স্বরচিত কবিতা : তুমি যখন পাশে থাকো।❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি সপ্তাহের সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করব। আশা করি আমার লেখা সরস্বতী কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।
তুমি যখন পাশে থাকো,
শব্দেরা নিঃশব্দ হয়ে যায়।
হাতের ছোঁয়ায় উবে যায়
দিনভর জমে থাকা ক্লান্তির ছায়া।
তুমি যখন চেয়ে দেখো,
চোখে পড়ে না আর দুনিয়া,
একটা দৃষ্টির মধ্যে গলে যায়
আকাশ, মাটি, জল আর বাতাসের ভূমিকা।
তুমি যখন কিছু না বলেও বলো,
তখন আমার নিঃশ্বাসগুলো পায় ব্যাকরণ।
ভালোবাসা তখন কেবল শব্দ নয়,
সে হয়ে ওঠে জীবন,একটা নরম উপলব্ধির অনুপ্রবেশ।
তুমি যখন পাশে থাকো,
ভয় নামের পাখিগুলো উড়ে যায় দূরে।
ভবিষ্যতের আশঙ্কা নয়,
তোমার চোখেই দেখি আগামী ভোরের সূর্য উঠে।
কবিতার মূলভাব
ভালোবাসা মানে শুধু আবেগ নয়, বরং এক গভীর নির্ভরতা ও শান্তি, যা প্রিয়জনের নীরব উপস্থিতিতেই অনুভব করা যায়।কবিতাটিতে প্রেমিক বা প্রেমিকার নীরব ভালোবাসা, চোখের ভাষা ও পাশে থাকার প্রশান্তি ফুটে উঠেছে। প্রিয়জনের ছোঁয়া, দৃষ্টি, নীরবতা সবকিছুতেই জীবনের ক্লান্তি দূর হয়, ভবিষ্যতের অনিশ্চয়তা মুছে যায় এবং একটি আশার আলো জেগে ওঠে।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1923411954590236981?t=H6A6qyBDeXWMF4nlKxt0hA&s=19
https://x.com/TanhaT8250/status/1923409591137673342?t=kuR6sSNhBWUo07Ow6QiBBA&s=19
https://x.com/TanhaT8250/status/1923410163299393545?t=LEnTqh2M4DFUkCCc9i0oqw&s=19
https://x.com/TanhaT8250/status/1923410946342469807?t=-JFeYjNik0yjmK0uEw03PA&s=19
প্রিয় মানুষটি পাশে থাকলে পৃথিবীর সবকিছুই অনেক সুন্দর লাগে। হাজারো কষ্টের ক্লান্তি দূর হয়ে যায় প্রিয় মানুষটির একটু ছোঁয়ায়। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর একটি ভালোবাসায় মাথা কবিতা পড়তে। ভালোবাসার এই সুন্দর আবেগী একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি একদম ঠিক কথা বলেছেন আপু। এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার লেখা কবিতাটি পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই কবিতা৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে অনেক ভালই লাগছে৷ আসলে আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়৷ যা আমার সব সময় পড়তে ভালো লাগে৷ আর আপনি যেভাবে সবসময় লাইনের সামজ্ঞস্যতা বজায় রাখেন সেটিও একেবারে সুন্দর হয়ে থাকে৷
আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।