জেনারেল রাইটিং : প্রশংসা করুণ মন খুঁলে।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৮ই আষাঢ় ,বর্ষাকাল কাল ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে প্রতি সপ্তাহে একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করি। তারেই অংশ হিসেবে আজকের চেষ্টা। আশাকরি বরাবরের মতো সাথেই থাকবেন।
আজ দিনটি গরম ও বৃষ্টির মিশেল । সারাদিনে কয়েক দফা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিতে কি মন ভরে। সে বৃষ্টি আবার ১/২ মিনিটের বৃষ্টি। মাটি নয় ঘাস ভেজা বৃষ্টি! আর এই বৃষ্টির সময়েই এডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল গুলোর চিত্র তারেই প্রমাণ। ডেঙ্গু থেকে বাঁচতে আমরা সবাই জানি। তাই আমাদের আরো বেশি সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করে তুলতে হবে। বন্ধুরা,ডেঙ্গু নিয়ে আমার আজকের জেনারেল রাইটিং নয়। আমার আজকের জেনারেল রাইটিং এর বিষয় 'প্রশংসা'।
ফরাসি এক মনিষীর প্রবাদ আছে, আমরা অন্যদের প্রশংসা করি না। অথচ নিজে প্রশংসিত হতে চাই। কথাটি একদম সত্য। আমাদের বাঙ্গালিদের জন্য আরো সত্য। কেউ ভালো কাজ করলে, আমরা প্রশংসা না করে দোষ খুঁজি! সামনে দেখা হলে প্রশংসা করলেও চলে গেলে সমলোচনা করি। অথচ আমাদের উচিত, ভালো কাজের প্রাণ খুলে প্রশংসা করা। যে দিন আমরা প্রাণ খুলে প্রশংসা করতে শিখবো, সেদিন থেকেই আমরা টেনে নীচে নামানোর অপবাদ থেকে মুক্তি পাবো।
খুব সহজ ভাবে বললে বলা যায়, প্রশংসা হচ্ছে, কারো ভালো কাজ,সৃষ্টি বা গুণকে স্বীকৃতি। আভিধানিক অর্থে প্রশংসা হচ্ছে গুণকীর্তন, স্তুতি, সাধুবাদ বা সুখ্যাতি। প্রশংসা যোগ্য ব্যক্তিকে আমরা বিভিন্ন ভাবে প্রশংসা করতে পারি। যেমন: ব্যক্তিগত ভাবে দেখা করে,পত্র বা মেইল দিয়ে, বিভিন্ন গিফট দিয়ে, অনুষ্ঠান করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে যেভাবে পারে সেভাবেই প্রশংসা করা যেতে পারে। শুধু ভাবতে হবে সে প্রশংসা যেন কৃত্রিম বা লোক দেখানো না হয়। যোগ্য ব্যক্তিকে প্রশংসা করলে নিজে ছোট হয়ে যায় না। বরং বড় মনের পরিচায়ক হিসেবে অন্যের কাছে প্রশংসিত হয়। আর একটি কথা যে অন্যের প্রশংসা করে না, সে ভালো কাজ করলেও প্রশংসিত হয় না। একে অন্যের প্রশংসা করা গুরুত্বপূর্ণ কাজ। ভালো কাজের স্বীকৃতি স্বরুপ প্রশংসা, আরো ভালো কাজ করতে উৎসাহিত করে তোলে। মানুষ সামাজিক জীব। সমাজে ছোট বড় কেউ না কেউ ভালো কাজ করে। কমপক্ষে পিঠ চাপড়িয়ে বাহ! ও সুন্দর বলে উৎসাহিত করুণ। তাতে সমাজেরই লাভ হবে।
অন্যের প্রশংসা করা জাতি হিসেবে আমাদের যে অপবাদ আছে তা দূর করা দরকার। আশার কথা, বর্তমান প্রজন্ম ভালো কাজের স্বীকৃতি দিতে কার্পণ্য করছে না। তবে খারাপ কাজের প্রশংসা থেকে বিরত থাকাটা জরুরি। বর্তমানে ভালো কাজের যেমন প্রশংসা হচ্ছে, তেমনি সহমত ভাইদের আনাগোনাও বেড়ে গেছে। এই সহমত ভাইদের থেকে সতর্ক থাকতে হবে। পরিচিত হোক,অপরিচিত হোক, সমাজের কল্যানে যেই ভালো কাজ করুক তাকে সমর্থন দিন। তাদের কাজের প্রশংসা করুণ। প্রাণ খুঁলে প্রশংসা করুণ।
পোস্ট বিবরণ
শ্রেনী | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২রা জুলাই, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1940429820321788111
Link
https://x.com/selina_akh/status/1940433561536057855
https://x.com/selina_akh/status/1940432955702391157