বিভিন্ন ধরনের কয়েকটি ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ৩১ শে জুলাই, বৃহস্পতিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
প্রায় এক সপ্তাহ পর আপনাদের সাথে আবার একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার ফাইনাল পরীক্ষা চলার কারণে এই সপ্তাহে নিয়মিতভাবে পোস্ট করতে পারিনি। এখনো এক্সাম চলছে। তারপরেও ভাবলাম কয়েকটা ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমার ফটোগ্রাফি শেয়ার করতে অনেক ভালো লাগে। আপনারা সবাই জানেন আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ। চলুন তাহলে আজকের এলোমেলো কয়েকটি ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটি প্রায় দশ দিন মত আগে ক্যাপচার করেছিলাম। যেকোনো কিছুর মাঝে সৌন্দর্য খুঁজে পেলেই উপভোগ করার পাশাপাশি ক্যামেরাবন্দি করে রাখতেও পছন্দ করি। সূর্যাস্তটা কত সুন্দর দেখেন। একদম ছবির মত সুন্দর। চারিদিকে রক্তমা বর্ণ। দেখে যেন ভালো লাগছিল। এরকম বিকেল কিন্তু প্রতিদিন পাওয়া যায় না। হঠাৎ করে চোখ পড়ায় ফটোগ্রাফিটি ক্যাপচার করে রেখেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নাম না জানা ফুল এবং গাছ। এই ফুলের ফটোগ্রাফি এর আগেও আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম। সেবার কমেন্টে কেউ জানিয়ে দেয় নি ফুলের নাম কি। এবার আশা করছি জানতে পারবো ফুলের নামটা কি। ফুলটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর। গাছ সহ ফুলের পাশ থেকে অ্যাঙ্গেল করে একটি ফটোগ্রাফি নিয়েছিলাম। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে কয়েকটি বেলুনের ফটোগ্রাফি। এখানে কয়েকটি বেলুন দেখতে পাচ্ছেন। এই বেলুনগুলো মেলাতে দেখতে পাওয়া যায়। আমিও এই ফটোগ্রাফিটি মেলা থেকেই ক্যাপচার করেছি। রথ মেলায় গিয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করে। এরকম বেলুনগুলো আমার খুব পছন্দের। বড় হলে কি হবে ছোটবেলার এই জিনিসগুলো এখন আমার কিনতে ভালো লাগে।বেলুনগুলো একসাথে বেশ সুন্দর লাগছিল।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সন্ধ্যাবেলার দৃশ্য। এটা হল সন্ধ্যা হয়ে যাওয়ার পরের দৃশ্য। চারিদিকে অন্ধকার। আচ্ছা আচ্ছা আভা হয়েছে সূর্যের। ফটোগ্রাফিতে তো মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকারের মাঝে মাঝে একটু একটু মেঘ দেখা যাচ্ছে। যেগুলো খালি চোখে আরো বেশি ভালো লাগছিল। আষাঢ় মাসের এই মেঘের খেলা দেখতে মন্দ লাগে না। কয়েকদিন তো রোজ ছাদে যেতাম এই মেঘের খেলা আর প্রকৃতিতে আশা আষাঢ়ের সৌন্দর্য উপভোগ করতে।
ফটোগ্রাফি নং-৫
গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি। এটা হল সাদা রংয়ের গোলাপ ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে ক্যাপচার করা। এতদিনে হয়তো সাদা ফুলটি ফোটার পরে ঝরে পড়ে গেছে। গোলাপ সব রঙে সুন্দর। তবে আমার লাল রঙের গোলাপ ফুল একটু বেশিই পছন্দ। এক এক সময় এক এক ধরনের গোলাপ ভালো লাগে। আসলে যেটার সাথে যে রং মানায়। ছাদে কয়েক ধরনের গোলাপ গাছ আছে। মাঝে মাঝেই তাতে ফুল ফুটতে দেখতে বেশ ভালই লাগে।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে নদীর ঘাটে বাঁধা নৌকার ফটোগ্রাফি। এটা হল কুষ্টিয়া গড়াই নদীতে ঘুরতে যাওয়ার দিনের ফটোগ্রাফি। উপভোগ্য দিনটি একদিন শেয়ার করব। নদীর ঘাটে এরকম নৌকা বাঁধা থাকলে দেখতে বেশ ভালো লাগে। সারি সারি কতগুলো নৌকা বাঁধা। এই দৃশ্যগুলো সামনাসামনি যখনই দেখি তখনই মনে হয় ছোটবেলায় বইয়ে পড়া সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়লে বেশ ভালই লাগে।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14


https://x.com/PurnimaBis34652/status/1950997216224850298?t=_RMKcGnzKWZQsUO-g0pBmA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1950997771227636197?t=Ata7GbBmQRllIqVdZ-WJPw&s=19
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। রেনডম ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। আপনি দক্ষতাকে কাজে লাগিয়ে ফটোগ্রাফি করেছেন বুঝতে পারছি। অনেক সুন্দর ছিল আপনার সবগুলো ফটোগ্রাফি।
যে কোনো কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি এরকম রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ এগুলো এমনিতেই সুন্দর, আর রেনডম ফটোগ্রাফি করলে সব কিছুর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
প্রথম ফটোগ্রাফিটি দেখেই তো চোখ সরাতে পারছিলাম না। অসম্ভব সুন্দর এমন ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দক্ষতা ভীষণ সুন্দর। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। প্রথম দ্বিতীয় এবং শেষের ফটোগ্রাফিটি অনেক বেশি পছন্দ হয়েছে আমার। ভীষণ সুন্দর আপনার ফটোগ্রাফি দক্ষতা। বেশ ভালো লাগলো এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ধন্যবাদ।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এই রকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আজকে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। এবং নৌকার ফটোগ্রাফি ওচমৎকার লাগলো। খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।