রেসিপি পোষ্ট: বৃষ্টির দিনে নিজের হাতে তৈরি করা মুড়ি মাখা রেসিপি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ২৩ ই আগস্ট ২০২৫ ইং
বৃষ্টির দিনে নিজের হাতে তৈরি করা মুড়ি মাখা খাওয়ার আনন্দ সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। আকাশে যখন কালো মেঘ জমে, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে, তখন প্রকৃতি যেন এক নতুন সুরে গাইতে থাকে। টিনের চালের ওপর বৃষ্টির শব্দ, বাতাসে কাঁচা মাটির গন্ধ, আর চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ এই সবকিছুর মাঝেই চুলার পাশে বসে মুড়ি মাখা বানানো যেন এক বিশেষ উৎসব।শুধু খাওয়ার মধ্যেই এই আনন্দ সীমাবদ্ধ নয়। পরিবার বা বন্ধুদের সাথে বসে গল্প করতে করতে গরম মুড়ি মাখা খাওয়ার যে পরিবেশ তৈরি হয়, তা পুরো বাড়িকে ভরে তোলে হাসি আর আনন্দে। শিশুরা উচ্ছ্বাসে মুড়ি মুখে পুরে দেয়, বড়রা গল্পের ফাঁকে ফাঁকে চিবোতে থাকে, আর মায়ের হাতের সেই মুড়ি হয়ে ওঠে ভালোবাসার প্রতীক।
প্রয়োজনীয় উপকরণ:
- পরিমাণ মতো মুড়ি
- পরিমাণ মতো চানাচুর
- পরিমাণ মতো পেঁয়াজ
- পরিমাণ মতো ষরিষার তেল
- পরিমাণ মতো মটর ভাজা
- পরিমাণ মতো মিষ্টি চানাচুর
কার্যপ্রণালী:
ধাপ:-১:
প্রথমে আমরা একটি বাটির মধ্যে পরিমাণ মতো চানাচুর নিয়ে নিলাম।
ধাপ-২:
এরপর আমরা পরিমাণ মতো মটর ভাজা নিয়ে নিলাম।
ধাপ-৩:
এরপর আমরা পরিমাণ মতো পেয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়ে নিলাম।
ধাপ-৪:
এরপর আমরা পরিমাণ মতো মিষ্টি চানাচুর নিয়ে নিলাম।
ধাপ-৫:
এরপর আমরা পরিমাণ মতো মুড়ি নিয়ে নিলাম।
ধাপ-৬:
এরপর আমরা আমাদের দু ধরনের চানাচুর এবং মটরভাজা একত্রে মিশিয়ে নিলাম।
ধাপ-৭:
এরপর আমরা আমাদের সকল ধরনের উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম।
ধাপ-৮:
এরপর আমরা পরিমাণ মতো মুড়ি নিয়ে সকল ধরনের উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম।
ধাপ-৯:
সকল উপকরণ একসঙ্গে মাখিয়ে নেয়ার পর আমাদের মুড়ি মাখা রেসিপি সম্পন্ন হয়ে যায়।
পরিবেশন
আমাদের মুড়ি মাখা রেসিপি টি কেমন হয়েছে তার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
https://x.com/riyadx2p/status/1959136705455206586?s=46
https://x.com/riyadx2p/status/1959137157526036950?s=46
https://x.com/riyadx2p/status/1959137647701762524?s=46
বৃষ্টির দিনে ঝাল ঝাল করে মুড়ি মাখা খাওয়ার অনুভূতি অন্যরকম হয়ে থাকে। বিশেষ করে বেশি পরিমাণে মুড়ি মাখা খাওয়া হত ম্যাচে থাকা অবস্থায়। খুব সুন্দর কিছু স্মৃতির কথা মনে পড়ে গেল আপনার পোস্ট দেখে। অনেক বেশি লোভনীয় হয়েছে আপনার মুড়ি মাখা রেসিপিটি।
বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে যদি বাসায় মুড়ি মাখানো হয় তাহলে খেতে অনেক বেশি মজাদার হয়। আপনি খুব সুন্দর ভাবে মুড়ি মাখানোর প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া। বেশ মজা করে মুড়ি মাখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বৃষ্টির সময় মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা। কারণ বৃষ্টির সময় বৃষ্টির শব্দ ঠান্ডা বাতাস এবং বন্ধু-বান্ধব থাকলে তখন যে কোন পার্টি করলে খুব ভালো লাগে। তবে আপনি পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে মুড়ি মাখা আয়োজন করেছেন। আর পোস্টটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বৃষ্টির দিনে এমন সুস্বাদু এবং লোভনীয় মুড়ি মাখা দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। বিকালবেলা এক কাপ গরম চায়ের সাথে এমন লোভনীয় মুড়ি মাখা থাকলে বিকালটা জমে যায়। আপনি ভীষণ সুন্দরভাবে মুড়ি মাখাটি প্রস্তুত করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর এবং লোভনীয়ভাবে মুড়ি মাখা দেখে ধন্যবাদ।
বৃষ্টির দিনে এই ঠান্ডা মুহূর্তে এরকম কিছু খেতে ইচ্ছে করে৷ আর আজকে যেভাবে আপনি নিজের হাতে তৈরি করা এই মুড়ি মাখা রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ একইসাথে এখানে বৃষ্টির দিনে এরকম মুড়ি মাখা খাওয়ার মধ্যে আলাদা একটি আনন্দ কাজ করতে থাকে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য৷