সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।
১নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন প্রজাপতির ফটোগ্রাফি।আসলে ব্যস্ততার কারণে এখন ফটোগ্রাফি করা হয় না। সপ্তাহে মাত্র একদিন ছুটি তাই ফটোগ্রাফি তো দূরে থাক নিজেকে সময় দেওয়াও কমে গেছে।আজকে শুক্রবার তাই একটু হাঁটতে বের হয়েছিলাম সকালবেলায়, তখন এই ফটোগ্রাফি গুলো করলাম।হাঁটার সময় মোবাইলটা সাথে নিয়ে গিয়েছিলাম এবং দেখতে পাই চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং মাঝে মাঝে বিভিন্ন কালারের প্রজাপতি। প্রজাপতির ফটোগ্রাফি করাটা কঠিন ব্যাপার কারণ এরা খুব চতুর এদের কাছে যেতেই এরা উড়ে চলে যায়। অনেক কষ্টে এই প্রজাপতিটির কিছু ফটোগ্রাফি করতে পেরেছিলাম আর সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
২নং -ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন টক পাতা গাছের ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফুলটি শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে তবে দেখতে বেশ দারুণ লাগছিলো।সকালবেলা হাঁটতে বের হয়ে রোড এর পাশে এই ফুলটি দেখি আর তখন ফটোগ্রাফি করে নিলাম।আপনারা হয়তো যানেন যে এ গাছের পাতা ফুল দুটোই অনেক উপকারী। বিশেষ করে এর পাতা ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। আবার ফুল দিয়ে বিভিন্ন রকম জেলি বানানো যায় এবং এটিও অনেক বেশি উপকারী।যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
৩নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছের ফুল । এই ফুলগুলো মূলত শীত কালে বেশি দেখতে পাওয়া যায়।এই গাছ সবারই পরিচিত এই গাছের পাতাগুলো হালকা স্পর্শ ফেলে গুটিয়ে যায়। মনে হয় পাতাগুলো লজ্জায় ঢোলে পড়ছে।যাইহোক আজকে যেহেতু হাটতে বের হয়েছিলাম তাই ভাবলাম চোখের সামনে যেটাই দেখতে পাই সেটাই ফটোগ্রাফি করে নিব। আর হাঁটতে হাঁটতে এ লজ্জাপতি গাছের ফুল দেখতে পাই তাই ফটোগ্রাফি করে নিলাম আপনাদের জন্য। এই ফুল কার কার ভালো লাগে তারা অবশ্যই জানাবেন।
৪নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ফেনার ফুলের ফটোগ্রাফি। এই ফেনার ফুলগুলো দেখতে বেশ চমৎকার হয়ে থাকে। নীল কালারের সমন্বয়ে এই ফুলগুলো আসলে আকর্ষণীয় লাগে। আর এই ফুলগুলো মূলত পানিতে বেশি দেখতে পাওয়া যায় তাই ফটোগ্রাফি করার সুযোগ হয়ে ওঠে না। আজকে সকালে হাঁটতে বের হয়ে এই ফেনার ফুলটি রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম।আর তখন ফটোগ্রাফি গুলো করে নিলাম।আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জানাবেন।
৫নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন ঢ়েঁড়স গাছের ফুল।রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পেলাম রাস্তার ধারে অনেকগুলো ঢ়েঁড়স গাছ রোপন করেছে, তবে একটি বা দুটি গাছের মধ্যে ফুল এসেছে।তখন দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফি করে নিলাম।তবে আমি কয়েকটি এঙ্গেল থেকে ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শুধু একটি এঙ্গেল থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম । আশা করছি আপনাদের ও ভালো লাগবে।
৬নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি গোলাপ ফুলের মধ্যে কমন একটি জাত। আপনারা ভালো করেই জানেন গোলাপ ফুলের অসংখ্য জাত রয়েছে।আর আমার জানামতে ২৬৩ টি জাতের গোলাপ ফুল রয়েছে।এ ফটোগ্রাফিটি করেছি আমার চাচাতো ভাইয়ের ঘরের সামনে থেকে। সেখানে আমাদের পুকুর পাড়ের বাগান থেকে একটি গোলাপ ফুলের চারা নিয়ে সে তার ঘরের সামনে রোপন করেছিল।আর আমি ফটোগ্রাফি করে সেটাই আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।
৭নং-ফটোগ্রাফি
Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন কুয়াশা ভেজা রঙ্গন ফুলের ফটোগ্রাফি ।অঝোর ধারায় কুয়াশা পড়েছিল রঙ্গন ফুলের উপরে তবে রোদের ঝলকানিতে কিছু কুয়াশা যদিও শুকিয়ে গিয়েছে।অল্প কিছু কুয়াশা এখনো ফুলের মাঝে রয়েছে। আমি এই সকালবেলায় এই ফুলটি দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছি আমাদের পুকুরপাড় থেকে।পুকুর পাড়ে আরো ফটোগ্রাফি করেছি সে গুলো অন্য দিন শেয়ার করব । যাইহোক আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ফটোগ্রাফি |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
চমৎকার সব ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজিয়েছেন। প্রজাপতির ফটোগ্রাফি একটু বেশি ভালো লাগে। এধরনের প্রজাপতি গুলো এখন বেশি দেখা যায়। লজ্জাবতী গাছের ফুল দেখতে সুন্দর লাগতেছে। সব গুলো ফটোগ্রাফি দেখার মতো ধন্যবাদ আপনাকে ভাই।
ধন্যবাদ লিমন ভাই চমৎকার মন্তব্যের জন্য।
https://x.com/Nevlu123/status/1865204471275676122
বাহ্,প্রজাপতিটা বেশ সুন্দর তো,কত রকমের কালার সংমিশ্রণ। ভাইয়া আপনার প্রতিটি ছবিই বেশ ভালো হয়েছে। গোলাপের ছবি টাও বেশ ভালো লাগছে।কচুরি ফুলের কালারটা আসলেই সুন্দর। ধন্যবাদ
ধন্যবাদ আপু চমৎকার ও সাবলীল মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।
আপনি সাতটি চোখ জুড়ানোর মতো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর করে ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে।
সব সময় পাশে থেকে সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ। 🙏
বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার সব কটি ফটোগ্ৰাফি দেখার মতো ছিল ভাই। বিশেষ করে প্রজাতির ফটোগ্ৰাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, বাকি সব কটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগলো মন্তব্যটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন সর্বদায়।🙏
অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
মোস্তাফিজুর ভাই অনেক অনেক ধন্যবাদ। 🧩
অসাধারণ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে বিশেষ করে প্রথমে শেয়ার করা প্রজাপতির ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। তবে দুই নং ফটোগ্রাফিতে টক পাতা ফুলের ফটোগ্রাফিটা প্রথম দেখলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।
কাজি রায়হান ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।।
অনেক সুন্দর হয়েছে আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি। দেখতে জাস্ট চমৎকার লাগছিল। এরকম ভাবে রেনডম ফটোগ্রাফি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে সবসময় খুব ভালো লাগে দেখতে। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে, প্রজাপতির ফটোগ্রাফি আর গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।।,
চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে বেশি ভালো লেগেছে প্রথম ফটোগ্রাফি টা এছাড়া প্রতিটি চিত্র অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভালো লাগলো মন্তব্য পড়ে ধন্যবাদ।।