কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ5 months ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় ভিত্তিক ফটোগ্রাফির বাহিরে , কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে। তবে আজকের রেনডম ফটোগ্রাফি গুলোতে অনেক ধরনের ফটোগ্রাফি দেখতে পাবেন।আর সেগুলো যথাযথ বর্ণনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো।আশা করছি আমার আজকের এই রেনডম ফটোগ্রাফি অ্যালবামটি আপনাদের ভালো লাগবে।তো বন্ধুরা চলুন চোখ রাখি আজকের ফটোগ্রাফিতে।

১নং-ফটোগ্রাফি

20241203_084223.jpg

Location
#Device:S-G,M32
প্রথমেই দেখতে পাচ্ছেন পেঁপে গাছের ফুলের ফটোগ্রাফি। যদিও এই ফটোগ্রাফিটি দেখে আপনারা অবাক হবেন কারণ পেঁপে গাছের ফুলের ফটোগ্রাফি এরকম চিকন কোন গাছে কেন। মূলত এই ফুলটি পেঁপে গাছ থেকে ঝরে পড়ে গিয়েছিল, তখন এটাকে নিয়ে লেবু গাছের কাটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। কাটাতে লাগানোর পরে দেখতে বেশ ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

২নং -ফটোগ্রাফি

20230224_104756.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন একটি মৌমাছি ধনিয়া পাতা গাছের ফুলের থেকে মধু সংগ্রহের দৃশ্য।এ দৃশ্যগুলো খুব সহজে ফটোগ্রাফি করা যায় না। কারণ এ দৃশ্যগুলোর ফটোগ্রাফি করতে হলে এক জায়গাতে বসে অনেকক্ষণ সময় দিয়ে তারপর ফটোগ্রাফি করতে হয় ।এই ফটোগ্রাফিটি করেছি আমার এক কাকার সবজি বাগান থেকে এবং সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম।আশা করছি এই ফটোগ্রাফিটি আপনাদের পছন্দ হবে।

৩নং-ফটোগ্রাফি

20250218_210059.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন পাকা মরিচের ফটোগ্রাফি। কাকার সবজি খেতে যখন হাটাহাটি করছিলাম তখন কিছু সবজি ও সবজির ফুল এর ফটোগ্রাফি করেছিলাম। তার মাঝে দেখতে পাই একটি গাছে দুটি মরিচ পেকে আছে এবং দেখতে বেশ ভালই লাগছিল তাই সেটা ফটোগ্রাফি করে নিলাম।এগুলো মূলত প্রাকৃতিক সৌন্দর্য। আর এ ধরনের সৌন্দর্য ক্যামেরাবন্দি করলে পরে দেখতেও ভালো লাগে ।যাই হোক আশা করছি আপনাদের ভালো লাগবে।

৪নং-ফটোগ্রাফি

20220926_094954.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছের ফুলের ফটোগ্রাফি।এই ফুলের মধ্যে দুটি জাত রয়েছে এবং দুটো যাতের মধ্যে দুই কালার হয়।একটা সাদা এবং আরেকটা গোলাপী কালার।এই গাছগুলোর সম্পর্কে আপনারা সকলেই জানেন এবং এগুলোকে যখন ছোঁয়া হয় তখন এগুলো গুটিয়ে যায় এবং মনে হয় যে লজ্জা পেয়েছে।সেজন্য হয়তো এই গাছকে লজ্জাপতি গাছ বলা হয়েছে । যদিও এই সংজ্ঞাতে আমি নিশ্চিত নয় তারপরও বললাম ।যাইহোক যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্যে জানাবেন।

৫নং-ফটোগ্রাফি

20220926_094003.jpg

Location
#Device:S-G,M32
এখন দেখতে পাচ্ছেন বন্য একটি ফুলের ফটোগ্রাফি। আসলে পথে-ঘাটে বিভিন্ন রকম বন্য ফুল দেখতে পাওয়া যায়।আজকে সেরকমই একটি বন্য ফুল আপনাদের মাঝে তুলে ধরলাম।অনেক সময় দেখা যায় বন্যফুল গুলো ও অন্যান্য ফুলের মত সৌন্দর্য বহন করে এবং প্রাকৃতির ভারসাম্য বজায় রাখে।কিছু কিছু বন্য ফুল একদম চোখে লাগার মত হয়ে থাকে। যাইহোক আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

৬নং-ফটোগ্রাফি

20220926_094227.jpg

Location
#Device:S-G,M32
এখন যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি ঘাসের ফুলের ফটোগ্রাফি।আসলে ঘাসের মধ্যেও অসংখ্য ফুল ফোটে এবং ঘাসের ফুলগুলো অনেক দারুন হয়ে থাকে।এই ঘাসফুল নিয়ে অনেক কবিতা অনেক ছড়া অনেক গান ও বানানো হয়েছে। মাঝে মাঝে এদিক ওদিক বেরোলে যে কোন কিছু ফটোগ্রাফি করার মত চোখে পড়লে সেটা ফটোগ্রাফি করে নেই । যদিও এটি অনেক আগে ফটোগ্রাফি করেছি তবে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে।

তো বন্ধুরা এই ছিলো আজকের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম ,আশা করি আগামীতে ভিন্ন রকম রেনডম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে হাজির হবো।আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 5 months ago 

আপনার তোলা ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। এখানে থাকা সবগুলো ফটোগ্রাফির মধ্য থেকে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। কারণ সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। খুবই মুগ্ধ হলাম সবগুলো ফটোগ্রাফি দেখে।

 5 months ago 

অনেক ধন্যবাদ ফটোগ্রাফির প্রশংসা করার জন্য।

 5 months ago 

এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে ইচ্ছে করে এক নজরে তাকিয়ে থাকতে। আপনি আপনার প্রতিটা ফটোগ্রাফি এত সুন্দর ভাবে করেছেন যে আর কি বলব। আমার কাছে আপনার ঘাসের ফুলের ফটোগ্রাফি টা সব থেকে বেশি সুন্দর লেগেছে। আর ধনিয়া ফুলের উপরে বসে থাকা মৌমাছি দেখে আরো বেশি ভালো লেগেছে।

 5 months ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। 💭

 5 months ago 

Screenshot_20250219-082058_Chrome.jpg

Screenshot_20250219-082144_Chrome.jpg

 5 months ago 

আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফটোগ্রাফি প্রশংসনীয়। লজ্জাপতী ফুল গোলাপি রঙের গোলাপি রঙের দেখিনি। সাধারণের ফুল দেখেছি। এগুলোর নাম লজ্জাপতী আমি জানতাম না। পেঁপে ফুলের ফটোগ্রাফিটি একটু অন্যরকম ভালো লাগলো। আসলে প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে আলাদাভাবে প্রশংসা করা কষ্টকর। সুন্দর ফটোগ্রাফি গুলো সহ চমৎকার বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 5 months ago 

ধন্যবাদ আপু সুগঠিত মন্তব্যের জন্য।

 5 months ago 

দারুন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। ঘাসের ফুলের ছবিটি অসাধারণ তুলেছেন। এছাড়াও বিভিন্ন ছবিগুলি দেখে মন ভালো হয়ে গেল। ধনিয়া পাতার উপর মৌমাছির ছবিটি দেখে খুব ভালো লাগলো। সব মিলিয়ে দারুণ সুন্দর একটি এলবাম তৈরি করে শেয়ার করেছেন।

 5 months ago 

আমি আপু হলাম কবে দাদা।হাহাহাহ। যাই হোক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 5 months ago 

আপনার আজকের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে , খুবই সাধারণ দুর্বাঘাসকেও অসাধারণ করে ফুটিয়ে তুলেছেন। আমাদের সাথে এই ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। সুন্দর ছবি মনকে শান্ত করে তুলে।

 5 months ago 

সুন্দর মতামত প্রদানের জন্য ধন্যবাদ ভাই ্।

 5 months ago 

ঘাসফুল এবং বন্য ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল। বন্য ফুলটা খুবই দারুণ লাগছে দেখতে। লাল রঙের মরিচের ফটোগ্রাফিতেও চমৎকার ছিল। বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

জি আপু চেষ্টা করছি সুন্দরভাবে তুলে ধরতে ধন্যবাদ ্।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

💫💚💫

 5 months ago 

আপনার ক্যাপচার করা ছবি আমার আগেও খুব ভালো লাগতো সত্যি বলতে কি আপনার ফটোগ্রাফি পোষ্টের জন্য অপেক্ষা করি। কারণ ভীষণ প্রাণবন্ত ছবি তোলেন আপনি। একেবারেই মনে হয় না ফটোশপের অতিরিক্ত কারিগরি রয়েছে। অসাধারণ হয়েছে প্রত্যেকটা ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের জন্য উপহার হিসেবে পোস্ট করলেন তাই আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।

 5 months ago 

চেষ্টা করেছি যে সুন্দর কিছু ফটোগ্রাফি আপনাদের উপহার দিতে ধন্যবাদ।।