রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগ10 days ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

📸ফটোগ্রাফি পোস্ট📸

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি এক📸:

  • প্রিয় বন্ধুরা ফটোগ্রাফি পর্বের শুরুতেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি একটি চমৎকার মাছ এর ফটোগ্রাফি সাধারণত আমাদের দেশে এই মাছকে গলদা চিংড়ি বলে ডাকা হয় তবে অন্যান্য দেশে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে এই মাছের তবে আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন এই গলদা চিংড়ি মাছের দাম ছিল প্রতি কেজি ৮০০ থেকে ১১০০ পর্যন্ত বড় বড় আকৃতির দেখতে মোটামুটি ভালই লাগছিল তবে যতটুকু জানি এর থেকেও এই গলদা চিংড়ি মাছ আরো বড় হয়ে থাকে।

📸ফটোগ্রাফি দুই📸:

  • এখন আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আরো একটি মাছের ফটোগ্রাফি অনেকেই এই মাছকে চিনেন এবং বিশেষ করে যারা দক্ষিণাঞ্চলে বসবাস করেন যারা এর থেকে বেশি চেনেন এটা হল ইলিশ মাছ বর্তমান বাজারে ইলিশের দাম একটু হলেও কম আছে আমি বাজারে গিয়ে এই ইলিশ মাছের দাম পেয়েছিলাম ৮০০ টাকা কেজি। ভুনা ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছ তিন ধরনের ইলিশ মাছ ছিল ছোট বড় এবং মিডিয়াম বড় গুলোর দাম ছোট গুলোর তুলনায় বেশি ছিল।

📸ফটোগ্রাফি তিন📸:

  • প্রকৃতি কতটা মায়াময় এবং কতটা শান্তির প্রতীক হয় সেটা আপনারা সবুজ বৃক্ষের মাঝে নিজেকে মেলে ধরলেই বুঝতে পারবেন। সবুজ গাছ এবং সেই গাছের মধ্যে যখন নতুন কচি কচি পাতার জন্ম হয় তখন দেখতে কতটা চমৎকার দেখায় সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন তবে তার জন্য নিজেকে সেই প্রকৃতির মাঝে বিলিয়ে নিতে হবে। আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম আমার এলাকার পার্শ্ববর্তী এক অঞ্চল থেকে। যেখানে সবুজ বৃক্ষের এক বিশাল সমাহার রয়েছে।

📸ফটোগ্রাফি চার 📸:

  • এবারে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি একটি চমৎকার দেখতে ফুলের ফটোগ্রাফি। আমরা অনেকেই এই ফুলকে চিনে থাকি তবে ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে যে কালার গুলির মধ্যে আমার শেয়ার করা ফটোর মধ্যে একটি কালার রয়েছে। আমার ফটোগ্রাফিতে সেই ফুলটি দেখতে পাচ্ছেন সেটির নাম হল ডায়ান্থাস। প্রত্যেকটা ফুলের পাপড়ি গুলোর মাথায় সুন্দর করে ঝাঁঝ কাটানো থাকে যার ফলে দেখতে আরো চমৎকার দেখায়।

📸ফটোগ্রাফি পাঁচ 📸:

  • এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার ভার্সিটির গেট। আমাদের উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত জাতীয় বিশ্ববিদ্যালয় রংপুর কারমাইকেল কলেজ। কলেজ অনেক ক্ষেতি অর্জন করলেও ঠিক তেমনভাবে সংস্কার সাধিত হয়নি। রয়ে গেছে এখনো অনেক পুরাতন ভবন এবং নানান ধরনের পূর্ব পরিচালিত কর্মব্যবস্থা। যার মধ্যে একটি হলো মূল গেট। এরকম খ্যাতিমান ভার্সিটি হওয়া সত্ত্বেও যার গেট এখনো পুরনো তথা পূর্বের অবস্থায় রয়ে গেছে। তবে দেখতে কিন্তু ভালোই দেখায়।

📸ফটোগ্রাফি ছয়📸:

  • সবুজ মাঠ আর প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এরকম মুহূর্ত গুলো মনের মধ্যে গেঁথে রয়ে যায়। চারিদিকে শুধু মাত্র সবুজ আর সবুজ মাঝখানে থাকবে বিশাল বড় এক মাঠ। যা দেখতেই যেন নজর এবং মন দুটোই শান্ত হয়ে যায়। ছোট ছোট ঘাস আর সবদিকের সৌন্দর্য সবমিলিয়ে এক মনোরম পরিবেশের সৃষ্টি করবে। যেখানে পাখির কলগান এবং আরো অন্যান্য দৃশ্যগুলি প্রকট থাকবে।
🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010868.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 10 days ago 

সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমার কাছে সব সময় দেখতে ভালো লাগে। বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয় সব সময়। আপনি সবসময় এর মত আজকেও খুব সুন্দর সুন্দর বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করে সবার মাঝে শেয়ার করেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। এরকম ফটোগ্রাফি আশা করি সব সময় শেয়ার করবেন।

 10 days ago 

এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর রেনডম ফটোগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। প্রতিটা ফটোগ্রাফি এত বেশি সুন্দর ছিল যে আমি এক নজরে তাকিয়ে ছিলাম। আমার কাছে আপনার তিন নাম্বার ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখে।

 10 days ago 

খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দুটোই আমার খুব পছন্দের। ফটোগ্রাফিতে দেখে বেশ ভালো লাগলো। বাকি ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 9 days ago 

এই মাছ দুটি আমারও খেতে ভীষণ ভালো লাগে তবে গলদা চিংড়ি একটু বেশিই। আপনার মন্তব্য পড়েও ভালই লাগলো। যথাপযুক্ত মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 10 days ago 

ভাইয়া আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।বিশেষ করে সবার শেষের ফটোগ্রাফিটি দারুন হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 8 days ago 

আমার ফটোগ্রাফি এবং বর্ণনা গুলি আপনাদের কাছে ভালো লাগলে নিজের মধ্যেও নতুন রকমের এক অনুভূতি অনুভব করা যায়। যাই হোক উৎসাহমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।