প্রকৃতির রূপ

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, ভালো আছি।নতুন একটি টপিক নিয়ে আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম।আজ একটি বৃষ্টি- বাদলার দিন নিয়ে লিখলাম।

প্রকৃতির রূপরেখা বড়ই ভিন্ন।এই ভালো এই খারাপ।মুড সুইং করে।রোদ বৃষ্টি খেলা দেখতে দেখতে বাংলাদেশের মানুষ এখন অভস্ত্য।আগে বলা হত রোদ এবং বৃষ্টি একসাথে হলে শিয়াল বিয়ে হয়।কিন্তু এই বিয়ে দেখতে কোন মহা মানব শেয়ালের ডেরায় গিয়েছিলো তা আমার জানা নেই।

Image 1Image 2
Image 1Image 2

বৈশাখের বিকাল বেলা আমি নিজের রুমে ঘুৃম পড়ছিলাম ।ঘড়িতে লক্ষ্য করলাম বিকাল ৫ টার একটু বেশি।কিন্তু বাইরের জানালা দিকে তাকাতেই আমার চোখ কপালে।আমি আবার আমার ঘড়ির দিলে তাকালাম নিজেই কনফিউজড।এইবার মোবাইল চেক দিয়ে সিউর হলাম যে আসলেই ৫ টা বাজে।কিন্তু বাইরের দৃশ্য তো কোনোভাবেই ৫ টা বলছে না।মনে হলো ঘোড় আঁধার।অথ্যাৎ সন্ধ্যা
৭-৮ টা পেরিয়ে গেছে এমন একটা অবস্থা। ৪/৫ মিনিট পর একটু হালকা হলো।আমি তখন ছাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

Image 3Image 4Image 5
Image 1Image 2Image 3

বাতাস বইছে,ঝরের আভাস।ছাঁদে কেমন যানি টিকে থাকা দ্বায়।কয়েকটি ছবি তুলে কেটে পড়লাম।চারদিকে মানুষের দৌড়াদৌড়ি শুরু। ক্লাস থেকে কেও বাসায় ফিরছে,কেও গরু নিয়ে,কেও নিজের পরিবার নিয়ে।হঠাৎ বিকট শব্দে একটি বজ্রপাত হলো।তারাতারি রুমে চলে গেলাম।

Image 6Image 7
Image 1Image 2

বাতাস বইছে, জানালা দিয়ে দেখছি, মনে মনে দোয়া পরছি।কিছু সময় পরে আসলো শান্তির বৃষ্টি।যা,দেখে হৃদয়ে শান্তি লাগলো।তীব্র গরমে বৃষ্টি আল্লাহর এক বিশেষ নিয়ামত।গরম কমতে লাগলো।

Image 8Image 9
Image 1Image 2

সামান্য একটু বৃষ্টিতে ভিজলাম।আবার চারদিকে আলো আলো হয়ে গেলো।

logo (bangla blog).png