ডিম দিয়ে ঢেঁড়শের রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 hours ago

ঢেরস  (35).jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন । আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুযোগ ও সুবিধাগুলোকে চমৎকারভাবে কাজে লাগিয়ে জীবনকে উপভোগ্য রাখার চেষ্টা করছি। যদিও সময় ও সুযোগ সব সময় একই রকম থাকে না, সুযোগগুলোও সব সময় সঠিকভাবে কাজে লাগানো যায় না কিন্তু তবুও জীবনের চঞ্চলতাকে ধরে রাখতে না পারলে হয়তো সব কিছুই আমাদের কাছে পানসা লাগতো, মানে আনন্দময় মুহুর্তগুলোর প্রতি আর আকর্ষণ থাকতো না। বাস্তবতা হলো জীবনের সময়গুলো যতক্ষণ পর্যন্ত চঞ্চল কিংবা উপভোগ্য থাকবে, জীবন ততোক্ষণ পর্যন্ত আমাদের কাছে মধুময় মনে হবে।

অবশ্য এখানে খাবারেরও একটা দারুণ ভূমিকা থাকে। যেহেতু আমরা বাঙালি সেহেতু খাবারের প্রতি আকর্ষণটা বরাবরের মতোই একটু বেশি থাকে। বিশেষ করে উৎসবময় মুহুর্তে কিংবা বিশেষ খাবারের আইটেম নিয়ে বিশেষ মুহুর্তগুলো, অনেকটাই সুন্দর হয়ে যায়। আজকে অবশ্য একটা রেসিপি শেয়ার করবো, স্বাদের অনুভূতির সাথে যদি স্বাদের কিছু না থাকে তাহলে কি আর কথায় কাজে পূর্ণতা পাবে, একটা অসঙ্গতি থেকেই যাবে। চলুন আজকের রেসিপিটি দেখি- এটা হলো ডিম দিয়ে ঢেঁড়শের তরকারি। যদিও একটু ভাবে এটা তৈরী করার চেষ্টা করেছি।

ঢেরস  (3).jpg

রেসিপির উপকরণঃ

  • ঢেঁড়শ
  • ডিম
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • তেজপাতা
  • আদা রসুন পেষ্ট
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • জিরা গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুতি পর্বঃ

ঢেরস  (4).jpg

ঢেরস  (6).jpg

ঢেরস  (8).jpg

ঢেরস  (11).jpg

প্রথমে আলু, পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে নিয়েছি তারপর সেখানে ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম করে ডিমগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি।

ঢেরস  (13).jpg

ঢেরস  (15).jpg

ঢেরস  (16).jpg

এরপর সেই প্যানে ঢেঁড়শ স্লাইসগুলো দিয়েছি সাথে একটু হালকা লবন, হলুদ-মরিচের গুড়া দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা সরিয়ে হালকা ভেজে সেগুলোকেও নামিয়ে নিয়েছি।

ঢেরস  (18).jpg

ঢেরস  (20).jpg

ঢেরস  (22).jpg

এরপর একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি, প্রথমে তেজপাতা তারপর পেঁয়াজ কুচির সাথে সকল মসলাগুলো দিয়েছি কষা করে নেয়ার জন্য।

ঢেরস  (24).jpg

ঢেরস  (26).jpg

ঢেরস  (28).jpg

ঢেরস  (32).jpg

কষা হয়ে গেলে তার সাথে ভেজে রাখা ঢেঁড়শগুলো মখিয়ে নিয়েছি, তারপর ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোল একটু ঘন হয়ে আসলে ভেজে রাখা ডিমগুলো দিয়েছি। আরো কিছুটা সময় এভাবে রান্না করেছি। ঝোল শুকিয়ে যাওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং তারপর নামিয়ে নিয়েছি।

ঢেরস  (38).jpg

ব্যস হয়ে গেলো আজকের ভিন্ন স্বাদের ঢেঁড়শ ও ডিমের রেসিপি, একটু ব্যতিক্রম ছিলো কিন্তু স্বাদটা মন্দ ছিলো না।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 53 minutes ago 

রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল ভাই। ফাইনাল আউটপুট দেখে একেবারে জিভে জল চলে আসলো। যেহেতু প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন চেষ্টা করব বাসায় একদিন এরকম রেসিপি বানিয়ে ফেলার জন্য।