রংপুর—বাংলাদেশের উত্তরের একটি প্রাণবন্ত শহর। এই শহরের সৌন্দর্য, ইতিহাস আর মানুষজনের সরলতা মিলে গড়ে উঠেছে এক ভিন্ন রকম আবহ। বড় বড় শহরে যেখানে যাতায়াতের জন্য গাড়ি বা বাস বেছে নিতে হয়, সেখানে রংপুর শহরে ভ্রমণের আসল আনন্দটা পাওয়া যায় একেবারেই ভিন্ন উপায়ে—রিক্সায় চড়ে।রংপুর শহরের সকালে রিক্সায় চড়ার অনুভূতি যেন অন্যরকম। ভোরের শীতল হাওয়া, ফাঁকা রাস্তায় টুংটাং ঘণ্টার শব্দ আর রিক্সাওয়ালার প্রাণবন্ত কথা—সব মিলিয়ে মনে হবে শহর আপনাকে আপন করে নিচ্ছে। রিক্সায় বসে একবার চোখ মেললেই দেখতে পাবেন শহরের ব্যস্ততার ভিন্ন চিত্র।রিক্সায় করে একদিকে ঘুরে দেখা যায় ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি, আবার অন্যদিকে চোখে পড়ে আধুনিক শপিং মল বা ব্যস্ত মার্কেট। পুরোনো দিনের স্থাপত্য আর নতুন দিনের কোলাহল যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। বিশেষ করে কলেজ রোড, জাহাজ কোম্পানি মোড় কিংবা কারমাইকেল কলেজের আশেপাশের এলাকা—রিক্সায় বসে শহরের আসল রূপটা উপভোগ করা যায় সেখানেই।রংপুরের অন্যতম সৌন্দর্য হলো এর সবুজে ঘেরা রাস্তা। রিক্সার ধীর গতিতে চলতে চলতে চোখে পড়বে রাস্তার ধারে কচি পাতার ছায়া, কোথাও আবার খোলা মাঠ। আর একটু দূরে গেলে গঙ্গাচড়া বা তিস্তা নদীর টান—যা আপনাকে শহরের ভিড় থেকে মুহূর্তেই প্রকৃতির কোলে নিয়ে যাবে।রিক্সা ভ্রমণে মাঝে মাঝে থেমে যাওয়াই মজার। শহরের মোড়ে মোড়ে চায়ের দোকান, ফুচকা কিংবা ভেলপুরির ঠেলা গাড়ি আপনাকে টেনে নেবে। এক কাপ গরম চা হাতে নিয়ে রিক্সাওয়ালার গল্প শোনার অভিজ্ঞতা ভ্রমণকে আরও রঙিন করে তোলে।রিক্সায় চড়ে রংপুর শহর ঘোরা শুধু একটি যাতায়াতের মাধ্যম নয়, বরং এটি একটি অভিজ্ঞতা। শহরের গতি একেবারেই ধীরে ধীরে উপলব্ধি করা যায়, চারপাশের দৃশ্য মন দিয়ে দেখা যায়, আর মানুষের সরল হাসি আপনাকে মনে করিয়ে দেয়—রংপুর শুধু একটি শহর নয়, এটি এক খণ্ড অনুভূতি।👉 তাই যদি কখনো রংপুর শহরে যান, অন্তত একদিন রিক্সায় চড়ে পুরো শহরটা ঘুরে দেখুন। বিশ্বাস করুন, আপনার ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। এতক্ষণ ধরে যে ভিডিওগ্ৰাফির কথা বললাম তাহলে চলুন এবার ভিডিওগ্ৰাফিটি দেখে নেয়া যাক।
🔗"ভিডিও লিংক":🔗
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
Device | Motorola g34 5g |
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।
Vote@bangla.witness as witness

Set@rme as your proxy








X-promotion
চমৎকার হয়েছে ভিডিওগ্রাফিটি। ভিডিওগ্রাফির সাথে মিউজিক টি ও খুবই সাদৃশ্যপূর্ণ দিয়েছেন। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে রংপুর শহরের বেশ কিছু দারুন দৃশ্য দেখতে পেলাম। সত্যিই অনেকটাই সুন্দর রংপুর শহর।
ভাই আপনি খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।রংপুর শহরে আমি অনেক কয়েকবার গিয়েছিলাম।তবে আপনার পোস্টে ভিডিওগ্রাফির মাধ্যমে রংপুর শহরটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।