স্বরচিত কবিতা : ✨💖 শুভ জন্মদিন ছোট্ট সোনা 💖✨
হ্যালো বন্ধুরা,শুভ রাত্রি
সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমার ছেলের জন্মদিন ছিল আবার অন্যদিকে রমজান শুরু হয়েছে। সেজন্য সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিন পার করেছি। পোস্ট করার মতো সারাদিন একদমই সময় পাইনি। একটু আগে মাত্র ফ্রি হলাম যারজন্য পোস্ট শেয়ার করতে চলে এসেছি। যদিও কবিতাটি আগেই লেখা ছিল কিন্তু আগেপিছে কিছু লেখা ছিল না বলে শেয়ার করতে পারিনি।
দেখতে দেখতে আমার ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আজ তার ৪ বছর পূর্ণ হলো আর ৫ বছরে পা দিল। কখন যে চোখের পলকে এই সময় গুলো চলে যাচ্ছে একদমই যেন টের পাচ্ছি না। এই কয়টা বছর ছেলেকে নিয়ে হাজারো স্মৃতি জড়িয়ে রয়েছে। দিন যত যাবে ছেলেকে নিয়ে স্মৃতির পাহাড় তৈরি হবে আর প্রতিটা স্মৃতি যেন খুবই মধুর। আমি প্রতি বছর একটি করে কবিতা লিখে এভাবেই আমার বাংলা ব্লগে শেয়ার করে আমার ছেলেকে শুভেচ্ছা জানাই। আমার বাংলা ব্লগে কবিতা শেয়ারের মাধ্যমে ছেলেকে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এক অন্যরকম অনুভুতি কাজ করে। তাহলে চলুন ছেলের জন্মদিন উপলক্ষে অনুভূতি মেশানো কবিতাটা পড়ে নেই।
✨💖 শুভ জন্মদিন ছোট্ট সোনা 💖✨
ছোট্ট সোনার আজ জন্ম দিন।
হাসি-খুশিতে ভরে থাকুক প্রাণ,
আশীর্বাদে কাটুক জীবন খান।
তারা ঝিকিমিকি গান গায় রাতে,
সুখের ছোঁয়া লাগুক সব সময়।
স্বপ্ন তোমার আকাশ ছুঁক,
সাফল্যের পথে এগিয়ে যেও!
আজকের দিনটি হোক রঙিন,
হাসি-খুশিতে কাটুক দিন।
সুখের ছোঁয়ায় ভরে উঠুক,
স্বপ্নগুলো সত্য হোক!
হৃদয়ে থাক ভালোবাসার আলো,
জীবন হোক সুগন্ধি মালো।
হাসিমুখে কাটুক দিনরাত,
সুখের ছোঁয়া লাগুক জীবনপাত!
জীবন থাকুক সুখ-স্মরণে,
সব আশা পূর্ণ হোক সময়ের ক্ষরণে।
হৃদয় ভরে হাসতে থাকো,
জন্মদিনে দোয়া ও ভালোবাসা রাখো!
কবিতার মূলভাব
আজ আমার একমাত্র ছেলে ছোট্ট সোনার জন্মদিন। ছেলের জন্মদিন কে কেন্দ্র করে এই কবিতা লিখেছি। এই কবিতা দ্বারা আমার ছেলেকে জন্মদিনের আনন্দ, আশীর্বাদ, ও শুভেচ্ছা জানিয়ছি। এই কবিতায় ছেলের প্রতি স্নেহ, ভালোবাসা, এবং সাফল্যের কামনা প্রকাশ করা হয়েছে। কবিতাটি জন্মদিনের উজ্জ্বলতা, সুখ-সমৃদ্ধি, স্বপ্ন পূরণ এবং জীবনের প্রতিটি মুহূর্ত হাসি-খুশিতে ভরে থাকার প্রার্থনা বহন করে। শুভেচ্ছা জানানো এবং আশীর্বাদ প্রদানই এই কবিতার প্রধান উদ্দেশ্য।
আশা করি আমার লেখা কবিতা পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোন কবিতার মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।






Support @heroism Initiative by Delegating your Steem Power



https://x.com/TanjimaAkter16/status/1895910487654875375?t=U5AX4qNB1siLQ9IMEZcvnQ&s=19
শুভ জন্মদিন ছোট্ট সোনামণি। কবিতার প্রতিটি শব্দের মাঝে মায়ের ভালোবাসা, আশীর্বাদ আর আবেগ যেন মিশে আছে। সময় কত দ্রুত বয়ে যায়, তাই না? আপনার ছেলের জন্য অসীম সুখ, সুস্বাস্থ্য আর সুন্দর ভবিষ্যৎ কামনা রইলো। এই বিশেষ দিনটির প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে উঠুক ।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।
আপু আপনাদের দোয়া আমার ছেলের জন্মদিনের সবচেয়ে বড় উপহার। ধন্যবাদ।
প্রথমে জানাই বাবুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি আপু বাচ্চারা যে কখনো বড় হয়ে যায় বুঝা মুশকিল। আপনি জন্মদিন নিয়ে অসাধারণ একটা কবিতা লিখেছেন।
জীবন থাকুক সুখ-স্মরণে,
সব আশা পূর্ণ হোক সময়ের ক্ষরণে।বেশ ভালো লেগেছে কবিতাটি।ধন্যবাদ আপু কবিতাটির আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমার ছেলেকে শুভেচ্ছা জানানোর জন্য।
আপনার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলেই সময় খুব দ্রুত গতিতে আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে। যেমন আপনার ছেলে দেখতে দেখতে চার বছর অতিক্রম করে পঞ্চম বছরে পা দিলো। আর আপনার ছেলের চতুর্থ জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার মতই আপনার ছেলের জীবন হোক সাফল্যমন্ডিত।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। গঠনমূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার ছেলের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। শুভ জন্মদিন সোনা মনি। দেখতে দেখতে আপনার ছেলের আজ চার বছর পার হয়ে পাঁচ বছর পা দিল। সত্যি সময় কত দ্রুত চলে যায়। ছেলের জন্মদিন উপলক্ষে দারুন কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
সময় সত্যি অনেক দ্রুত চলে যায়। আর সময়ের সাথে সাথে ছোট্ট বাচ্চা গুলো বড় হয়ে যায়। আপনার বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।
হ্যাঁ আপু কখন যে চোখের পলকে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ধন্যবাদ।
আপু আপনার ছেলের জন্মদিনে রইল অনেক ভালোবাসা ও দোয়া।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আসলে মায়ের ভালোবাসা সন্তানের জন্য ব্যতিক্রম।আপনার ছেলে সুস্থ থাক এবং মানুষের মত মানুষ হোক এই কামনাই করি।
ঠিক বলেছেন আপু মায়ের ভালোবাসা সন্তানের জন্য সবসময়ই স্পেশাল থাকে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।