ধুন্দল দিয়ে শোল মাছের ঝোল রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 days ago

ধুন্দল (36).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে যথারীতি প্রকৃতির বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছি না, কারণ গতকাল সারাদিনই বাড়িতে এক প্রকাশ বন্দি ছিলাম বৃষ্টিজনিত কারণে। সকালে ঘুম হতে দেখেছি বৃষ্টি তারপর একদম সন্ধ্যার আগ পর্যন্ত একটু বিশ্রাম নিয়ে নিয়ে পুনরায় শুরু হয়েছিলো। সুতরাং বুঝতেই পারছেন ছুটির দিন হওয়া সত্বেও পুরো দিন বাড়িতে ছিলাম। অবশ্য বৃষ্টি যখন বিশ্রাম নিয়েছিলো তখন আমিও বাড়ির সবজি বাগানে গিয়ে কিছু দৃশ্য ফটোগ্রাফি করার চেষ্টা করেছি হি হি হি।

যাইহোক, বৃষ্টি হয়তো এবার একটু বেশী চঞ্চল অবস্থায় আছে তাই যখন তখন আমাদের শীতল করতে ছুটে আছে হি হি হি। বাড়িতে থাকলেও স্বাদের খাবার কিন্তু মিস হয় নাই কারণ বাড়িতে থাকার সুযোগে স্বাদের খাবারের স্বাদ ঠিকই নিয়েছিলাম। আজকে আমার পছন্দের একটা সবজির রেসিপি শেয়ার করবো আর সেটা হলো ধুন্দল। একটু মিষ্টি জাতিয় সবজি এটা, তাই আমার বেশী পছন্দের। তবে এটা শোল মাছ দিয়ে রান্না করা হয়েছে। ঝোল খুব একটা বেশী পছন্দ না আমার কিন্তু তবুও এটাতে ঝোল ঝোল রাখা হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখি-

ধুন্দল (2).jpg

রেসিপির উপকরণঃ

  • ধুন্দল
  • শোল মাছ
  • পেঁয়াজ
  • টমেটো
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • আদা রসুনের পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

ধুন্দল (4).jpg

ধুন্দল (5).jpg

ধুন্দল (7).jpg

প্রথমে মাছগুলোকে পরিস্কার করে নিয়েছি তারপর হালকা হলুদ-মরিচের গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি।

ধুন্দল (10).jpg

ধুন্দল (11).jpg

ধুন্দল (13).jpg

তারপর পুনরায় একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি, এরপর আদা রসুনের পেষ্টসহ মসলাগুলো দিয়েছি, এরপর টমেটো স্লাইস দিয়ে কষা করে নিয়েছি।

ধুন্দল (14).jpg

ধুন্দল (15).jpg

ধুন্দল (16).jpg

এরপর ধুন্দল স্লাইসগুলো দিয়েছি এবং মসলাগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

ধুন্দল (17).jpg

ধুন্দল (18).jpg

ধুন্দল (20).jpg

ঢাকনা সরিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি এবং এভাবে বেশ কিছুটা সময় রান্না করেছি।

ধুন্দল (21).jpg

ধুন্দল (25).jpg

ধুন্দল (31).jpg

তারপর ভেজে রাখা মাছগুলো দিয়েছি, কিছু সময় পর ধনিয়া পাতা ও কাঁচা মরিচ দিয়েছি, এরপর নামিয়ে নিয়েছি।

ধুন্দল (33).jpg

ব্যস হয়ে গেলো আজকের দারুণ স্বাদের ধুন্দল রেসিপি, শোল মাছ দিয়ে ধুন্দল একটু বেশী স্বাদের হয়ে থাকে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow, @hafizullah, this ধুন্দল (ridge gourd) and শোল মাছ (snakehead fish) recipe looks absolutely delicious! The step-by-step photos are fantastic, and I love how you've detailed each part of the cooking process. It's clear you put a lot of love into this dish. I can almost smell the flavors jumping off the screen!

The combination of sweet ধুন্দল with savory শোল মাছ is intriguing. For those unfamiliar with Bangladeshi cuisine, this is a must-try! I'm especially curious about the আদা রসুনের পেষ্ট (ginger-garlic paste) and how it blends with the other spices.

Thank you for sharing this wonderful recipe. I'm sure many readers will be inspired to try it out. What other traditional Bangladeshi dishes do you enjoy cooking? Let's keep this delicious conversation going!

 4 days ago 

বেশ স্বাদের একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। শোল মাছ খেতে যেমন সুস্বাদু লাগে, তেমনি ধুন্দল খেতেও দারুণ লাগে। শোল মাছ এবং ধুন্দলের কম্বিনেশনটা এককথায় দুর্দান্ত। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

শোল মাছ আমার কাছেও খেতে ভালো লাগে না। তবে ধুন্দল সবজিটি খেতে ভালই লাগে। আপনার তৈরি করার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপি শেয়ার জন্য।

 4 days ago 

বৃষ্টির দিন একদম ঘরবন্দী সময় কাটে। ছুটির দিন হলে সময়টা আরো বেশি ভিন্নভাবে কাটে ভাই। ধুন্দল দিয়ে শোল মাছের ঝোল রেসিপি দুর্দান্ত হয়েছে। শোল মাছ খেতে খুবই ভালো লাগে।

 4 days ago 

বৃষ্টির শীতলতা সত্যিই ভালো লাগে। আর এই সময়টা একেবারে আলাদা যাচ্ছে সবার। মাছের রেসিপি দুর্দান্ত হয়েছে ভাইয়া। ঝিঙে দিয়ে মাছের ঝোল করলে খেতে ভালো লাগে।

 3 days ago 

আমারও বেশ প্রিয় এই ধুন্দল। যে কোন মাছ দিয়ে রান্না করলেই খেতে দারুন লাগে। বেশ সুন্দর রং হয়েছে আপনার রেসিপিটির। বুঝাই যাচ্ছে খেতে দারুন ছিল খেতে। ধন্যবাদ মজার রেসিপিটি শেয়ার করার জন্য।