স্বরচিত কবিতা : " অচেনা ভোর "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
নিজের প্রিয় মানুষের চোখের দিকে তাকালে অনেক বেশি শান্তি অনুভব করতে পারি। আবার খেয়ে মানুষটার সাথে নতুন সূর্যটাও উপভোগ করতে পারি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা সুন্দর একটি শব্দ। আর যার জীবনে ভালোবাসা রয়েছে, সে তার জীবনে সেই ভালোবাসা নিয়েই অনেক সুন্দর। প্রত্যেকটা মানুষ সত্যি বলতে অনেক বেশি ভালোবাসার মানুষকে বিশ্বাস করি। ভালোবাসার মানুষের মুখের হাসিটা নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন তার হাকাছে মাঝেই নিজের জীবনটা উৎসর্গ করি। ভালোবাসার জন্য মানুষ যেকোনো কিছুই করতে পারে, আবার চোখ বন্ধ করেই ছন্দে ছন্দে কবিতা ও লিখতে পারে। ভালবাসলে লেখাগুলো যেন অটোমেটিক পরিপূর্ণ হয়ে যায়। আর নিজের মানুষের সাথে ভালোবাসার মুহূর্ত খুবই সুন্দর স্বপ্নময় হয়ে ওঠে। এই মুহূর্তগুলো নিয়েই আমরা আমাদের জীবনটাকে সাজানোর চেষ্টা করি। সত্যি আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর। আবার দেখা যায় অনেক বেশি সুন্দর ভাবে আমরা কাটাতে পারি। আর নিজের ভালোবাসার মানুষটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখি।
" অচেনা ভোর "
তোমার চোখে দেখি আমি,
সুন্দর এক অচেনা ভোর।
যেখানে সকালের সূর্য ওঠে,
জীবনে শুধুই ভালবাসার ঘোর।
স্নিগ্ধ এক ভোরের আলোয়,
ছুয়ে যায় আমার প্রাণ।
তোমারই জন্য অপেক্ষায় থাকি,
গাই ভালোবাসার গান।
তোমার মুখে হাঁসির ধারা,
আমার মন করে মাতোয়ারা।
মিষ্টি মধুর সময়ে আমার,
জীবনটা হয়ে যায় সারা।
তোমার হাতে হাত রাখলে,
থেমে যায় আমার সময়।
সুন্দর এই মুহূর্তগুলো,
হয়ে ওঠে চিরদিন স্বপ্নময়।
ভালোবাসা মানে শুধুই তুমি,
ছন্দে ছন্দে লেখা কবিতা।
হৃদয়ে আছে তোমার ছোঁয়া,
নিঃশ্বাসে লিখে আমি সব লেখা।
চাইনা কিছু তুমি ছাড়া,
জীবনটা আমার ছন্নছাড়া।
তোমায় নিয়ে মেতে থাকি,
ভালোবাসা দিয়ে আগলে রাখি।

পোস্ট বিবরণ
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
লেখক | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/PussFi_FNDN/status/1935611769768255854?t=z1IduGyyRLr8CgMOp0jMpg&s=19
https://x.com/TASonya5/status/1935535885011067089?t=q6tbp5F-ZWy725uCG3dv_w&s=19
https://x.com/TASonya5/status/1935594959400534085?t=3eA69Y7b3513R4q894OBMQ&s=19
https://x.com/TASonya5/status/1935595672654475758?t=bjUt1LLSVeYd6p2MANOrKw&s=19
https://x.com/TASonya5/status/1935593740145721521?t=tOX67YCviaCQkOIXHTqHbg&s=19
আপনার কবিতার লাইন আমার অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন আপনি। প্রত্যেকটি লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে। আসলে কবিতা লাইন পড়ে মনে হচ্ছে যেন প্রফেশনাল একজন কবির কবিতা পড়ছি। বেশ ভালো লেগেছে আমার কাছে।
আমার লেখা কবিতা পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ জানাই তোমাকে।।
আজকে আপনি খুব সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। প্রত্যেক মানুষ চাই ভালোবাসা নিয়ে সুখে থাকতে। আর সামনের দিনগুলো যেন ভাল যায়। ধন্যবাদ এত চমৎকার অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করার জন্য।
এরকম সুন্দর অনুভূতি নিয়ে কবিতা লিখতে আমার খুব ভালো লাগে।