$PUSS টোকেন নিয়ে আমার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বেশ কিছুদিন পর আপনাদের মাঝে অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম বন্ধুরা।

puss-in-boots_4.png


আমার বাংলা ব্লগের প্রথম মেমে কয়েন $PUSS।আর এই কয়েনকে নিয়ে প্রতিটি ইউজারের রয়েছে আকাশ সমান আকাঙ্ক্ষা।আমি নিজেও অনেকটা এক্সাইটেড ছিলাম যেদিন থেকে কয়েন টি আমার বাংলা ব্লগে আনা হয়েছিল।প্রথমেই দাদার সৃষ্টি যেহেতু এটি আমার এজন্য আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল।কারণ দাদার যেকোনো কাজ সবসময় চমৎকার হয়ে থাকে।আর সবকিছুই আমাদের ইউজার ফ্রেন্ডলি হয়।আমাদের নিয়েই সব চিন্তাভাবনা দাদার মাথায় যেন।কিভাবে ইউজারদের একটু করে এগিয়ে নেওয়া যায়।যেদিন থেকে আমার বাংলা ব্লগের সদস্য হলাম সেদিন থেকেই নিজেকে অনেক লাকি মনে করি।কারণ দাদার মত একজন মানুষকে চিনতে পেরেছি এই প্লাটফর্মটির মাধ্যমে।একজন অমায়িক মানুষ তিনি ।যখন এখানকার সদস্য হলাম তখনই নতুন পরিবেশ কোনো কিছু জেনারেল চ্যাট বা কোথাও জানতে চাইলে দাদা নিজে থেকে সমস্যা গুলোর সমাধান দিয়েছেন।সেখান থেকেই মূলত এখানকার উপর আরও আলাদা ভালোবাসা কাজ করে।

যেকোনো জায়গায় অনেকদিন থাকার মতো ইচ্ছা বা ধৈর্য্য আমার কখনোই থাকেনা।প্রথম প্রথম কোনো জিনিসে আগ্রহ থাকলেও পরবর্তীতে গিয়ে আর কোনো আগ্রহ থাকেনা।কিন্তু আমার বাংলা ব্লগ এমন একটি জায়গা যেখানে ভালোলাগার জন্য নতুন নতুন কারণ সৃষ্টি হয় প্রতিনিয়ত।বলতে গেলে ভালোলাগা ফুরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।কারণ নিত্য নতুন সব আয়োজন দাদার যেগুলো নতুন করে আমার বাংলা ব্লগের প্রেমে পড়ায়।আমার বাংলা ব্লগের আবিষ্কার গুলোর উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।কারণ এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট দাদা সম্পন্ন করেছেন সবগুলোতে তিনি সাকসেস।আর তার সাকসেস মানেই আমরা ইউজার গণ কোনো না কোনোভাবে সাকসেস।সত্যি বলতে $PUSS কয়েন যে আরও অনেক বেশি দুরে যাবে সেটা আমরা সকলেই জানি।এজন্য এনাউন্স পাওয়া মাত্রই যে যার সামর্থ্য অনুযায়ী কয়েন গুলো হোল্ড করে রেখেছি আমরা।যারা আমাদের কমিউনিটির বাইরে রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা যদি টোকেন গুলো হোল্ড করেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনারাও উপকৃত হবেন। ক্রিপ্টোকারেন্সি টোকেন নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারিনা তবে ভবিষ্যৎ প্রেডিক্ট নিশ্চয় করতে পারি।দুই সপ্তাহের ব্যবধানে প্রাইজ অনেকটা পাম্প করেছে।যদিও গতকাল থেকে প্রাইজ একটু কমেছে।এটাই আপনাদের জন্য একটি সুযোগ হতে পারে যারা $PUSS কয়েন কিনেননি তারা নিজেদের একাউন্টে হোল্ড করে রাখতে পারেন এই সময়।

আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে দাম গতকাল থেকে কমে গেল কেন?মার্কেটের থিম মূলত এটি।একবার দাম বাড়বে একবার কমবে যাতে করে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই সময়ের পরিবর্তনে লাভবান হতে পারেন। আপনারা যারা ক্রেতা রয়েছেন এই সময়টি হাত ছাড়া করবেন না ।কারণ যেকোনো মুহূর্তে দাম আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে।আমরা এতজন ইউজার যেহেতু কয়েন হোল্ড করছি নিশ্চয় আমাদের সকলেরই এটার নিয়ে প্রচুর আশা রয়েছে।আর যেকোনো জিনিস নিয়ে মানুষ আশাবাদী হয় তখনই যখন সেই জিনিসটার ভিত্তি থাকে।অর্থাৎ পজেটিভ ভিত্তি যে আপনার একটু হলেও লাভবান হওয়ার চান্স রয়েছে এখান থেকে।কমিউনিটির প্রতিটি ইউজারের পক্ষ থেকে দাদা এবং তার $PUSS টোকেন এর জন্য থাকবে শুভকামনা।আগামীতে আমার বাংলা ব্লগ থেকে আরও নতুন নতুন সব আয়জন আমরা দেখতে পাব এমনটাই প্রত্যাশা।আমার বাংলা ব্লগে যাতে কখনো একঘেয়েমি না আসে।আর কমিউনিটির প্রেমে পড়ার নতুন নতুন সব কারণ সৃষ্টি হয়।সর্বোপরি আমার বাংলা ব্লগের দিকে যতবার ফিরে তাকাবো আমরা ইউজাররা প্রত্যেকবার নতুন করে ভালোবাসার কারণ খুঁজে পাব।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

পুষ কয়েন নিয়ে আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে খুব সুন্দর সুন্দর বিষয় তুলে ধরেছেন আপু। সেই বিষয়গুলোর সাথে আমি আপনার সাথে একমত। আপনি যথার্থ বলেছেন।পুষ কয়েন নিয়ে আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

$PUSS টোকেন নিয়ে আমাদের আবেগ অনুভূতির কোন শেষ নেই। $PUSS টোকেন নিয়ে আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। এইটি আমাদের আমাদের কমিউনিটির কয়েন আমাদের সকলের উচিত বেশি করে সংগ্রহ করা। $PUSS টোকেন নিয়ে আপনার অনুভূতি এতো চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 last year 

পুশ টোকেন নিয়ে আপনার ভেতরে থাকা অনুভূতিগুলোকে আপনি এত সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের সবার অনুভূতি অনেক বেশি ভালো। আশা করছি সবার অনুভূতি এরকমই খুব ভালো হবে। আর আপনার অনুভূতিটা এই পোষ্টের মাধ্যমে পুরোপুরি ভাবে পড়তে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে এখন। ধন্যবাদ এটা সবার মাঝে সুন্দর করে ভাগ করার জন্য।