দুধের স্বাদে সুস্বাদ পাউরুটি মাখানোর রেসিপি (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220812_143735.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ। আমি @jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শুক্রবার আগস্ট, (১২-৮-২০২২) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে দুধের স্বাদে সুস্বাদু পাউরুটি মাখানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপির আলোচনা।

দুধের স্বাদে সুস্বাদ পাউরুটি মাখানোর উপাদান

ক্রমিক নম্বরউপাদান
দুধ
পাউরুটি
চিনি
লবণ

👍ধাপ-১👍

IMG_20220812_143353.jpg

  • প্রথমে আমি গরম দুধ একটি নির্দিষ্ট গামলায় রেখেছি সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। দুধ আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দুধে সব ধরনের পুষ্টিগণ রয়েছে।

👍ধাপ-২👍

IMG_20220812_143434.jpg

  • এবার আমি নির্দিষ্ট একটি পিরিচ এ চিনি পরিমাণমতো নিয়েছি দুধের ভিতরে দেওয়ার জন্য। সে মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

👍ধাপ-৩👍

IMG_20220812_143513.jpg

  • এবার আমি ঠিক একই পিরিচ এ লবণ পরিমাণ মতো নিয়েছি। দুধের ভিতর দেওয়ার জন্য। এই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। সত্যি কথা বলতে দুধের স্বাদে সুস্বাদ পাউরুটি মাখানো খেতে অনেক মজা হয়ে থাকে।

👍ধাপ-৪👍

IMG_20220812_143353.jpg

  • এবার আমি দুধের ভিতরে লবণ চিনি পরিমাণ মতো দেওয়া হয়েছে। দেওয়ার পরে চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি যেটা করেছি সেটা হলো?

👍ধাপ-৫👍

IMG_20220812_143605.jpg

  • এবার আমি পাউরুটিগুলো সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। টুকরো করার পরে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। প্রায়ই আমি দুধের সাথে সুস্বাদু পাউরুটি মাখিয়ে খেয়ে থাকি। এভাবে পাউরুটি মাখিয়ে খেতে আমার অনেক ভালো লাগে।

👍ধাপ-৬👍

IMG_20220812_143644.jpg

  • এবার আমি পাউরুটি টুকরোগুলো মিক্স করা দুধের ভিতরে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখা যাবে পাউরুটি গুলো দুধের সাথে মিক্সড হয়ে যাচ্ছে।

👍ধাপ-৭👍

IMG_20220812_143735.jpg

  • দুধের সাথে সুস্বাদু পাউরুটি মাখানোর রেসিপি টা সমাপ্ত হয়ে গেছে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এই ছিল আজ আমার দুধের স্বাদে সুস্বাদু পাউরুটি মাখানো রেসিপি। ধন্যবাদ আপনাদের।
Sort:  

আমি অনেক সুন্দরভাবে দুধের সাথে পাউরুটি মাখানোর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছে এটি দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনার পোস্টের জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে মতামত প্রদান করার জন্য।

 3 years ago 

এইটা একটা মজাদার একটি রেসিপি। খাইতে অনেক ভালো লাগে।দুধের স্বাদে সুস্বাদ পাউরুটি মাখানোর রেসিপি টা আসলেই অনেক লোভনীয় লাগছে। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধাপগুলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ অনেক সাজিয়ে কমেন্ট করেছেন ভাইয়া।

 3 years ago 

একদম সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি । বিশেষ করে বিকালে বা সকালের নাস্তা এরকম পাউরুটি সাথে দুধের মিশ্রণের রেসিপি খেতে ভালোই লাগবে । আপনি খুব সুন্দর করে রেসিপিটি দেখিয়েছেন ভাইয়া । ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঠিকই বলেছে একদম সহজে একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। কিন্তু রেসিপিটি খেতে অনেক মজার ছিল।

 3 years ago 

দুধের স্বাদে সুস্বাদু পাউরুটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এরকম ভাবে আমি খেয়েছিলাম কয়েকবার খুবই সুস্বাদু লেগেছিল। অনেকদিন বাদে এ ধরনের রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য।

 3 years ago 

দুধ চিনি দিয়ে পাউরুটি ভিজানো ওয়া ও ছোটবেলায় অনেক খেয়েছি এভাবে এখন অবশ্য অনেক দিনের খাওয়া হয়না তবে আজ আপনার প্রস্তুত করা দেখে অনেক লোভে পড়ে গেলাম খেতে হবে একদিন এভাবে প্রস্তুত করে

 3 years ago 

জি ভাইয়া এভাবে আমরা অনেকেই খেয়েছি এটা আসলে অনেক ভালো লাগে খেতে তাই এটা বারবারই খাওয়া হয় ধন্যবাদ।

 3 years ago 

আপনি দুধের স্বাদে সুস্বাদ পাউরুটি মাখানোর রেসিপি করেছেন। দেখে আমার সবগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

অনেক সাজিয়ে গুছিয়ে আমার পোস্টে কমেন্ট করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

একা একা খাওয়া কিন্তু মোটে উচিত হয়নি, শুধু লোভ দেখানোই হলো আমাদের। জাতিকে এভাবে লোভ দেখানো কখনোই উচিত নয়। আহারে কি না টেস্টি হয়েছিল।

 3 years ago 

সমস্যা নেই ভাই এবার তৈরি করলে দাওয়াত করে খাওয়াবো ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই খুব সহজ একটি রেসিপি শেয়ার করলেন। এভাবে দুধ দিয়ে পাউরুটি খেতে অনেক ভালো লাগে ছোটকালে অনেক খেয়েছি মাঝে মাঝে এখনো খাই। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া এখন আমি ছোট আছি তো তাই আমি এখন এটা খাই ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 3 years ago 

দুধের সাথে পাউরুটি মাখানোর খুবই চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যার কারণে আমাদের সবারই উচিত এই ধরনের রেসিপি গুলো বেশি পরিমাণে খাওয়া। প্রত্যেককে ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা রেসিপি তৈরি করতে হয়।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া দুধের সাথে পাউরুটি মাখানো এই ধরনের রেসিপি খেলে শরীরের অনেক পুষ্টির ঘাটতি পূরণ হয়।ধন্যবাদ।

 3 years ago 

বাহ মজার একটি রেসিটি দিলেন তো। এমন রেসিপি তো আর দেখি নাই। মাখনের সাথে পাউরুটি খেতে অনেক ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য।