"মজাদার ফুচকা তৈরী রেসিপি"

in আমার বাংলা ব্লগ10 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক---

মজাদার ফুচকা তৈরী রেসিপি:

GridArt_20251001_142511267.jpg

IMG_20251001_150634.jpg

ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম রয়েছে।ফুচকার দোকানগুলোতে রীতিমতো প্রতিযোগিতা লেগেই থাকে যেন মানুষের।আর এই পূজার মৌসুম হলে তো কথাই নেই।বর্তমানে অনেক প্রকার ফুচকা পাওয়া যায়--তেঁতুল ফুচকা,দই ফুচকা থেকে ফ্রুট ফুচকা ইত্যাদি।যাইহোক আজ আমি পারফেক্ট ফুচকা তৈরির রেসিপি শেয়ার করবো।অনেক সময় বাড়িতে ফুচকা তৈরি করলে অধিকাংশই না ফুলে চুরমুর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।তবে আমার এই পদ্ধতি অবলম্বন করলে চুরমুর হওয়ার সম্ভাবনা কম থাকবে।আশা করি ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক-----

IMG_20251001_150915.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.আটা- 1.5 কাপ
2.সুজি- 1/2 কাপ
3.লবণ-সামান্য
4.ঘি-1 টেবিল চামচ
5.সাদা তেল- 1কাপ
6.জল

IMG_20251001_142129.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251001_142151.jpg
প্রথমে আমি পরিমাণ মতো আটা, সুজি ও সামান্য লবণ নিয়ে নিলাম।তারপর সব একত্রে মিশিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20251001_142020.jpg
এখন অল্প অল্প জল মিশিয়ে নেব আটার মধ্যে।এরপর একটি ডো তৈরি করে নেব 1 চামচ ঘি মিশিয়ে।

ধাপঃ 3

IMG_20251001_142217.jpg
তো আমি একদম নরম বা শক্ত নয় এমন একটা ডো তৈরি করে নিলাম উপকরণগুলি দিয়ে।

ধাপঃ 4

GridArt_20251001_141109859.jpg
এবারে ডো 10 মিনিট রেস্টে রাখার পর আমি ডোটাকে ছোট ছোট ভাগ করে নেব।তারপর হাত দিয়ে লম্বা করে বেলে নেব।এরপর একটি চাকুর সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব।

ধাপঃ 5

IMG_20251001_142245.jpg
এরপর ছোট ছোট লেচির উপর হালকা করে শুকনো আটা ছড়িয়ে দেব,যাতে একটি লেচি অপরটির সঙ্গে না লেগে যায়।

ধাপঃ 6

IMG_20251001_142308.jpg
এখন একটি করে লেচি নিয়ে বেলন-চাকির সাহায্যে বেলে নেব।

ধাপঃ 7

IMG_20251001_141418.jpg
এবারে ছোট ও গোল গোল করে বেলে নেব লেচিগুলো।তারপর একটি প্লাস্টিক পেপার বিছিয়ে তার উপরে বেলে নেওয়া ফুচকাগুলি সাজিয়ে রাখবো।

ধাপঃ 8

IMG_20251001_142326.jpg
তো আমি এক এক করে সব লেচিগুলো বেলে নিয়েছি।

ধাপঃ 9

IMG_20251001_142620.jpg
এখন ফুচকা ভাজার জন্য একটি পরিস্কার কড়াইয়ে সাদা তেল গরম করে নেব ।

ধাপঃ 10

IMG_20251001_142638.jpg
এবারে কিছু ফুচকা হাতের তালুতে সাজিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20251001_142702.jpg
এরপর গরম হওয়া তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব ফুচকাগুলি।তারপর অনবরত নাড়তে থাকতে হবে তাহলেই ফুচকাগুলি ফুলে উঠবে।

ধাপঃ 12

IMG_20251001_142727.jpg
তো ফুচকাগুলি উল্টেপাল্টে ভেজে মুচমুচে করে নেব।

শেষ ধাপঃ

IMG_20251001_150857.jpg
এখন এগুলো একটি পাত্রে তুলে নেব, চাইলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখাও সম্ভব।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251001_150830.jpg

IMG_20251001_150815.jpg

IMG_20251001_150653.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "মজাদার ফুচকা রেসিপি"। এটি খেতে দারুণ স্বাদের ও মুচমুচে হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।