অগোছালো পড়াশোনা
পড়ছি, কিন্তু ঠিকভাবে নয়। কোনো পরিকল্পনা নেই, লক্ষ্য নেই, সময়ের বেঁধে দেওয়া গণ্ডি নেই। ফলে দিন শেষে মনে হয়—কি করলাম আসলে?
অগোছালো পড়াশোনা মানে নিজেরই নিজের সাথে প্রতারণা।
যেখানে পরিকল্পিত পড়াশোনা ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়, সেখানে অগোছালো পড়াশোনা শুধু সময় নষ্ট করে।
আজ না হয় একটু ভেবেই শুরু করি—
কী পড়বো?
কতক্ষণ পড়বো?
কিভাবে পড়বো?
শুধু পড়া নয়, সঠিকভাবে পড়া—সফলের আসল চাবিকাঠি।
আজই শেষ হোক অগোছালো পথচলা!