রংপুর জেলার বিখ্যাত জায়গা ও ভ্রমণ গাইড
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ৩০ ই জুন ২০২৫ ইং
বাংলাদেশের উত্তরের প্রান্তে অবস্থিত রংপুর জেলা, ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক মেলবন্ধন। এ জেলার নাম শুনলেই মনে পড়ে বিস্তীর্ণ ধানক্ষেত, কুয়াশাভেজা ভোর আর সদা হাস্যোজ্জ্বল মানুষদের কথা। কিন্তু রংপুর শুধু আবেগ বা স্মৃতির নাম নয়, এটি আমার একটা ইমোশনের নাম। এই ব্লগে আমি রংপুর জেলার কিছু বিখ্যাত স্থান এবং সম্ভাব্য এক দিনের বা একাধিক দিনের ভ্রমণ পরিকল্পনার শেয়ার করবো। যারা দুর থেকে রংপুর শহরের মধ্যে আসতে চান শুধু মাত্র তাদের জন্যই এই ব্লগ টি। আশা করছি সকলের অনেক উপকার হবে।
তাজ হাট জমিদার বাড়ি
রংপুর শহরে ঢোকার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে সুপরিচিত তাজহাট জমিদার বাড়ি। একসময়কার প্রভাবশালী জমিদারদের নির্মিত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এর প্রতিটি করিডোর, ছাদে শোভা পাওয়া কারুকার্য, আর বিশাল বাগান আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শতাব্দী প্রাচীন এক অধ্যায়ে। ইতিহাস প্রেমীদের জন্য এটি এক অপরিহার্য গন্তব্য। বিশেষ করে এই জায়গা টা একদম সবুজ শ্যামল প্রকৃতিতে ভরপুর। জায়গা টি শহরের মধ্যে হলেও দেখতে একদম গ্ৰামের মতোই সবুজ শ্যামল প্রকৃতির মতোই। আপনারা গুগল ম্যাপের সাহায্যে এই পার্কের মধ্যে আসতে পারেন।
প্রাচীন কারমাইকেল কলেজ
তারপরেই চলে আসা যাক কারমাইকেল কলেজের কথা। এটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, একপ্রকার স্থাপত্যের নিদর্শনও। ব্রিটিশ আমলের এই কলেজটি তার লাল ইটের ভবন আর ছায়া মাখা মাঠের জন্য বিখ্যাত। এখানে সময় কাটাতে কাটাতে আপনি হারিয়ে যেতে পারেন পুরনো দিনের এক রাজকীয় পরিবেশে। এখানকার প্রতিটি ভবন প্রাচীন কালের তৈরি। যখন আমাদের দেশ বৃটিশ শাসন করেছিলেন, তখন এই কলেজ টি তৈরি হয়েছিল। কলেজ টি পুরনো দিনের হলেও দেখতে এখনো একদম নতুনের মতোই। এই কলেজ টি রংপুর শহরের লালবাগে অবস্থিত। এই কলেজের আয়োতন প্রায় তিনশত একর জমি নিয়ে।
রংপুর চিড়িয়াখানা
রংপুর চিড়িয়াখানাও ভ্রমণকারীদের অন্যতম আকর্ষণ। পরিবার বা শিশুদের নিয়ে একদিনের আনন্দ ভ্রমণের জন্য এই স্থান আদর্শ। এখানে নানা ধরনের প্রাণী, পাখি ও উদ্ভিদের সমাহার রয়েছে। বিশেষ করে বাঘ, সিংহ ও কুমিরের মতো বড় প্রাণীগুলো শিশুদের মাঝে আলাদা উত্তেজনা সৃষ্টি করে। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি বড় বড় চিড়িয়াখানায় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রংপুরের চিড়িয়াখানা। এটি বেশ পুরনো একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানার সাথে রয়েছে বিনোদন পার্ক। আপনারা বাচ্চাদের কে ও সাথে নিয়ে আসতে পারবেন।
রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক
চিকলি ওয়াটার পার্ক রংপুর শহরের প্রাণের এক ঠিকানা। শহরের কোলাহল থেকে একটু দূরে, শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্ক যেন এক টুকরো স্বপ্নের মতো। সকালবেলার রোদ যখন পানির উপর ঝিলমিল করে, তখনই শুরু হয় পার্কের দিন। ছোট ছোট বাচ্চাদের হাসি খুশি, বড়দের বিশ্রামের মুহূর্ত আর প্রেমিক-প্রেমিকাদের হাতে হাত রেখে হেঁটে চলা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতির জায়গা। বিকেলের আলোয় যখন কৃত্রিম ঝরনার নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের হাসি ছড়িয়ে পড়ে, তখন সেই দৃশ্য হয়ে ওঠে ছবির মতো।
রংপুর জেলার খাওয়া-দাওয়া নিয়ে বলতে গেলে অবশ্যই উল্লেখ করতে হয় ‘ঘি-রুটি আর পিঠার কথা। স্থানীয় হোটেলগুলোতে আপনি সহজেই খুঁজে পাবেন । গ্রামীণ রেস্টুরেন্টে খেতে বসলে দেশীয় রান্নার সেই পুরনো স্বাদ ফিরে পাবেন, যা শহুরে জীবনে হারিয়ে গিয়েছিল।সর্বোপরি, রংপুর শুধু একটি জেলা নয়, এটি এক টুকরো প্রাণ। এখানে আসলে আপনি শুধু স্থান নয়, মানুষ, ঐতিহ্য আর প্রাকৃতিক বন্ধনে জড়িয়ে পড়বেন এক অদ্ভুত মায়ার বাঁধনে। প্রতিটি বাঁকে, প্রতিটি গলিতে রংপুর আপনাকে স্বাগত জানাবে এক অনন্য ভালোবাসা নিয়ে।
এখানে আসুন, হারিয়ে যান আর নিজেকে খুঁজে নিন রংপুরের সরল, প্রাণবন্ত গল্পের ভেতর।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1939718910716342498?t=H7Ztxoj409mklzQ4It9BnQ&s=19
https://x.com/Riyadx2P/status/1939719151691731107?t=H7Ztxoj409mklzQ4It9BnQ&s=19
https://x.com/Riyadx2P/status/1939719427941150732?t=H7Ztxoj409mklzQ4It9BnQ&s=19
https://x.com/Riyadx2P/status/1939719673366671421?t=H7Ztxoj409mklzQ4It9BnQ&s=1