বৃষ্টি বিঘ্নিত '' ঢাকা''

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

চিরচেনা ব্যস্ত নগরী ঢাকা,
সবাই যাকে চিনে দূষিত এবং যানজটের শহর আবার দেশের সবচেয়ে ব্যস্ত নগরী এই ঢাকা।চারদিকে মানুষের ব্যস্ততা যেন এ শহরের পরিচিত বিষয়।কখনো কখনো এই নগরী আবার সুন্দর রূপ নেয়।প্রকৃতি আবার প্রান ফিরে পায় যখন এক-এক ফোটা করে বৃষ্টি নামে আসে চারদিকে ছড়িয়ে।মুহূর্তেই পাল্টে যায় ঢাকার চেহারা।

WhatsApp Image 2025-05-29 at 21.21.50_0f7ba65d.jpg
WhatsApp Image 2025-05-29 at 21.21.50_83abfbcb.jpg

গত কয়েকদিন যাবত সারাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত দেখা গিয়েছে। আজ বৃহঃস্পতিবার ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ(২৯-০৫-২৫),রিপোর্ট অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ রয়েছে যেটা আরো শক্তিশালী হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে রুপ নিতে পারে। এর প্রভাবে আগামী (২৮-০৫-২০২৫ খ্রিঃ) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে হালকা, অথবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এর ফলে নিচু এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। এছাড়া,আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২/৩ জুন হতে বৃষ্টিপাত কমে যেতে পারে।

WhatsApp Image 2025-05-29 at 21.21.52_c8f422e3.jpg

আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি।খুব সম্ভব ভোররাত থেকে শুরু হয়েছে।সকাল থেকেই বৃষ্টি যে শুরু হলো তার আর কোনো থামার সময় নাই।ধীরে ধীরে এই বৃষ্টি ভারী হতে শুরু করলো।হঠাৎ বৃষ্টি যেন ঢাকার ব্যস্ততা থামিয়ে দিলো।কর্ম ব্যস্ত মানুষের মুখে এক রাশ শোক।এই ভারী বৃষ্টি অতিক্রম করে অফিসে তাদের ফিরতে হবেই।অন্যদিকে কেও ছাতা,রেইন কোট পরে বেড়িয়ে পড়লেন যে যার কাজে।রাস্তার কুকুর - বিড়ালের জন্য এই বৃষ্টি মঙ্গলজনক নয়।অনেকে আবার বৃষ্টিতে ভিজে নতুন বৃষ্টির মার্ধুর্য নিয়ে মুগ্ধ হয়।

WhatsApp Image 2025-05-29 at 21.21.51_bff36f11.jpg

বৃষ্টির জন্য কিছুই যানজট কমে গেলেও আবার যখন একটু বৃষ্টি কমাতে শুরু করে তখন মানুষ হুমরি খেয়ে পড়ে। তখন আবার যানজট বেড়ে যায়।চারদিকে পানি জমাট বাঁধতে শুরু করে।ফলে জনসাধারণের বিশাল ভোগান্তি পেতে হচ্ছে।বাস্তবতায় আমি নিজে ও আজ এই সমস্যার সমুখীন হয়েছি।বাসে অতিরিক্ত যাত্রী, রাস্তায় যানজট সবকিছু মিলিয়ে জীবন অতিষ্ট হয়ে পড়েছে।

WhatsApp Image 2025-05-29 at 21.21.53_28628e04.jpg

পরিশেষে একটুকু বলতে চাই,ঢাকা কে নতুন রূপে ফিরে পেতে এই বৃষ্টি খুবই কার্যকর।গাছপালা তার নতুন রূপ মেলে ধরে।প্রকৃতির সৌন্দর্য আবার ফুটে ওঠে।

WhatsApp Image 2025-05-29 at 21.21.52_f0c25c9a.jpg

WhatsApp Image 2025-05-29 at 21.21.53_f8a7479d.jpg

logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।