#কংগ্রেস তো দেশের এত প্রগতিশীল "প্রাচীন" দল বলে শুনেছি, তা রাজস্থানে বাল্যবিবাহ আবার প্রচলন
#কংগ্রেস তো দেশের এত প্রগতিশীল "প্রাচীন" দল বলে শুনেছি, তা রাজস্থানে বাল্যবিবাহ আবার প্রচলন আর সমর্থন করাটা কি ধরণের প্রগতিশীলতার পরিচয় দেয়?! 😆 আর না এখনকার হাত প্রতীকওয়ালা জাতীয় কংগ্রেস মোহনদাস করমচাঁদ গান্ধীর কংগ্রেস নয়, ঐ কংগ্রেস স্বাধীনতার কয়েক দশকের মধ্যেই শেষ হয়ে গ্যাছে। এখন যে কংগ্রেসকে আপনারা দেখেন, সেটা সত্তরের দশকে ইন্দিরা গান্ধী যখন দলের অন্দরের মতানৈক্য ও নিজের দিকে ওঠা বিভিন্ন অভিযোগের জন্য জাতীয় কংগ্রেসের থেকে বেরিয়ে নিজের পার্টি Congress (I) বা সোজা বাংলায় যেটাকে আমরা ইন্দিরা কংগ্রেস বলি.. তৈরী করেন সেই কংগ্রেস। সুতরাং দলের "শতবর্ষের পুরোনো রাজনৈতিক ঐতিহ্য" টাও ভাঁওতাবাজি। 😏