বেগুনি রঙের চা ☕💜😊 ভিডিও

in আমার বাংলা ব্লগ4 months ago

"হ্যালো বন্ধুরা"

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি রেসিপি ভিডিও পোস্ট শেয়ার করছি আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!

ফেসবুকে আমার একটা পাবলিক আইডি আছে,সেখানে আমি মাঝে মাঝে বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করে থাকি।অল্প দিনের মধ্যে বেশ কিছু ফ্যান ফলোয়ার্স হয়েছে আমার।তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভালো ভালো মন্তব্য করে যা আমাকে উৎসাহিত করে এবং সেই উৎসাহ থেকেই আমি প্রতিনিয়ত এটুকটাক সেখানে লেখা কিংবা ছবি শেয়ার করে থাকি।গতকাল আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে একজন লিখেছিলো কড়া লিকার এর এক কাপ চা খেলেই আমার সব আগ্রহ ফিরে আসবে!আমি তার উত্তরে লিখেছিলাম দুধ চা খাওয়া যেদিন থেকে ছেড়ে দিয়েছি সেদিন থেকেই আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে!আর তার উত্তরে সে লিখেছিলো বেগুনি কিংবা আসমানী রঙের চা বানিয়ে খেলেই নাকি আমার সকল বিষন্নতা দূর হয়ে যাবে!😃কমেন্টটা কিছুটা এরকম ছিলো..আর আমি সাথে সাথেই অপরাজিতা ফুল দিয়ে বানিয়ে ফেললাম বেগুনি রঙের চা।এটা খুব একটা সুস্বাদু লাগেনি আবার একেবারে যে খারাপ ছিলো তাও না!আসলে দেখতে সুন্দর হলেই যে সবকিছু সুস্বাদু হবে তা কিন্তু নয়! এটা খাওয়ার চেয়ে দেখতে বেশি সুন্দর।

IMG_20250314_114321.jpg

IMG_20250314_114431.jpg

উপকরণ

অপরাজিতা ফুল
জল
চিনি
লেবু

IMG_20250314_120332.jpg

প্রথমে আমার ছাদ বাগানের অপরাজিতা ফুলের গাছ থেকে ফুল তুলে এনেছিলাম।ফুলগুলো তুলতে একদম মন চাচ্ছিলো না কিন্তু কিছু করার নেই চা যেহেতু বানাবো তাই তুলতেই হবে!

IMG_20250314_114341.jpg

এক কাপ জল একটা পাত্রে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি।তারপর অপরাজিতা ফুল গুলো দিয়ে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি।তারপর সামান্য পরিমাণে চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি।
Screenshot_2025_0314_122108.jpg

Screenshot_2025_0314_122127.jpg

IMG_20250314_122406.jpg

এবার একটা কাঁচের কাপে চা ঢেলে নিয়েছি যাতে করে চায়ের রঙ টা ভালোভাবে বোঝা যায়।

Screenshot_2025_0314_122206.jpg

প্রথমে চায়ের রঙ টা নীল মনে হচ্ছিলো কিন্তু লেবুর রস দেওয়ার সাথে সাথে চায়ের রঙ একেবারে বেগুনি হয়ে যায়!যা দেখতে খুবই সুন্দর লাগছিলো।কিভাবে চা বানিয়েছিলাম তা নিচে দেওয়া লিংকটি ভিজিট করলেই দেখা যাবে।

IMG_20250314_122640.jpg

IMG_20250314_114431.jpg

ভিডিও

ইউটিউব লিংক

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FWAc9u8UL5qkERyCARdyuGdv36EPPgT9wJkVvkkAyr1Hx9G1H4Xvvi1mVoYy19...vtkDy7mpVPcckyGhJYRYfiAqMQpZAtrvZHLspJwsk9VzQemYw47ATtyLRSBRLDbuUhgUXefAkCkYv7bLLYuXZVfYMWQqp3sxWR2ZH1iXwCqeaxTecywkPUQ6J.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 4 months ago 

InCollage_20250314_125908124.jpg

 4 months ago 

হেডিং এর চা নামটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম এটিতে চা থাকবে। কিন্তু পরে দেখলাম এখানে চায়ের নাম মাত্র নেই। শুধুমাত্র অপরাজিতা ফুল ফুটিয়ে তাতে লেবু দিয়ে পরিবেশন করেছ। এমন বেগুনি রঙের এই পানীয় আমি সত্যি কোনদিন দেখিনি। একটি নতুন পানীয় আমাদের সঙ্গে শেয়ার করলে তুমি। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যদিও স্বাদে তুমি বলেছ খুব একটা ভালো হয়নি। কিন্তু সঠিক স্বাদ গ্রহণ করার জন্য আমাকে একবার খেয়ে দেখতে হবে।

 4 months ago 

আপনার এই চায়ের অভিজ্ঞতা খুবই মজাদার এবং সৃজনশীল! অপরাজিতা ফুল দিয়ে বেগুনি রঙের চা বানানো সত্যিই একটি নতুন এবং সুন্দর চিন্তা ছিল। রঙের পরিবর্তন, বিশেষ করে লেবুর রস দেওয়ার পর, দেখে অনেকটা ম্যাজিকের মতো মনে হয়! যদিও চা সুস্বাদু মনে না হলেও, এর সৌন্দর্য অনেক কিছু বলছে। আপনার এই অভিজ্ঞতা থেকে আমরা সবাই শিখতে পারি যে, কখনও কখনও শুধু দেখতে সুন্দর কিছু তৈরি করাও একটা সৃজনশীল প্রকল্প হতে পারে। এমন পোস্টগুলো সত্যিই উৎসাহিত করে এবং নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা দেয়।

 4 months ago 

অপরাজিতা ফুলের চায়ের কথা সবসময় শোনা হয়েছে তবে কখনো খাওয়া হয়নি। শেষে লেবুর রস দেওয়াতে পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে শুনে ভালো লাগলো। আপনার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। আমিও শুনেছি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ধন্যবাদ আপনাকে পুরো রেসিপিটা শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার টাইটেল পড়ে ভেবেছিলাম বেগুনি কালারের হয়তো চা পাতি রয়েছে যা থেকে এমন চা হবে। কিন্তু পরে ধাপ দেখে বুঝতে পারলাম এটা অপরাজিতা ফুলকে ফুটিয়ে বেগুনী রঙের পানীয় তৈরি করেছেন। এটা ঠিক বলেছেন দেখতে সুন্দর হলেই যে খেতে ভালো হবে তা কিন্তু নয়। তবে এটা বুঝতে পারছি এটা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হবে। সবশেষে লেবুর রস দেওয়াতে খুব সুন্দর কালার এসেছে। ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 4 months ago 

অনেক সময় অনেক ধরনের চা দেখেছি। তবে কখনো এরকম চা দেখা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে প্রথম এরকম একটি চা দেখতে পেলাম৷ যেভাবে আপনি আজকে এই বেগুনী রঙের চা এর ভিডিও শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে এরকম একটি রেসিপি আপনার কাছ থেকে দেখে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 4 months ago 

আমি বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন রঙের চা খেয়েছি। কিন্তু বেগুনি রঙের চা কখনও খাইনি। এটা বেশ দারুণ লাগছে। এবং এই বেগুনি রঙ তাহলে অপরাজিতা ফুলের জন্য। চমৎকার লাগল পোস্ট টা। ধন্যবাদ আপু শেয়ার করে নেওয়ার জন্য।।