"পাকা কামরাঙ্গার মোরব্বা রেসিপি"
নমস্কার
পাকা কামরাঙ্গার মোরব্বা রেসিপি:
কামরাঙ্গা আমাদের অতি পরিচিত একটি ফল।যেটার মধ্যে বেশ কয়েকটি গুনাগুন লক্ষ্য করা যায়।তাছাড়া টক-মিষ্টি স্বাদের এই ফল দিয়ে বিভিন্ন রেসিপিও তৈরি করা সম্ভব।আমি ইতিমধ্যেই আপনাদের সঙ্গে কামরাঙ্গার চাটনি,আচার এবং মাখা রেসিপি শেয়ার করে ফেলেছি।তাই আজ কামরাঙ্গার একেবারেই ভিন্নধর্মী একটি রেসিপি নিয়ে হাজির হলাম।আসলে বেশ কয়েক দিন আগে গাছ থেকে কামরাঙ্গাগুলি নামিয়ে রাখায় পেকে গিয়েছে।তাই সেই পাকা কামরাঙ্গা দিয়েই তৈরি করে ফেললাম মোরব্বা রেসিপি।যেটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও খুবই মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.চিনি- 1/2 কাপ
3.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি পাকা কামরাঙ্গাগুলি ধুয়ে নিয়ে চারিপাশের পলগুলি কেটে বাদ দিয়ে লম্বা টুকরো করে কেটে নেব।
ধাপঃ 2
এবারে পরিমাণ মতো চিনি নিয়ে নেব একটি কড়াইতে।তারপর সামান্য পরিমাণ জল দিয়ে নেব।
ধাপঃ 3
এখন মিডিয়াম আঁচে জ্বাল করে নিয়ে চিনিগুলি আঠালো করে নেব।
ধাপঃ 4
এরপর কেটে রাখা কামরাঙ্গাগুলি দিয়ে দেব চিনির সিরার মধ্যে।
ধাপঃ 5
এখন চিনির সিরা লাল হয়ে আসা পর্যন্ত কামরাঙ্গাগুলি ফ্রাই করে নেব।
ধাপঃ 6
এরপর চিনিগুলি ভালোভাবে কামরাঙ্গার সঙ্গে মিশে গেলে নামিয়ে নেব একটি পাত্রে।
ধাপঃ 7
এখন আমি একটি একটি করে কামরাঙ্গার লম্বা টুকরোগুলি তুলে নেব প্লেটের উপর।
শেষ ধাপঃ
সবশেষে এটিকে আরো স্বাদের জন্য লাল মরিচ গুঁড়া ও ভাজা জিরের গুঁড়া গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ।তো তৈরি করা হয়ে গেল আমার"পাকা কামরাঙ্গার মোরব্বা রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায় পরিবেশন করা সম্ভব।এটি দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও খুবই মজাদার হয়েছিলো।তাছাড়া চাইলে এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1948930538263511412
https://x.com/green0156/status/1948933208504152398
https://x.com/green0156/status/1948934352001495193
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
আরে বাহ্ আপনি তো দেখছি আজকে অনেক মজাদার রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার তৈরি করা এই রেসিপি দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এরকম মজাদার রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। অনেক মজাদার ভাবে তৈরি করেছেন দেখছি আজকের এই রেসিপিটা।
ঠিক বলেছেন আপু,এই ধরনের রেসিপিগুলি খুবই মুখরোচক হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে।
আপনার শেয়ার করা কামরাঙ্গার মোরব্বা রেসিপিটি সত্যিই খুবই মনকাড়া এবং ব্যতিক্রমী। কামরাঙ্গা সাধারণত টক-মিষ্টি স্বাদের জন্য পরিচিত, আর সেটিকে মোরব্বার মতো একটি সুস্বাদু মিষ্টান্নে রূপান্তর করার ভাবনাটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। পাকা কামরাঙ্গার রঙ ও গন্ধ মোরব্বায় একটি ভিন্নমাত্রা যোগ করে—যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও হয় দারুণ।
আপনার গঠনমূলক মন্তব্য পড়ে সত্যিই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
পাকা কামরাঙ্গার মোরব্বা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে ব্যক্তিগত ভাবে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন।এই রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু আপনাকে।
চেষ্টা করি ভাইয়া, সময় নিয়ে ভিন্নধর্মী রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে উৎসাহ দেওয়ার জন্য।
ভীষণ লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আগে কখনো কামরাঙ্গার মোরব্বা খাওয়া হয়নি তবে দেখে লোভ হচ্ছে। এমন সুন্দর এবং ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এটা খুবই সহজ ও কম উপকরণ দিয়ে তৈরি করা যায় তাই আপনিও ট্রাই করতে পারেন দাদা।ধন্যবাদ আপনাকে।
কামরাঙ্গা খেতে আমার ভীষণ ভালো লাগে। কামরাঙ্গা মাখিয়ে খেতে ও বেশ লাগে। তবে আপনি পাকা কামরাঙ্গা দিয়ে মোরব্বা তৈরি করেছেন।যা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
কামরাঙ্গা আপনার প্রিয় জেনে ভালো লাগলো,ধন্যবাদ আপু।
টুইটার লিংক
পাকা কামরাঙ্গার মোরব্বা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। পাকা কামরাঙ্গার মোরব্বা কখনো খাওয়া হয়নি আমার। এই রেসিপিটা দেখতে সত্যিই বেশ লোভনীয় লাগছে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পাকা কামরাঙ্গার এমন সুন্দর মোরব্বা কখনো খাওয়া হয়নি তবে দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। এমন সুন্দর একটি রেসিপি সুযোগ হলেই ট্রাই করে দেখব। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্যই ট্রাই করবেন দিদি,আর আমি এতে কিছু গুঁড়া মসলাও যুক্ত করেছিলাম।আপনিও করতে পারেন, ধন্যবাদ আপনাকে।