পুশ নিয়ে সবার এত আশা আকাঙ্ক্ষার কারণ কী?
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পুশ নিয়ে সবার এত আশা আকাঙ্ক্ষার কারণ কী? |
---|
Source @rme Dada
বন্ধুরা, টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে "পুশ"। প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করার লক্ষ্যেই আজকের এই লেখা শেয়ার করছি। পোস্ট লেখার আগে স্বভাবতই পুশের রেট একবার দেখে নিলাম। রেট কিছুটা রিকভার করেছে দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। তখনই মনে হলো পুশ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই চলে এলাম আপনাদের সামনে।
বর্তমানে শুধু আমার বাংলা ব্লগেই নয়, ব্লগের বাইরেও অনেকের মাঝে পুশকে ঘিরে রয়েছে প্রচুর আশা ও আকাঙ্ক্ষা। এর একমাত্র কারণ হলো পুশের শক্তিশালী পারফরম্যান্স ও পুশের জনপ্রিয়তা। এই কয়েনটির পজিটিভ মুভমেন্ট দেখে অনেকেই মনে মনে স্বপ্ন বুনে নিয়েছেন পুশকে নিয়ে।সবাই পুশের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এবং নিজেদের সাধ্য অনুযায়ী কিনে হোল্ড করে রেখেছেন।
আমরা সবাই জানি, স্বপ্ন দেখার পেছনে একটা ভিত্তি থাকা দরকার। আর পুশকে ঘিরে এই স্বপ্নের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে আমাদের প্রিয় দাদার সুপরিকল্পিত রোডম্যাপ ও তার অক্লান্ত পরিশ্রম। তিনি এই প্রজেক্টকে সফল করার জন্য যে পরিমাণ সময়, শ্রম ও পরিকল্পনা দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার নেতৃত্বেই আমরা পুশকে ভবিষ্যতে একটি ভালো অবস্থানে দেখতে পাচ্ছি বলে আশাবাদী হতে পারছি।
দাদার আগের সব প্রজেক্টই সফল হয়েছে, যা আমাদের জন্য একটা বড় রেফারেন্স বা বড় পয়েন্ট। তার প্রতি আস্থা ও বিশ্বাস থেকেই আমরা ধরে নিচ্ছি পুশ প্রজেক্টও নিশ্চয়ই সফল হবে। কারণ, তিনি এত ব্যস্ত সময়ের মাঝেও এই "মিমি কয়েন" পুশকে নিয়ে এক সুগঠিত পরিকল্পনা সামনে এনেছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি সুযোগ তৈরি করেছে।
পুশ নিয়ে সবার আশাবাদী হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এর জনপ্রিয়তার গতি। অল্প সময়েই এটি যে অবস্থানে পৌঁছেছে, তা সত্যিই চোখে পড়ার মতো। এই ট্রেন্ড দেখে সহজেই বোঝা যায় এই কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল। সবাই বিশ্বাস করছে, একদিন পুশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে যেখানে এটি সকল ক্রিপ্টো হোল্ডারদের নজরে আসবে। আর যদি সত্যি সেটাই হয়, তবে সেটাই হবে প্রকৃত সাফল্য।
কারণ, যখন একটি কয়েন সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়, তখন সেটার মানে অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। তখন তার মূল্যও বহুগুণ বেড়ে যায়। আমরা সবাই চাই, পুশ যেন ক্রিপ্টো মার্কেটে একটি শক্ত অবস্থান দখল করে নিতে পারে। এতে আমাদের সবারই অনেক উপকার হবে ব্যক্তিগতভাবেও আর প্ল্যাটফর্মের দিক থেকেও।এই আশাতেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি বিশ্বাস নিয়ে, উদ্দীপনা নিয়ে, আর পুশের সম্ভাবনায় ভর করে।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.