টিপস্ সহ খাসির মাংসের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো"

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।শরীর খুব একটা ভালো যাচ্ছে না অতিরিক্ত গরমের কারনে অনেকদিন ধরেই বেশ অসুস্থ বোধ করছি।সুস্থতা হলো ঈশ্বরের আশীর্বাদ আর তা আমার জীবনে খুবই কম বলা যায়।ঈশ্বর কবে যে আমাকে পুরোপুরি সুস্থ করে দিবেন সেই আশায় থাকি।

বাঙ্গালির ছুটির দিনের দুপুর মানেই মাংস ভাত। আর সেটা অবশ্যই খাসির মাংসের ঝোল। স্বাদে গন্ধে ভরপুর এই পদটিতে বাঙ্গালি নিবেদিত প্রাণ।এমনিতে মাছের সাথে বাঙ্গালিকে যতই এক করে দেখা হোক, খাসির মাংসের প্রতি সবার ই আলাদা একটা আকর্ষণ সেই সেকাল থেকেই রয়েছে।খাসির মাংস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু তারপরও হাতে গোনা কিছু মানুষ খাসির মাংসের গন্ধ একদম পছন্দ করেন না আর তাই তারা খাসির মাংস খেতে পারেন না।আমার ছোট মেয়েও ঠিক তাদের দলেরই একজন।ও খাসির মাংসের গন্ধ একদম সহ্য করতে পারেন তাই কখনোই খাসির মাংস খেতে চায় না। খুব জোরজবরদস্তি করার পর যদি এক টুকরো খাওয়ানো হয় তাহলে সারাদিন আর অন্য কোনো খাবার খেতে চায় না।
IMG_20230613_231543.jpg

আমি বিভিন্ন রকম ভাবে মাংস রান্না করার ট্রাই করি যাতে মেয়েটা একটু খেতে পারে।আজ তারই একটি টিপস্ আপনাদের সাথে শেয়ার করবো আশাকরি যারা খাসির মাংস পছন্দ করেন না তারা এই টিপস্ ফলো করে খাসির মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে রেসিপি টি জেনে নেওয়া যাক।

IMG_20230613_231526.jpg

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMs9CPC5nMGA (1).png

খাসির মাংস
আলু
পেঁয়াজ কুঁচি
আদাবাটা
রসুনবাটা
পেঁয়াজবাটা
জিরাগুঁড়া
ধনিয়াগুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
হলুদগুঁড়া
গরমমশলার গুঁড়া
গোটা জিরা
তেজপাতা
সয়াবিন তেল
সরিষার তেল

PhotoCollageMaker_20230613_225006723.jpg

খাসির মাংসের গন্ধ দূর করার টিপস্

প্রথমে মাংস গুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে।তারপর লবণ,হলুদগুঁড়া ও সরিষার তেল দিয়ে মাংস গুলো খুব ভালো করে মেখে নিতে হবে।তারপর বেশ কিছু পরিমাণে জল দিয়ে মাংস গুলো ডুবিয়ে নিতে হবে।তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দুই ঘন্টার জন্য।
PhotoCollageMaker_20230613_225117782.jpg

দুই ঘন্টা পর মাংস গুলো হাত দিয়ে কচলিয়ে নিয়ে একটা একটা করে খুব ভালো করে চেপে চেপে জল ঝড়িয়ে নিতে হবে সবগুলো।এতে করে খাসির মাংসের বাজে গন্ধ ট্ জলের সাথে চলে যাবে।চাইলে আরেক বার নরমাল জল দিয়েও ধুয়ে নেওয়া যেতে পারে।
PhotoCollageMaker_20230613_225152287.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPopZf4WzLkLt2GM6eX9AHLDkSq2jR6LAJKegZpLRTntzQJw24KesnUfWmiusx...sdKKBevRJErqjqHzDUefnihsT3NjX4JMkesX9jotQJ5Z9gieZksaKoFi8oPDpoHxM8WXuWu3rvoNEYiKQX1n1MEHQwvrgxKp82YzxUTs85pS7YCnxajHhnABDG.png

ধাপ-১

প্রথমে আদা রসুন,পেঁয়াজ গুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেড করে নিয়েছি।
PhotoCollageMaker_20230613_225219870.jpg

ধাপ-২

এবার চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি,তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি।তারপর গোটা জিরা তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে হালকা বাদামী
করে ভেজে নিয়েছি।
PhotoCollageMaker_20230613_225303399.jpg

ধাপ-৩

এবার বাটা মশলা গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি।তারপর গুঁড়া মশলা গুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি।
PhotoCollageMaker_20230613_225328272.jpg

ধাপ-৪

মশলা কষানো হলে মাংস গুলো দিয়ে দিয়েছি।তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
PhotoCollageMaker_20230613_225359613.jpg

ধাপ-৫

কিছুক্ষণ পর ঢাকনা খুলে অল্প আঁচে মাংস গুলো কষিয়ে নিয়েছি।তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি।
PhotoCollageMaker_20230613_225440114.jpg

ধাপ-৬

মাংস কষানো হলে কেটে রাখা আলু গুলো দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি।
PhotoCollageMaker_20230613_225517787.jpg

ধাপ-৭

এবারে পরিমাণ মতো কুসুম গরম জর দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
PhotoCollageMaker_20230613_225541412.jpg

ধাপ-৮

কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়েছি।ঝোল কমে অর্ধেক হয়ে আসলে গরমমশলার গুঁড়া উপরে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
PhotoCollageMaker_20230613_225611255.jpg

ধাপ-৯

অনেক সময় ধরে জ্বাল দেওয়ার পর মাংস সিদ্ধ হলে আর ঝোল শুকিয়ে মাংস গুলো কষা কষা হলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।
PhotoCollageMaker_20230613_225632151.jpg

পরিবেশন

চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে মাংস তুলে নিয়েছি।এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত মজাদার খাসির মাংসের রেসিপি টি।
IMG_20230613_231543.jpg

এই ছিলো আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv (2).png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1B...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

Sort:  
 2 years ago 

আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনি খাসির মাংসের যে রেসিপিটি তৈরি করেছেন এটি আমার খুবই পছন্দের। এভাবে খাসির মাংসের রেসিপি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি কালার দেখে বুঝতে পারছি অনেক সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছিল এবং কি সবাই মিলে বেশ মজা করেই খেয়েছিলেন। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে ইচ্ছে করে খেয়ে নিতে। সব মিলিয়ে অসাধারণ একটা পোস্ট শেয়ার করেছেন।

 2 years ago 

গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আপু আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। যাই হোক আপু আমিও আপনার ছোট মেয়ের মত খাসির মাংস খেতে পারিনা। তবে আজকে আপনার কাছে রান্নার নতুন একটি পদ্ধতি শিখতে পেরে ভালো লাগলো। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখব আপু।

 2 years ago 

জ্বি আপু অতিরিক্ত গরমের কারনে সবাই অসুস্থ হয়ে গেছে।অবশ্যই আপু একদিন এভাবে খেয়ে দেখবেন আশাকরি অনেক ভালো লাগবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর করে খাসির মাংসের রেসিপি তৈরি করেছেন, দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে 😁। যাইহোক আপনার রেসিপি টি অনেক বেশি ভালো হয়েছে।

 2 years ago 

এই গরমের মধ্যে কম বেশি অনেকেই অসুস্থ হয়েছে। প্রথমে আপনার সুস্থতা কামনা করি আপু। খুব শীঘ্রই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠুন। খাসির মাংস আমার খুব পছন্দের। বিশেষ করে খাসির রেজালা সবচেয়ে বেশি পছন্দ করি। খাসির মাংস থেকে গন্ধ দূর করার টিপসটা তো বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আপনার রেসিপিটাও দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি রেসিপি এবং সাথে এত গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু সাপ্তাহিক ছুটির দিন মানেই মজার মজার খাবার খাওয়ার আয়োজন।।
আর সেটা যদি হয় ফাঁসির মাংস তাহলে তো কোন কথাই নেই।।
আপনার প্রস্তুত করা খাসির মাংসের রেসিপি দেখে সকাল সকাল অনেক ক্ষুধা লেগে গেল।।
কি লোভনীয় দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছে।।

 2 years ago 

খাসির মাংস খেতে আমার খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

খাসির মাংসের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি ।আপনার মেয়ের মত আমারও খাসির মাংস কেমন খাসি খাসি গন্ধ লাগে। তবে আপনি দারুন একটি টিপস দিয়েছেন যেটি কাজে লাগিয়ে হয়তো গন্ধটা দূর হবে ।বেশ ভাল লাগল আপনার রান্নার পদ্ধতি । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আমার মেয়ে একদম খাসির মাংস খেতে পারতো না কিন্তু এখন এভাবে রান্না করি তাই একটু খেতে পারে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে খাসির মাংস রেসিপি করেছেন। তবে আমি আপু খাসির মাংস খেতে পছন্দ করি না আমার কাছে গন্ধ লাগে। আপনার ছোট মেয়েও আমার মতই তাহলে। তবে ঠিক বলেছেন ছুটির দিনে ভালো কিছু হলে খেতে খুব ভালোই লাগে। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে মনে হয় কিছু অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

কিছুদিন গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। দোয়া করি যেন সুস্থ থাকেন। আজকে আপনি খুব চমৎকার ভাবে খাসির মাংস রেসিপি করেছেন। খাসির মাংস খেতে আমার কাছে অনেক মজা লাগে। তবে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। তবে আমি বিদেশ থাকতে অনেকবার খাসির মাংস রান্না করেছি। তবে আমি অন্যভাবে রান্না করেছি। সত্যি আপনার খাসির মাংসের মধ্যে আলু দেওয়ার কারণে খেতে মনে হয় অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।