রেসিপি: ময়দা ও গুড়া দুধ দিয়ে খুব সহজে মিষ্টি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG_20251011_222228~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নিজের হাতে বাড়িতে তৈরি সুস্বাদু মজাদার মিষ্টি রেসিপি। বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তবে সব থেকে বেশি ভালো লাগে এখানকার সুন্দর সুন্দর রেসিপি গুলো দেখতে। এখানকার রেসিপি দেখে দেখে আমি বেশ কয়েক ধরনের রেসিপি বানানো শিখেছি। এজন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে মজার মজার রেসিপি শেয়ার করতে।মিষ্টি খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে মাঝে মাঝে খেতে ভালো লাগে। বলা যায় ১ থেকে ২ টা মিষ্টি খেলে মিষ্টি খাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায়। কিন্তু এবার অসুস্থ হওয়ার পর ডাক্তার বলেছে একটু বেশি করে মিষ্টি খেতে। লো প্রেসার তারপরে আবার অনেক ধরনের সমস্যা তো। তাই ভাবলাম বাড়িতে নিজের হাতে নিজের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি বানাতে পারি কিনা দেখি। ময়দা এবং গুড়া দুধ দিয়ে খুব সুন্দরভাবে আমি আপনাদের মাঝে মিষ্টি রেসিপি শেয়ার করেছি। কমবেশি সবাই অনেক সুন্দর মিষ্টি বানাতে পারে এর আগে আমি কখনো মিষ্টি রেসিপি তৈরি করার চেষ্টা করিনি। তবে হঠাৎ করেই গতকালকে এত সুন্দর ভাবে মিষ্টি বানাতে পারবো নিজেও ভাবতে পারিনি। মিষ্টি বানানোর পর খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আমাদের পরিবারের সবাই খুব আনন্দের সাথে মিষ্টিগুলো খেয়েছিল। তাছাড়া দেখতেও বেশ ভালো লাগছিল। তবে বেশি ময়দা ব্যবহার করার কারণে অনেকক্ষণ রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এজন্য একটু ভেঙ্গে যাচ্ছিল মিষ্টি গুলো এমনটা মনে হচ্ছিল। তবে সত্যি বলতে মিষ্টি এটা অনেক ভালো এবং মজার হয়েছিল খেতে। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
গুঁড়া দুধ
চিনি
ময়দা
লবণ
বেসন
তেল
পানি

IMG_20251011_165756~2.jpg

ধাপ-১

IMG_20251011_165914~2.jpg

IMG_20251011_165939~2.jpg

প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম। তারপর পানি ফুটে উঠলে এর মধ্যে দুধের গুড়া দিয়ে দিলাম। তারপর সুন্দর করে তরল দুধ তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20251011_170107~2.jpg

IMG_20251011_170140~2.jpg

IMG_20251016_120241-COLLAGE.jpg

এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তারপর একটু নাড়াচাড়া করে এক কাপ ময়দা ও সামান্য বেসনের ময়দা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিলাম।

ধাপ-৩

IMG_20251011_171218~2.jpg

IMG_20251011_171224~2.jpg

IMG_20251011_172325~2.jpg

কিছুক্ষণ ঢেকে রেখে হাতে তেল লাগিয়ে গোল লম্বা মিষ্টির শেপ তৈরি করে নিলাম অনেকগুলো।

ধাপ-৪

IMG_20251016_120349-COLLAGE.jpg

এরপর ডুবন্ত তেলের মধ্যে হালকা লালচে করে মিষ্টি গুলো ভেজে নিলাম।

ধাপ-৫

IMG_20251011_171321~2.jpg

IMG_20251011_171337~2.jpg

IMG_20251011_171347~2.jpg

IMG_20251011_171428~2.jpg

তারপর মিষ্টিগুলো ভেজানোর জন্য চিনি দিয়ে রস তৈরি করে নিলাম। প্রথমে আমি এক কাপ পানির মধ্যে এক কাপ চিনি দিয়েছি। তার সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। চিনি গুলো গলে গেলেই তৈরি হয়ে যাবে মিষ্টি ভেজানো চীনের রস।

ধাপ-৬

IMG_20251011_173654~2.jpg

IMG_20251011_173650~2.jpg

গরম গরম রসের মধ্যে ভাজা মিষ্টি গুলো দিয়ে দিলাম। এরপর ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রসে ভরা মজাদার মিষ্টি।

ধাপ-৭

IMG_20251011_222222~2.jpg

IMG_20251011_222214~2.jpg

IMG_20251011_222239~2.jpg

IMG_20251011_222240~2.jpg

IMG_20251011_222241~2.jpg

এরপর একটি প্লেট এ রেখে সুন্দর করে আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 days ago 

এভাবেও যে মিষ্টি তৈরি করা যায় এই প্রথম জানলাম আপনার পোস্টে তবে আইডিয়াটা কিন্তু খুবই ভালো লাগলো ময়দা এবং গুড়া দুধ দিয়ে সামঞ্জস্য রেখে সহজভাবে মিষ্টি তৈরি করেছেন। অবশ্যই খেতে সুস্বাদু হয়েছিল তাই মনে হচ্ছে।

 2 days ago 

Screenshot_20251016-192846.png

Screenshot_20251016-192644.png

 21 hours ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

 5 hours ago 

এই মিষ্টি দেখেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হবে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু মিষ্টি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে বলে আমি মনে করি৷ একই সাথে যেভাবে আপনি ময়দা এবং গুড়া দুধ দিয়ে এই মিষ্টি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখন এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে ৷