"মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি"
নমস্কার
মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি:
অনেক দিন থেকেই মিষ্টি কুমড়া দিয়ে ইউনিক কিছু তৈরি করার ইচ্ছে ছিল।কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি।তাই ছুটির দিনে মিষ্টি জাতীয় কিছু তৈরি করে ফেললাম।সেটিও আবার মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি।যেটা বাচ্চা থেকে বড় সকলের কাছেই বেশ প্রিয় তাছাড়া অতিথি আপ্যায়নেও বেশ উপযোগী।মিষ্টি কুমড়া অনেক উপকারী একটি সবজি।আর এটি ফল হিসেবেও খাওয়া যায়, মিষ্টি কুমড়া দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব।যাইহোক এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো তেমনি খেতেও বেশ ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.গুঁড়ো দুধের প্যাকেট- 2টি
3.চিনি-1/2 কাপ
4.ঘি-1.5 টেবিল চামচ
5.হলুদ ফুড কালার- সামান্য
6.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি মিষ্টি কুমড়াটি ছোট ছোট পিচ করে কেটে ধুয়ে নেব।
ধাপঃ 2
তারপর একটি কড়াইতে গুঁড়ো দুধ পরিমাণ মতো জলে গুলে নেব।
ধাপঃ 3
এখন মিডিয়াম আঁচে দুধ জ্বাল করে নেব,তারপর মিষ্টি কুমড়াগুলি দিয়ে দেব দুধের মধ্যে।
ধাপঃ 4
এরপর মিষ্টি কুমড়াগুলি 10-12 মিনিট ধরে জ্বাল করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে।
ধাপঃ 5
এখন একটি গ্লাসের সাহায্যে মিষ্টি কুমড়াগুলির জল শুকিয়ে গেলে গলিয়ে নেব।
ধাপঃ 6
একদম মিহি করে গলিয়ে নেব,চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।
ধাপঃ 7
এরপর ঘি দিয়ে দেব মিষ্টি কুমড়ার মধ্যে,ঘি গলে গেলে ভালোভাবে মিশিয়ে নেব।
ধাপঃ 8
এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টি কুমড়ার মধ্যে।
ধাপঃ 9
এবারে চিনিগুলি ভালোভাবে মিশিয়ে নেব।
ধাপঃ 10
এরপর মিষ্টি কুমড়ার মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ যোগ করে নেব।
ধাপঃ 11
তো আমি এভাবে দুই থেকে তিনবার গুঁড়ো দুধ যোগ করে নিয়ে মিষ্টি কুমড়াটি শুকিয়ে নেব।
ধাপঃ 12
এখন মিষ্টি কুমড়ার মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নেব একটি পাত্রে।
ধাপঃ 13
এরপর হাতে একটু ঘি মেখে নিয়ে অল্প অল্প মিষ্টি কুমড়ার মিশ্রণ নিয়ে লাড্ডু তৈরি করে নেব।এভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব।
শেষ ধাপঃ
সবশেষে লাড্ডুর উপর আমি একটু করে গুঁড়ো দুধ ছড়িয়ে দেব।তো তৈরী করা হয়ে গেল আমার "মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি।"
পরিবেশন:
এটি এখন পরিবেশন করতে হবে।এটি চাইলে কয়েকদিন রেখে খাওয়া যায়।লাড্ডুটি খেতে অনেক ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1942438782101279184
https://x.com/green0156/status/1942441770895433778
https://x.com/green0156/status/1942446661525201172
https://x.com/green0156/status/1942462208379605352
https://x.com/green0156/status/1942462837156372842
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমার তো খুব লোভ লেগেছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু খুবই ভিন্ন রকমের একটা রেসিপি। যা দেখেই তো আমার অনেক বেশি লোভ লাগলো।
হ্যাঁ আপু,চেষ্টা করেছি ভিন্নধর্মী রেসিপি তৈরি করার জন্য।ধন্যবাদ আপনাকে।
মিষ্টি কুমড়ো দিয়ে যে এভাবে লাডু তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে জানতে পারতাম না দেখ।দেখে মনে হচ্ছে অনেক মজার ছিল। আগে বললে অবশ্যই চলে যেতাম লাড্ডু খাওয়ার জন্য। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হি হি,চলে আসুন আপু ।আসলেই মজা ছিল লাড্ডুগুলি, ধন্যবাদ আপনাকে।
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। নিশ্চয়ই এই রেসিপিটা অনেক সুস্বাদু ছিল।
হ্যাঁ ভাইয়া, অনেক মজাদার ছিল রেসিপিটি।ধন্যবাদ আপনাকে।
ইউনিক একটি রেসিপি দেখলাম। মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু তৈরি করা যায় তা আমার জানা ছিল না। এবং মিষ্টি কুমড়ার লাড্ডু কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে আমার কাছে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ইউনিক এর রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
এখন জেনে গেলেন, ট্রাই করে দেখতে পারেন আপু।ধন্যবাদ আপনাকে।
বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। মিষ্টি কুমড়ার লাড্ডু কখনো খাওয়া হয়নি আমার। লাড্ডু গুলো দেখতেও দারুণ লাগছে এবং খেতে তো মনে হচ্ছে ইয়াম্মি লেগেছিল। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া, বেশ ইয়াম্মি লেগেছিলো খেতে।ট্রাই করে দেখতে পারেন,ধন্যবাদ আপনাকে।
মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি খুবই চমৎকার হয়েছে। মনে তো হচ্ছে খেতেও দারুণ হয়েছিল। অসাধারণ রেসিপি শেয়ার করেছেন আপনি।
আসলেই খেতে মজা হয়েছিল ভাইয়া, ধন্যবাদ আপনাকে।