এ জগৎ

in #poetsteemitlast year

জগৎ এক বিশাল মঞ্চ
এ মঞ্চে আছে আনন্দ, বে'দ'না
ভালবাসা, বি'চ্ছে'দ।
সময়ের পরিবর্তনে
জীবন চলে নিজস্ব গতিতে।

জীবনের প্রতিটি মুহূর্তে রয়েছে
অপার সৌন্দর্য, গভীর তাৎপর্য।
ভালবাসার মিষ্টি শব্দ
বন্ধুত্বের আন্তরিকা
জগৎ সংসারকে করে তোলে
আরো মধুর ও রঙিন
প্রতিটি মুহূর্তকে করে তোলে জী'ব'ন্ত।
FB_IMG_1720512645178.jpg