ফটোগ্রাফি : গ্রাফিতি।

সবাইকে শুভেচ্ছা।

দেওয়াল লিখন বা গ্রাফিতির সাথে অনেকেই আমরা পরিচিত। কেউ কেউ এর সাথে যুক্তও ছিলেন। স্কুল,কলেজ ও জনসমাগম এলাকার দেওয়ালে গ্রাফিতি বা লিখন সচারাচর দেখা যায়। জনসাধারণের মনের অভিব্যক্তি, দেশপ্রেম, ক্ষোভ -বিক্ষোভ,প্রতিবাদ সাধারণত দেওয়ালে লিখে বা অংকনের মাধ্যমে প্রকাশ করে। মুলত: শিক্ষার্থীরাই এই কাজ বেশি করে থাকে। তারা তাদের ভাবনা অভিব্যক্তি এইসব লিখনী ও চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে থাকে। এসব কাজের শিল্পমূল্য আছে।
20250903_203952.jpg

20250903_204158.jpg

20250903_204602.jpg

প্রফেশনাল ও আনাড়ী দুধরনের শিল্পীই গ্রাফিতি বা দেওয়াল লিখন করে থাকে। প্রতিবাদের হাতিয়ার, জনসচেতনতা, দেশপ্রেম প্রভৃতির পাশাপাশি পণ্যের প্রচার প্রসারেও এখন দেওয়াল লিখন ব্যবহার করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের মতাদর্শ প্রচারেও দেওয়াল লিখন বা গ্রাফিতির ব্যবহার আমরা দেখেছি। ইতিবাচক ও নেতিবাচক দু'ধরণের গ্রাফিতিই সচারাচর দেখা যায়। তেমনেই কিছু গ্রাফিতি নিয়ে সাজিয়েছি আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য আজকের ফটোগ্রাফি পোস্ট।
20250903_204422.jpg

20250903_204128.jpg

20250903_204023.jpg

ছবিগুলো আজকে রাতেই ধারণ করেছি। রাতে মোবাইলে ধারণ করেছি বলে ছবির রেজুলেশন ভালো আসেনি। দিনে ধারণ করলে আরো ভালো ছবি আসতো। একটি কাজে ঢাকার শেরে বাংলা নগরে গিয়েছিলাম আজ সন্ধ্যায়। এখানে আগারগাঁও মেট্রোরেল ষ্টেশন ঘেঁষে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দেওয়াল থেকে ফটোগ্রাফি গুলো ধারণ করেছি। স্কুলের শিক্ষার্থীদের অংকিত গ্রাফিতি গুলো ইতিবাচক। দেশের প্রতি ভালোবাসার বহি:প্রকাশ। গ্রাফিতি গুলো আমার ভালো লেগেছে বলেই মোবাইলে ধারণ করে ভালোলাগা আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি গ্রাফিতি গুলো আপনাদেরও ভালো লেগেছে।

ধন্যবাদ।

ঢাকা-বাংলাদেশ।