রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ4 days ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

📸ফটোগ্রাফি পোস্ট📸

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি এক📸:

  • ইট পাথর এবং কংক্রিটের তৈরি দালান কোটা শহরে জীবন আমার কাছে বিষাক্তময় লাগে। আমিতো প্রকৃতিকে ভালোবাসি তাই প্রকৃতিময়ে পরিবেশকেই সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম আমার অফিসের ৫ নং ফ্লোর থেকে। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই চোখে পড়লো এই চমৎকার দৃশ্য। উপরে নীল আকাশ আর নিচে ইট পাথর কংক্রিটের তৈরি দালান। ভবনগুলি দেখে মনে হয় যেন প্রত্যেকেই প্রতিযোগিতায় নেমেছে কে কার থেকে কয় তলা বেশি বড় ভবন তৈরি করতে পারে। দুনিয়া নিয়েই মানুষ মত্ত হয়ে আছে।

📸ফটোগ্রাফি দুই📸:

  • এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন আমাদের দেশের গৌরব উজ্জ্বলময় এক স্মৃতিস্তম্ভের দৃশ্য। এই স্তম্ভ কে ঘিরেই রয়েছে বাংলাদেশের অনেক সোনালী ইতিহাস এর কথা। আমার ফটোগ্রাফিতে খুব দূরে দেখতে পাচ্ছেন আমাদের দেশের জাতীয় স্মৃতিসৌধ। যা বর্তমান সময়ে বাংলাদেশের ঢাকার নবীনগর অঞ্চলে অবস্থিত। সেনা শপিং কমপ্লেক্স থেকে পশ্চিম দিকে ৮০০ মিটার হাঁটলেই এই জায়গাটি পাওয়া যাবে। সময় করে এখানে যাওয়ার চেষ্টা করবেন। দারুন একটি জায়গা।

📸ফটোগ্রাফি তিন📸:

  • প্রিয় বন্ধুরা এইবার আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সবার প্রিয় একটি হিবিস্কাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল দেখতে অনেকটাই জবা ফুলের মত হয়ে থাকে। আমি ফটোগ্রাফিতে শেয়ার করেছি পিং কালারের একটি হিবিস্কাস ফুল। খুবই থোকা থোকা ভাবে এই ফুলের পাপড়ি গুলো হয়ে থাকে। সুগন্ধ না থাকলেও সৌন্দর্যতায় অপূর্ব। বসত বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বা শোভা বাড়ানোর জন্যই এই ফুল মানুষ লাগিয়ে থাকে। একটি ডালের মধ্যে কেবলমাত্র একটি করে ফুল হয়ে থাকে।

📸ফটোগ্রাফি চার 📸:

  • প্লুমেরিয়া ফুল। দেখতে অনেকটাই কাট গোলাপ ফুলের মত হয়ে থাকে। আমি তো যেদিন প্রথম এই ফুলকে দেখেছিলাম মনে করেছিলাম এটি একটি কাঠ গোলাপ ফুল। কিন্তু আমার ধারণা ভুল ছিল। এই ফুলেরও ঠিক একইভাবে পুরো পাপড়িগুলোতে সাদা হয়ে থাকে এবং মাঝখানের কেন্দ্রবিন্দুতে ভিন্ন একটি কালার হয়ে থাকে। দেখতে চমৎকার দেখায় এর সৌন্দর্যতার দিক থেকে। গাছগুলি প্রায় নয় থেকে 10 ফিট বা তার থেকেও বেশি লম্বা হয়ে থাকে।

📸ফটোগ্রাফি পাঁচ 📸:

  • এবারের ফটোগ্রাফিটার প্রতি একটু তাকিয়ে দেখুন। ফটোগ্রাফির মধ্যে যতদূর চোখ যাচ্ছে তত দূরে যেন শুধুমাত্র সবুজ আর সবুজ। সবুজের সমারোহ এরকম জায়গাগুলি আমার কাছে এতটা ভাল লাগে যে বলে শেষ করতে পারবো না। চোখ এবং হৃদয় দুটোতেই যেন প্রশান্তির ছায়া নেমে আসে। কোনো গাছের ছায়ার নিচে বসে এরকম দৃশ্য উপভোগ করার মাঝে অন্যরকম শান্তি বিদ্যমান।

📸ফটোগ্রাফি ছয়📸:

  • এবার তো শেয়ার করেছি সকলের প্রিয় এবং সেই সাথে অনেকটাই জনপ্রিয় একটি ফুলের ফটোগ্রাফি। এটি হলো লাল রঙ্গন ফুলের ফটোগ্রাফি। আমাদের দেশে রঙ্গন ফুল কয়েক ধরনের হয়ে থাকে এটাও আমরা প্রত্যেকেই জানি। তবে লাল রঙ্গন ফুল সব থেকে বেশি জনপ্রিয়। পুরো গাছের মধ্যেই লাল রংয়ের ফুল গুলো ফুটেছিল দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর সে কারণেই ফটোগ্রাফি করে রেখেছিলাম।
🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010868.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 days ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। এর আগেও আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। আজকে এই ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আপনি। প্রতিটা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম।

 2 days ago 

আমার ফটোগ্রাফি গুলি আপনার কাছে ভালো লেগেছে জেনে কাজের প্রতি অনুপ্রেরণা পেলাম। এরকম উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আরে বাহ্ আপনি তো দেখে খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আসলে এ ধরনের ফটোগ্রাফি গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। আপনি বরাবরই খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 days ago 

ভীষণ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকার সুন্দর হয়েছে তবে চার নম্বর এবং পাঁচ নম্বর ফটোগ্রাফিটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 days ago 

ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 days ago 

ওয়াও বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে যেমন ভালো লাগে তেমন দেখতেও ভীষণ ভালো লাগে। এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লাগলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আর প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 hours ago 

জবা ফুল বরাবরই সবার কাছে পছন্দের হয়ে থাকে। আর ওইটা কাঠ গোলাপ ফুল নয় আপু আমিও প্রথমে তাই ভেবেছিলাম। যাই হোক আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 days ago 

সব সময় আপনার কাছ থেকে যেভাবে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে থাকি৷ সেগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আজকেও আপনি একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ যখন আপনার কাছ থেকে দেখলাম তখন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ খুবই সুন্দরভাবে আপনি এটি শেয়ার করেছেন৷ এর মধ্যে প্রথমে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 14 hours ago 

যেকোনো কাজের থেকে এরকম উৎসাহ পেলে সেই কাজের প্রতি চাহিদা আরো বেড়ে যায়। ঠিক তেমনি আমার ফটোগ্রাফির যেভাবে প্রশংসা করেছেন তাতে খুবই ভালো লাগলো।