ফটোগ্রাফি পোস্ট—সাতটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
- ফটোগ্রাফি পর্বের প্রথম ফটোগ্রাফি টাই হলো রঙ্গন ফুলের।রঙ্গন ফুল সবার মতই আমার কাছে ভীষণ পছন্দের একটি ফুল। এই ফুলের সুগন্ধ না থাকলেও প্রায় সবার কাছেই পছন্দের ফুল হওয়া অন্যতম কারণ হলো এই ফুলের গোছালো পাপড়ি।আমাদের দেশে কয়েক কালারের রঙ্গন ফুল হয়ে থাকে ।তবে লাল কালারের রঙ্গন ফুলটি সবার কাছেই বেশি পছন্দের।
📸ফটোগ্রাফি দুই📸:
- এটি হলো ল্যান্টানা ফুল। এগুলো লো ভারবেনা প্রজাতির ফুল। এই ফুল গুলো ছোট ছোট আকৃতির হলেও এই ফুলের গাছগুলি প্রায় তিন থেকে ছয় ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটি একটি সুগন্ধ বিহীন ফুল। সাধারণত খরা এবং গ্রীষ্মকালে এই ফুলগুলো সবথেকে বেশি ফুটে থাকে। পাপড়িগুলো খুবই ঘন ঘন এবং গোছালো থাকে। একটি ফুলের মধ্যেই দুই ধরনের কালার বিদ্যমান।
📸ফটোগ্রাফি তিন📸:
- এটা হলো নয়নতারা ফুলের ফটোগ্রাফি।নয়নতারা ফুল সব থেকে বেশি দেখা যায়,বাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অঙ্গনে। মোট কথা এই ফুল মানুষ বাসার সৌন্দর্য বাড়ানোর জন্যে বাসা বাড়ির সামনে লাগিয়ে থাকে।আমাদের দেশে নয়নতারা ফুল কয়েক ধরনের হয়ে থাকে।এই ফুলের পাপড়ি পাঁচ থেকে ছয়টি পর্যন্ত হয়ে থাকে।পুরো ফুলের মাঝে একটি কালার থাকে আর মাঝে খানের কেন্দ্রোতে অন্য কালারের একটি বিন্দু থাকে।
📸ফটোগ্রাফি চার 📸:
- এটি হচ্ছে সাদা রঙের গোলাপ ফুল। এই গোলাপের সুগন্ধ টা আমার কাছে ভীষণ ভালো লাগে। সাদা গোলাপ ফুলকে দূর থেকে দেখলে মনেই হবে না যে এটি গোলাপের একটি জাত। কিন্তু কাছ থেকে দেখলে খুবই ভালো লাগে।আর এই সাদা গোলাপ ফুলের গাছের পাতাগুলো হয় লেবুর পাতার মত। উচ্চতা সর্বোচ্চ চার ফিট পর্যন্ত হয়ে থাকে।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
- এটি হলো কামরাঙ্গার ফুল।কামেরাঙ্গা আমারা প্রায় প্রত্যেকেই চিনি।কিন্তু অনেকেই হয়তো কামরাঙ্গার ফুল দেখেননি।বন্ধুরা এটাই হলো কামরাঙ্গার ফুল।ছোট ছোট আকারের ফুল গুলো থোকায় থোকায় হয়ে থাকে।কোনো সুগন্ধ থাকেনা।কামরাঙ্গার আসার আগ মুহুর্তে সব ফুল ঝরে পড়ে যায়।
📸ফটোগ্রাফি ছয়📸:
- এইবারের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন একটি কস্টাস স্পিকাটাস ফুল। এটি হলো ইন্ডিয়ান হেড জিনজার প্রজাতির ফুল। আর আমি ফটোগ্রাফিতে শেয়ার করেছি এই ফুলের একটি কুঁড়ি। এটির আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকার দিকে বা নিকারাগুয়ায়। এটি একটি গ্রীষ্মমণ্ডলীয় ফুল। গাছের উচ্চতা প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে।
📸ফটোগ্রাফি সাত 📸:
- এটি হলো একটি ডায়নামাইট ফুলের ফটোগ্রাফি। এটি হলো একটি গ্রীষ্মকালীন লাল প্রজাতির ফুল হিসেবে পরিচিত। একটি ফুলের মধ্যে অনেকগুলি ছোট ছোট পাপরি বিদ্যমান এবং সবগুলোই বিভক্ত আকারে থাকে। খরা এবং তুষার প্রবাহের মধ্যেও এই ফু জীবন ধারণ করতে সক্ষম। গাছগুলো প্রায় তিন থেকে চার ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আজকে আপনি খুব সুন্দর সুন্দর সাতটি ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। এবং প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।
আমার ফটোগ্রাফি নিয়ে আপনার মতামত জেনে খুবই খুশি হলাম।সেই সাথে আরো বেশি অনুপ্রাণিত হলাম।ধন্যবাদ।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলি আপনাদের কাছে ভালো লাগলে তবেই আমার সার্থকতা মিলে। ধন্যবাদ অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য।
https://x.com/mdetshahidislam/status/1953134207011832087?t=Aspi2NqhD1lnOLbKxlOP9Q&s=19
https://x.com/mdetshahidislam/status/1952712206061097011?t=NtGUMgRqnY_ApHzYl0ztpw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1952893247271125096?t=rNalO0nim_60Ty0o6zgbdg&s=19