টার্গেট ডিসেম্বর সিজন-৫-পাওয়ার বৃদ্ধি ১০ স্টিম।

in আমার বাংলা ব্লগ2 days ago

সবাইকে শুভেচ্ছা।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। নিজের একাউন্ট শক্তিশালি করার জন্য পাওয়ার আপ খুবই দরকার। যত বেশি পাওয়ার আপ তত শক্তিশালি একাউন্ট। তাই আমাদের সকলেরই পাওয়ার আপ করা জ্রুরি।

p1.jpg

টার্গেট ডিসেম্বর সিজন-৪ প্রতিযোগিতার শেষ হয়েছে। নতুন বছরে @rexsumon ভাই সিজন- ৫ ঘোষনা করেছেন। আমরা সবাই পাওয়ার আপ করি নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য। যত বেশি পাওয়ার আপ তত বেশি একাউন্টের সক্ষমতা। তাই আজ আমি নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। টার্গেট ডিসেম্বর সিজন-৫ এ আমার টার্গেট প্রথম ডলফিন অর্জন করা। সেই লক্ষ্য পূরনের জন্য আজ আমি ১০ স্টিম পাওয়ার করবো। আর সেই পাওয়ার আপ করার পদ্ধতি আমি ধাপে ধাপে আপনাদের শেয়ার করবো। আমার এ সপ্তাহের পাওয়ার আপ ১০ স্টিম।

পাওয়ার আপের পূর্বে স্টিমিট ওয়ালেট অবস্থা।

পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ৩৩,৫৭২ । আর স্টিম পাওয়ার ছিল ৩৭৮৯,৪৪৪ স্টিম।

পাওয়ার আপ করার পদ্ধতি

ধাপ-১

po1.png

প্রথমে নিজের প্রোফাইল থেকে ওয়ালেটে যেতে হবে ,সেখানে বর্তমান অবস্থা আমি দেখতে পাবো। অর্থ্যৎ পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম পাওয়ার কত ছিল।

ধাপ-২

po2.png

এরপর এক্টিভ কী দিয়ে ওয়ালেট লগ ইন করে নিয়েছি। স্টিম এর পাশে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেছি। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার ফলে অনেকগুলো অপশন এসেছে।তার মধ্যে পাওয়ার আপ অপশনে ক্লিক করেছি।

ধাপ-৩

po3.png

এরপর এমাউন্টের ঘরে কত স্টিম পাওয়ার আপ করবো তা বসালাম। আমি ১০ স্টিম পাওয়ার আপ করবো তাই লিখলাম এবং পাওয়ার আপ বাটনে ক্লিক করলাম।

ধাপ-৪

po4.png

সবকিছু ঠিক আছে কিনা তা দেখে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর স্টিম পাওয়ার আপ এ কনভার্ট হয়ে গিয়েছে।

ধাপ-৫

po5.png

পাওয়ার আপ করার পর বর্তমানে আমার ওয়ালেট এর অবস্থা।

আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।

বর্তমান ওয়ালেট

পূর্বের এসপি৩৭৮৯,৪৪৪ স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি৩৭৯৯,৪৪৪ স্টিম
আজকের মত আমার পাওয়ার আপ ব্লগ এখানেই শেষ করছি। আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।একাউন্টের সক্ষমতা বৃ্দ্ধি করতে আমি চেস্টা করবো নিয়মিত পাওয়ার আপ করতে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মত এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীপাওয়ার আপ পোস্ট
পোস্ট তৈরি@selina75
তারিখ৬ই আগস্ট জুন,২০২৫ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

অসংখ্য ধন্যবাদ সবাইকে।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

cmc.png

 2 days ago 

xp1.png