁয়ে যাওয়া এক আবহয়া তৈরি করে যেখানে শ্রাবণের ফোঁটায় মিশে থাকে মানুষ ও প্রকৃতির নিবিড় সংলাপ।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

20250617_104140.jpg

Sort:  
 last month 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

বৃষ্টির বাঁশি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last month 

আমার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ।