করলা দিয়ে মাছের ভর্তা রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ7 days ago

Vorta (1).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে যথারীতি একটু বেশী কাজের চাপের মধ্যে আছি। যথারীতি এই জন্য বললাম, কারণ আমি প্রায় সময় অফিসের কাজের চাপে বেশ চ্যাপ্টা হয়ে যাই। সত্যি বলতে আমাদের জীবনের সম্পদ এই একটাই, সেটা হলো কর্ম দক্ষতা, যতটা সময় পর্যন্ত সেটাকে আমরা ধরে রাখতে পারবো ঠিক ততোটা সময় পর্যন্ত সর্বক্ষেত্রে আমাদের মূল্য অটুট থাকবে কিংবা আমরা তাদের নিকট একটু বেশী প্রিয় থাকবো। আমি সর্বদা চেষ্টা করি সততার সাথে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার।

যাইহোক, জীবন যত দিন আছে হয়তো ততোদিনই আমাদের এই ব্যস্ততা কিংবা চাপ দুটোই থেকে যাবে। এর মধ্য হতেই আমাদের জীবনকে উপভোগ্য রাখার চেষ্টা করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের পছন্দের কিংবা স্বাদের খাবারগুলো দারুন ভূমিকা পালন করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে বাসি তরকারি ফেলে দেই, কিন্তু আমি মাঝে মাঝে সেগুলো দিয়ে দারুণ রেসিপি করে থাকি। অবশ্য সব ক্রেডিটই আপনাদের ভাবির, কারণ আইডিয়াগুলো তার মাথা হতেই বের হয়। যেমন আজকে শেয়ার করবো বাসি মাছ দিয়ে করলার দারুণ একটা ভর্তা। চলুন তাহলে রেসিপিটি দেখি-

Vorta (2).jpg

রেসিপির উপকরণঃ

  • বাসি মাছ (রান্না করা)
  • করলা
  • পেঁয়াজ
  • রসুন
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • লবন
  • সরিষার তেল।

প্রস্তুতি পর্বঃ

Vorta (3).jpg

Vorta (5).jpg

Vorta (6).jpg

প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি, তারপর করলা স্লাইস এবং পেঁয়াজ , রসুন ও কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিয়েছি।

Vorta (8).jpg

Vorta (9).jpg

তারপর সেই প্যানে বাসি মাছগুলো দিয়ে পুনরায় ভেজে নিয়েছি এবং মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি।

Vorta (11).jpg

Vorta (13).jpg

Vorta (15).jpg

এরপর উপকরণগুলো একটা প্লেটে নিয়েছি। প্রথমে ভাজা পেঁয়াজ ও রসুনের সাথে একটু কাঁচা পেয়াজ কুচি দিয়ে মিক্স করে নিযেছি। তারপর করলা, কাঁচা মরিচ, মাছ ও ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিক্স করেছি। সাথে অবশ্য একটু সরিষার তেলও দিয়েছি।

Vorta (23).jpg

ব্যস হয়ে গেলো আজকের দারুণ স্বাদের ভর্তা, করলা দিয়ে বাসি মাছের নতুন ভর্তা। সত্যি খেতে দারুণ স্বাদের হয়েছিলো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

assalamu alaikum vaijan, ami amar bangla blog er verified member hote chai. kivabe hobo ektu help korben?

 7 days ago 

আমার বাংলা ব্লগে নতুন সদস্য নেয়া বন্ধ আছে।

oww, reply deyar jonne dhonnobad.

 5 days ago 

মাছের ভর্তা তো প্রায়ই খাওয়া হয় আমার। কিন্তু করলা দিয়ে মাছের ভর্তা রেসিপি কখনো খাওয়া হয়নি আমার। রেসিপিটা একেবারে ইউনিক হয়েছে ভাই। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।