আলু-বরবটি দিয়ে চিংড়ির ঝোল রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ14 hours ago

বরবটি (29).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও উষ্ণ-শীতল প্রকৃতি মাঝে মাঝে দুর্বল করে দিচ্ছে কিন্তু তবুও শীতের মিষ্টি আবহ এর আগমনের চঞ্চলতা নিয়ে সব কিছু উপভোগ করার চেষ্টা করছি। সকালের স্নিগ্ধ প্রকৃতির দৃশ্যগুলো সত্যি অনেক বেশী মুগ্ধকর, হালকা কুয়াশা কিন্তু সকালের দিকে এখনই অনুভব করা যাচ্ছে। যেহেতু বাড়িতে একটা ছোট বাগান আছে আমার, সেহেতু সকালের ঘুম হতে উঠেই বাগানের সুন্দর পরিবেশে যাওয়ার এবং প্রকৃতির সকালের সুন্দর পরিবেশ উপভোগ করার সুযোগ পাচ্ছি।

সত্যি বলতে শীতের প্রকৃতি এমনিতেই অনেক বেশী উপভোগ্য হয়ে থাকে, সকাল এবং সন্ধ্যার দৃশ্যগুলোর সাথে কুয়াশার একটা দারুণ অনুভূতি কার্যকর হয়ে উঠে। যদিও বর্তমান প্রজন্ম সেটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে না, কারণ স্মার্ট ডিভাইস তাদের সুযোগগুলো নিদারুণভাবে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমরা সত্যি চমৎকারভাবে এই বিষয়গুলো উপভোগ করেছি। এখনো সুযোগ পেলে মুহুর্তগুলোকে আরো উপভোগ্য করার চেষ্টা করছি। যাইহোক, আজকে একটা রেসিপি শেয়ার করবো আর সেটাও সবজি বাগানের বরবটি দিয়ে তৈরী করা, যদিও বেশ কয়েকদিন আগেই তৈরী করা হয়েছিলো রেসিপিটি, চলুন তাহলে দেখি-

বরবটি (2).jpg

রেসিপির উপকরণঃ

  • বড় চিংড়ি
  • আলু
  • টমেটো
  • বরবটি
  • কাঁচা মরিচ
  • পেঁয়াজ
  • আদা রসুনের পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • ধনিয়া পাতা
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

বরবটি (5).jpg

বরবটি (8).jpg

বরবটি (9).jpg

প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে তেল ঢেলে গরম করেছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি, এরপর চিংড়ি মাছগুলো দিয়েও হালকা ভেজে নিয়েছি। তারপর আদা রসুনের পেষ্টসহ সকল মসলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি।

বরবটি (11).jpg

বরবটি (12).jpg

বরবটি (13).jpg

কষানো হয়ে গেলে বরবটি, আলু ও টমেটোর স্লাইসগুলো দিয়েছি এবং মসলাগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছি।

বরবটি (16).jpg

বরবটি (17).jpg

বরবটি (21).jpg

বরবটি (25).jpg

ঢাকনা সরিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি, তারপর কিছুটা সময় এভাবে রান্না করেছি। এরপর ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়েছি এবং ঝোল কিছুটা ঘন হয়ে আসলে নামিয়ে নিয়েছি।

বরবটি (31).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 8 hours ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে আমার কাছে বেশ ভালই লাগে । চিংড়ি মাছ দিয়ে আলু এবং বরবটি রান্না করার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। নিজেদের গাছের সবজি হলে তো কথাই নেই। ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপি শেয়ার করার জন্য।