"মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি"

in আমার বাংলা ব্লগ27 days ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি:

GridArt_20250707_063251579.jpg

অনেক দিন থেকেই মিষ্টি কুমড়া দিয়ে ইউনিক কিছু তৈরি করার ইচ্ছে ছিল।কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি।তাই ছুটির দিনে মিষ্টি জাতীয় কিছু তৈরি করে ফেললাম।সেটিও আবার মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি।যেটা বাচ্চা থেকে বড় সকলের কাছেই বেশ প্রিয় তাছাড়া অতিথি আপ্যায়নেও বেশ উপযোগী।মিষ্টি কুমড়া অনেক উপকারী একটি সবজি।আর এটি ফল হিসেবেও খাওয়া যায়, মিষ্টি কুমড়া দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা সম্ভব।যাইহোক এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো তেমনি খেতেও বেশ ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250707_063204.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.মিষ্টি কুমড়া-300 গ্রাম
2.গুঁড়ো দুধের প্যাকেট- 2টি
3.চিনি-1/2 কাপ
4.ঘি-1.5 টেবিল চামচ
5.হলুদ ফুড কালার- সামান্য
6.জল

IMG_20250707_055502.jpg

IMG_20250707_055513.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250707_054726.jpg
প্রথমে আমি মিষ্টি কুমড়াটি ছোট ছোট পিচ করে কেটে ধুয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250707_054807.jpg
তারপর একটি কড়াইতে গুঁড়ো দুধ পরিমাণ মতো জলে গুলে নেব।

ধাপঃ 3

IMG_20250707_054823.jpg
এখন মিডিয়াম আঁচে দুধ জ্বাল করে নেব,তারপর মিষ্টি কুমড়াগুলি দিয়ে দেব দুধের মধ্যে।

ধাপঃ 4

IMG_20250707_054846.jpg
এরপর মিষ্টি কুমড়াগুলি 10-12 মিনিট ধরে জ্বাল করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে।

ধাপঃ 5

IMG_20250707_055541.jpg
এখন একটি গ্লাসের সাহায্যে মিষ্টি কুমড়াগুলির জল শুকিয়ে গেলে গলিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20250707_054903.jpg
একদম মিহি করে গলিয়ে নেব,চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।

ধাপঃ 7

IMG_20250707_055621.jpg
এরপর ঘি দিয়ে দেব মিষ্টি কুমড়ার মধ্যে,ঘি গলে গেলে ভালোভাবে মিশিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20250707_055144.jpg
এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব মিষ্টি কুমড়ার মধ্যে।

ধাপঃ 9

IMG_20250707_055201.jpg
এবারে চিনিগুলি ভালোভাবে মিশিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20250707_055217.jpg
এরপর মিষ্টি কুমড়ার মধ্যে অল্প অল্প করে গুঁড়ো দুধ যোগ করে নেব।

ধাপঃ 11

IMG_20250707_055605.jpg
তো আমি এভাবে দুই থেকে তিনবার গুঁড়ো দুধ যোগ করে নিয়ে মিষ্টি কুমড়াটি শুকিয়ে নেব।

ধাপঃ 12

IMG_20250707_055248.jpg
এখন মিষ্টি কুমড়ার মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নেব একটি পাত্রে।

ধাপঃ 13

IMG_20250707_055432.jpg
এরপর হাতে একটু ঘি মেখে নিয়ে অল্প অল্প মিষ্টি কুমড়ার মিশ্রণ নিয়ে লাড্ডু তৈরি করে নেব।এভাবে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব।

শেষ ধাপঃ

IMG_20250707_063338.jpg
সবশেষে লাড্ডুর উপর আমি একটু করে গুঁড়ো দুধ ছড়িয়ে দেব।তো তৈরী করা হয়ে গেল আমার "মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250707_063407.jpg

IMG_20250707_063754.jpg

IMG_20250707_063807.jpg

GridArt_20250707_063624082.jpg
এটি এখন পরিবেশন করতে হবে।এটি চাইলে কয়েকদিন রেখে খাওয়া যায়।লাড্ডুটি খেতে অনেক ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনি, যেটা দেখে আমার তো খুব লোভ লেগেছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও আমার অনেক ভালো লাগে। এটা কিন্তু খুবই ভিন্ন রকমের একটা রেসিপি। যা দেখেই তো আমার অনেক বেশি লোভ লাগলো।

 27 days ago 

হ্যাঁ আপু,চেষ্টা করেছি ভিন্নধর্মী রেসিপি তৈরি করার জন্য।ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

মিষ্টি কুমড়ো দিয়ে যে এভাবে লাডু তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে জানতে পারতাম না দেখ।দেখে মনে হচ্ছে অনেক মজার ছিল। আগে বললে অবশ্যই চলে যেতাম লাড্ডু খাওয়ার জন্য। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

হি হি,চলে আসুন আপু ।আসলেই মজা ছিল লাড্ডুগুলি, ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। নিশ্চয়ই এই রেসিপিটা অনেক সুস্বাদু ছিল।

 27 days ago 

হ্যাঁ ভাইয়া, অনেক মজাদার ছিল রেসিপিটি।ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

ইউনিক একটি রেসিপি দেখলাম। মিষ্টি কুমড়া দিয়ে লাড্ডু তৈরি করা যায় তা আমার জানা ছিল না। এবং মিষ্টি কুমড়ার লাড্ডু কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে আমার কাছে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ইউনিক এর রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 27 days ago 

এখন জেনে গেলেন, ট্রাই করে দেখতে পারেন আপু।ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। মিষ্টি কুমড়ার লাড্ডু কখনো খাওয়া হয়নি আমার। লাড্ডু গুলো দেখতেও দারুণ লাগছে এবং খেতে তো মনে হচ্ছে ইয়াম্মি লেগেছিল। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

হ্যাঁ ভাইয়া, বেশ ইয়াম্মি লেগেছিলো খেতে।ট্রাই করে দেখতে পারেন,ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

মিষ্টি কুমড়ার লাড্ডু রেসিপি খুবই চমৎকার হয়েছে। মনে তো হচ্ছে খেতেও দারুণ হয়েছিল। অসাধারণ রেসিপি শেয়ার করেছেন আপনি।

 26 days ago 

আসলেই খেতে মজা হয়েছিল ভাইয়া, ধন্যবাদ আপনাকে।