"রুই মাছের ডিম দিয়ে থানকুনি ও আলু ভাজি রেসিপি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

রুই মাছের ডিম দিয়ে থানকুনি ও আলু ভাজি রেসিপি:

GridArt_20250626_055330787.jpg

থানকুনি উদ্ভিদটি গ্রামাঞ্চলে খুবই দেখতে পাওয়া যায়।যদিও আমি এটি আমাদের বাড়িতে লাগিয়েছিলাম একটু জায়গা জুড়ে।কিন্তু এখন এটি অনেকটা জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে।যাইহোক থানকুনি বেটে খেতেও খুবই মজার, তবে আমি ভাজি খেতে পছন্দ করি।তাই এর সঙ্গে রুই মাছের ডিম ও আলু যুক্ত করেছি।আসলে থানকুনি আমাদের শরীরের জন্য অনেক উপকারী।তাছাড়া এটি একটি ঔষুধি উদ্ভিদসম্পন্ন।এই রেসিপিতে যেহেতু আমি কোনো ঝাল দিইনি তাই এটি স্যুক্ত হিসেবে সবার প্রথমেই পরিবেশন করতে হবে।এটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250626_055130.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.রুই মাছের ডিম- 1/2 বাটি
2.থানকুনি- 1 ঝুঁড়ি
3.আলু- 4 টি
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.পেঁয়াজ কুচি-2 টি
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.সরিষার তেল- 4 টেবিল চামচ

IMG_20250626_054341.jpg

IMG_20250626_054918.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250626_062443.jpg
প্রথমে আমি থানকুনি বাগান থেকে কিছু থানকুনি তুলে নেব।এরপর পাতাগুলো একটি একটি করে বেছে নেব।

ধাপঃ 2

IMG_20250626_054306.jpg
এখন ভালোভাবে ধুয়ে নেব থানকুনি পাতাগুলো।এরপর জল ঝরিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20250626_054325.jpg
এরপর আলুগুলো চিকন করে কুচিয়ে নেব।তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব।

ধাপঃ 4

IMG_20250626_054543.jpg
এখন আমি একটি পরিষ্কার কড়াই চুলাতে বসিয়ে দিলাম।এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে সামান্য লবন ও হলুদ দিয়ে নিলাম।এবারে কাঁচা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20250626_054559.jpg
এবারে ডিমগুলো হালকা করে ভেজে নিলাম।

ধাপঃ 6

IMG_20250626_054612.jpg
এখন ভাজা ডিমের একপাশে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20250626_054948.jpg
এরপর পেঁয়াজগুলি হালকা ভেজে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে তার মধ্যে আলু কুচিগুলি দিয়ে দেব।

ধাপঃ 8

IMG_20250626_054728.jpg
এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20250626_054741.jpg
এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে আলুগুলি সেদ্ধ হয়ে যায়।

ধাপঃ 10

IMG_20250626_055015.jpg
এখন আলুগুলি সেদ্ধ হয়ে গেলে থানকুনি দিয়ে দেব।আবারো পুনরায় ঢেকে রেখে দেব।

ধাপঃ 11

IMG_20250626_055042.jpg
এরপর সবগুলো উপকরণ একত্রে নেড়েচেড়ে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই ভাজি রেডি হয়ে যাবে।

শেষ ধাপঃ

IMG_20250626_055115.jpg
সবশেষে ভাজিটি একটি পাত্রে তুলে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "রুই মাছের ডিম দিয়ে থানকুনি ও আলু ভাজি রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250626_055130.jpg

IMG_20250626_055147.jpg
এটি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছিলো।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

হ্যাঁ ভাইয়া, আসলেই মজা করে খেয়েছিলাম।ধন্যবাদ আপনাকে।

 last month 

থানকুনি খাওয়া শরীরের জন্য অনেক উপকার। কিন্তু এমন রেসিপি আমার কাছে একদমই নতুন। থানকুনি দিয়ে তরকারি রান্না করে খেয়েছি তবে মাছের ডিম এমন ভাজি করে কখনো খাওয়া হয়নি। বেশ সুন্দর একটি রেসিপি শিখে নিলাম। এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

অবশ্যই দিদি,এইবার সুযোগ পেলে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন।ধন্যবাদ আপনাকে।

 last month 

বাহ আপু আপনি তো রুই মাছের ডিম এবং থানকুনি পাতা ও আলু দিয়ে মজাদার রেসিপি বানিয়েছেন। আপনার রেসিপিটি দেখে আর সত্যিই আমার জিভে জল এসে গেল। আর থানকুনি পাতা ওষুধি গাছও এই পাতাগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া, এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শাক।ধন্যবাদ আপনাকে

 last month 

থানকুনি শাক আমার ভীষণই পছন্দর একটু শাক। আপনি থানকুনি শাক দিয়ে খুব সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি আজকে তৈরি করেছেন যা দেখেই আমার খেতে ইচ্ছা করছে। খুবই লোভনীয় এবং সুস্বাদু রেসিপি।

 last month 

তাই,এই শাক আপনার পছন্দের জেনে ভালো লাগলো দাদা।ধন্যবাদ আপনাকে।

 last month 

থানকুনি পাতা সত্যি অনেক বেশী ভেষজগুন সম্পন্ন একটা পাতা, আমি নিয়মিত খাই সেই ছোটবেলা হতে। তবে এর ভর্তা আমার কাছে বেশী প্রিয়।

 last month 

হ্যাঁ ভাইয়া, আমি ছাড়া আমার পরিবারের সবাইও ভর্তা খেতেই বেশি পছন্দ করে।আর ভর্তা করেই প্রায় খেয়ে থাকে,অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last month 

রুই মাছের ডিম দিয়ে থানকুনি ও আলু ভাজি রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো।

 last month 

আসলেই অনেক মজার হয়েছিল খেতে,ধন্যবাদ আপু।