রেসিপি-ডিম পটলের বড়া রেসিপি||

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন থেকেই ভাবছি ডিম পটলের বড়া রেসিপি তৈরি করবো। আজকে সকাল বেলায় তৈরি করেই ফেললাম। তাই এই মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ডিম পটলের বড়া রেসিপি:

IMG_20250706_111521.jpg
Device-OPPO-A15


মজার মজার খাবার খেতে আমাদের সবারই অনেক ভালো লাগে। আর যদি মুখরোচক কোন তেলে ভাজা খাবার হয় তাহলে সবারই অনেক ভালো লাগে। ডিম পটলের বড়া খেতে অনেক ভালো লাগে। আর খুব সহজেই এই খাবারটি তৈরি করা যায়। সকালবেলায় গরম ভাতের সাথে কিংবা বিকেলের রাস্তায় এই খাবারটি একেবারে জমে যায়। খেতে যেমন ভালো লাগে তেমনি খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায়। ডিম পটলের বড়া খেতে অসাধারণ হয়েছিল মাঝের অংশটা একদম অন্যরকমের টেস্ট হয়েছিল। আর খেতেও দারুন লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক এই রেসিপি তৈরির পদ্ধতি এবং প্রয়োজনীয় উপকরণসমূহ।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
ডিম১ পিস
পটল২০০ গ্রাম
চালের গুঁড়াপরিমাণমতো
পেঁয়াজ কুচি১ চামচ
কাঁচা মরিচ১/২ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেলপরিমাণমতো

IMG20250706094313.jpg

IMG20250706094328.jpg


ডিম পটলের বড়া রেসিপি তৈরির ধাপসমূহ:


ধাপ-১

IMG20250706094517.jpg

IMG20250706094612.jpg


এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে পটল গুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20250706094636.jpg

IMG20250706094737.jpg


এবার পটলের মাঝের অংশের বিচি এবং অন্যান্য অংশগুলো চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20250706094910.jpg

IMG20250706094922.jpg


এবার অন্য একটি বাটির মধ্যে চালের গুঁড়া, পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ, লবণ সবকিছু দিয়েছি। আর পটলের বাকি অংশগুলো দিয়েছি।


ধাপ-৪

IMG20250706094955.jpg

IMG20250706095026.jpg


এবার একটি ডিম হালকা লবণ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি।


ধাপ-৫

IMG20250706095051.jpg

IMG20250706095123.jpg


এবার ডিমের মিশ্রণটি অন্যান্য উপকরণের সাথে মিক্স করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250706095213.jpg

IMG20250706095227.jpg


অন্যান্য উপকরণ এর সাথে ডিমের মিশ্রণটি ভালো করে মিক্স করেছি আর সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে। এবার পটলের মধ্যে এই মিশ্রণটি দেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20250706095339.jpg

IMG20250706095409.jpg


এবার পটলগুলো ভালোভাবে মিশ্রণের সাথে মিক্স করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি।


ধাপ-৮

IMG20250706095434.jpg

IMG20250706095613.jpg


ধীরে ধীরে পটলগুলো দেওয়ার চেষ্টা করেছি।


শেষ ধাপ

IMG20250706100310.jpg


এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করে গরম তেলে পটলের বড়া গুলো ভেজে নিয়েছি। যাতে করে খেতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20250706_103632.jpg
Device-OPPO-A15


ডিম পটলের বড়া খেতে দুর্দান্ত হয়েছিল। এই খাবারটি আমার খুবই পছন্দের একটি খাবার। মাঝে মাঝে ভিন্নভাবে যদি কোন খাবার তৈরি করা যায় তাহলে খেতেও অনেক ভালো লাগে। খুব সহজেই এই মজার খাবারটি তৈরি করেছিলাম। সকালবেলায় গরম ভাতের সাথে খেতে দারুন লেগেছে। আর সাথে যদি হালকা একটু লেবু হয় তাহলে একেবারে জমে যায়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমার এই রেসিপি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 15 days ago 

1751781556595.png

 15 days ago 

ডিম পটলের রেসিপিটি আমিও একবার তৈরি করেছিলাম খেতে আমার কাছে বেশ ভালই লাগে গরম গরম ভাতের সাথে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 15 days ago 

আপনিও এই মজার রেসিপি তৈরি করেছিলেন আপনার কাছে ভালো লেগেছিল জেনে ভালো লাগলো আপু। আমিও গরম ভাতের সাথে খেয়েছিলাম। দারুন লেগেছিল।

 15 days ago 

আজ আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে অনেক লোভ লেগে যায়। জিভে জল চলে আসার মত একটা রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপিটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল।

 15 days ago 

এই খাবারটি খেতে সত্যি অনেক ভালো হয়েছিল আপু। আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে।

 15 days ago 

আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল।যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

বেশ মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু।বেশ সহজ একটি রেসিপি। কিন্তু মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। আর এটা একেবারেই ঠিক এই রেসিপিটি গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে,বিকালের নাস্তাও তেমনই ভালো লাগবে। ধন্যবাদ মজার রেসিপিটি শেয়ার করার জন্য।

 11 days ago 

মজার মজার খাবার খেতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে। মজার একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি।

 15 days ago 

বাহ আপনি তো ডিম এবং পটল দিয়ে খুব মজার বড়া রেসিপি করেছেন। এ ধরনের বড়া গুলো ভাত এর সাথে এবং নাস্তা হিসেবে খেতে বেশ মজা লাগে। সত্যি বলতে আপনার ভিন্ন রকম বড়া রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। এবং ডিম ও পটল দিয়ে বড়া রেসিপি করে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 11 days ago 

ডিম এবং পটল দিয়ে মজার একটি রেসিপি তৈরি করেছি। আর খেতেও দারুন হয়েছিল আপু। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 14 days ago 

ডিম পটলের বড়া রেসিপিটি দেখেই তো খেতে ইচ্ছে করছে । অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখেই ট্রাই করতে ইচ্ছে হলো ধন্যবাদ আপু ।

 11 days ago 

দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অনেক বেশি মজার হয়েছিল আপু। আপনার বাসায় ট্রাই করবেন আপু। আশা করছি ভালো লাগবে।