স্বরচিত কবিতা: তোমার নামেই সন্ধ্যা নামে।❤️
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা.........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো।আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে যাক।
তোমার নামেই সন্ধ্যা নামে,
আকাশে নামে নীল নিঃশ্বাস
হৃদয়ের গহীনে বাজে যেন
তোমার হাসির সুরেলা আশ।
হাওয়া জানে, গোধূলিরা বোঝে,
তোমার ছোঁয়াতেই জেগে ওঠে দিন
তোমার চোখের সেই নরম ভাষা
লুকিয়ে রাখি কবিতার বাগানে গিন।
চাঁদের আলোতে তোমার ছায়া,
রাতের ঘ্রাণে তুমি মিশে থাকো
আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি,
জীবনের মতো নিঃশব্দে বাঁধো।
কবিতার মূলভাব:
কবিতাটিতে প্রেমিকের হৃদয়ে প্রেয়সীর প্রতি গভীর ভালোবাসা, মুগ্ধতা ও অনুভবের প্রকাশ ঘটেছে। প্রতিটি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে প্রেমিক প্রেয়সীর উপস্থিতি অনুভব করে। তার হাসি, চোখের ভাষা এবং ছায়া প্রেমিকের জীবনের প্রতিটি মুহূর্তে এক ধরনের আত্মিক বন্ধন সৃষ্টি করে। এই কবিতা মূলত প্রেমের পরম অনুভব, নিঃশব্দ উপস্থিতি ও আত্মিক সংযোগের রূপক চিত্রায়ন।
পোস্টের ধরন | স্বরচিত কবিতা পোস্ট |
---|---|
লেখা | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
https://x.com/TanhaT8250/status/1922665410232537334?t=m8j6ZYLqhxxcK68qNjM3HA&s=19
https://x.com/TanhaT8250/status/1922666099654504546?t=JSV5tr1DOHtYEblN93IVOA&s=19
https://x.com/TanhaT8250/status/1922666725327114538?t=XEAlsZhXz7sBPBhxvkYKOQ&s=19
আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।
আমার লেখা কবিতা আপনার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু ভালো থাকবেন।
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা তোমার নামেই সন্ধ্যা নামে কবিতাটি অসাধারণ হয়েছে। আসলে প্রেমের কবিতা এবং প্রেমিক প্রেমিকা নিয়ে অনুভূতি কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনি প্রেমিক প্রেমিকার সুন্দর অনুভূতি দিয়ে কবিতাকে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।