স্বরচিত কবিতা: স্মৃতির ছায়া। ❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঠিক ততটাই পড়তেও পছন্দ করি। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন তাদের লেখা কবিতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার লেখা কবিতাও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
রাতের চাঁদটি জানালায় এসে
জিজ্ঞেস করে, সে কি ফিরে আসবে?
হৃদয়ের কোণে জমে থাকা ধোঁয়া,
তবুও চুপ থাকে, কিছুই তো বলে না।
পৃথিবী ঘুমায় চোখের পাতা ভেজে,
হাওয়ায় মিশে যায় নিঃশ্বাসের খোঁজে।
ফেলে আসা দিন শব্দহীন স্মৃতি,
আজো দোল খায় নিভৃত প্রদীপে।
আকাশে ভেসে যায় চিঠির মতো মেঘ,
কোনও দিন হয়তো আসবে সেই পথ দেখ।
যে পথ ধরে এসেছিল সে একবার
নীরব ভালবাসা, সুরহীন গিটার।
তবুও প্রতীক্ষা, তবুও এক ডাকে,
মন খোঁজে তাকে, অজানা কার ঘরে থাকে।
স্মৃতির ছায়া ঢেকে রাখে মন,
ভুলেও ভোলা যায় না এমনই জীবন।
মূলভাব:
ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর তার স্মৃতি, প্রতীক্ষা ও না-পাওয়ার বেদনা।রাতের নিস্তব্ধতা, চাঁদের আলো, হাওয়ার মৃদু শব্দ সব কিছু যেন হারানো প্রিয়জনকে মনে করিয়ে দেয়। কবি বোঝাতে চেয়েছেন কেউ জীবনে একবার এসে হৃদয়ে গভীর ছাপ রেখে যায়, আর তার অনুপস্থিতিও থেকে যায় প্রতিটি নিঃশ্বাসে। মানুষ তাকে ফিরে পাওয়ার আশা করে, কিন্তু সময়ের সাথে সাথে সেই অপেক্ষা কেবল স্মৃতির ছায়ায় ঢেকে যায়।এই কবিতায় আবেগ, নীরবতা, স্মৃতি আর একাকিত্বের একটি কোমল ও গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1933719075211157983?t=J3Us3bZ3NqWI6twFX0P0MA&s=19
https://x.com/TanhaT8250/status/1933718272656224636?t=NH3BboIB2GaSkUSgyxwVSA&s=19
https://x.com/TanhaT8250/status/1933717436047765869?t=2kLsMm2dTlUfGM2VbRTKbw&s=19
@tipu curate
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে আমি অনেক পছন্দ করি।
আমার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।স্মৃতির ছায়া কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগলো। আর প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষগুলো যখন দূরে চলে যায়। সবাই আশাবাদী প্রিয় মানুষগুলো আবার আসবে। আর সময়ের কারণে প্রিয় মানুষগুলো হারিয়ে যায়। খুব সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
স্মৃতির ছায়া নিয়ে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন৷ আজকে আপনার সুন্দর কবিতা পড়ে খুব ভালোই লাগলো ব যেভাবে আপনি আজকের সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ একইসাথে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমার লেখা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ধন্যবাদ আপনাকে।