মজাদার স্বাদের স্প্রি রোল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

১৭ ই ভাদ্র ১৪৩২

৭ এ অক্টোবর ২০২৫


এখন ষড়ঋতুর হেমন্তকাল ।

1000004243.png

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে স্প্রিং রোল তৈরির রেসিপি দেখাবো।গাজর, বরবটি আর বাঁধাকপি দিয়ে তৈরি সবজি তারপর সেটা দিয়ে স্প্রিং রোল তৈরি। আসলে বেশ কিছু দিন আগে স্বপ্ন থেকে কয়েকটি সমুচা শীট কিনে এনেছিলাম সেগুলো দিয়েই তৈরি করেছিলাম। আমি শীট বানাতে পারি কিন্তু অনেক ভেজাল লাগে তাই বানাতে ভালো লাগে না তাই রেডিমেট কিনেছি তাই বানিয়ে ছিলাম। তাহলে চলেন দেখি আসি।

প্রয়োজনীয় উপকরণ

1000004244.jpg


>
উপকরন পরিমান
গাজর ১ টি
বরবটি কয়েকটি
পেঁয়াজ ৪/৫ টি
লবন সামান্য
বাঁধাকপি ২ কাপ
বিভিন্ন রকমের সস ১/২ চা চামচ
কাঁচা মরিচ ১/২ টি
সয়াবিন তেল ৫ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
১ম ধাপ

1000004084.jpg

প্রথমে তেল গরম করে নিব।

২য় ধাপ

1000004085.jpg

চিকেনগুলো সামান্য লবন দিয়ে কষিয়ে নিব।

৩য় ধাপ

1000004086.jpg

আদাও রাসুন পেস্ট দিয়ে দিব।

৪র্থ ধাপ

1000004087.jpg

ভালো করে কষিয়ে নিব।

৫ম ধাপ

1000004088.jpg

সবজিগুলো দিয়ে দিব।

৬ ষ্ঠ ধাপ

1000004090.jpg

ভালো করে সবজিগুলো কষিয়ে নিব।

৮ম ধাপ

1000004103.jpg

শীটে সবজিগুলো দিয়ে ভালো করে পেচিয়ে নিব।

৯ম ধাপ

1000004101.jpg

ভালো করে পেচিয়ে তেলে ভেজে নিব।

১০ম ধাপ

1000004102.jpg

তারপর ইচ্ছে মত পরিবেশন করে সস দিয়ে খেতে বেশ ভালো লাগে।গরম গরম ক্রিস্পি খেতে।

হয়ে গেলো মজাদার স্বাদের স্প্রিং রোল রেসিপি।

আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

devicesamsung SM-A217F
LocationDhaka
Photograpy recipe

Sort:  
 3 days ago 

খুবই মজাদার ও পছন্দের রেসিপি শেয়ার করেছেন আপনি। এরকম ঘরে তৈরি খাবার গুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনার স্প্রি রোল এর রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে শেয়ার করেছেন। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 3 days ago 

আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। সত্যি আপু শীট তৈরি ঝামেলার কাজ।যাইহোক আপনার রোল খেতে নিশ্চয় অনেক মজার ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।