রেসিপিঃ ডেউয়া ভর্তার মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগlast month

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৩রা জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

l1.jpg

l2.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ ডেউয়া ভর্তার রেসিপি শেয়ার করবো। বেশ পরিচিত একটা ফল হলো ডেউয়া। টক মিষ্টি স্বাদের এই ফল দেখতে অনেকটা কাঁঠালের মতো। তাই অনেকে একে ছোট কাঁঠাল বলে। তবে দিন দিন এই ফলের গাছ কেটে ফেলার কারনে এর উৎপাদন কমছে। তবে দেশীয় ফলের পুষ্টিগুন প্রচারের কারনে এই ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর দামও বেড়েছে অগের তুলনায়। বেশ কয়েকদিন আগে আমার বর ডেউয়া ফলটি এনেছিল, আমার পছন্দ বলে। আর আমিও পেয়ে বেশ খুশি হয়ে গেলাম। সাথে সাথেই ভর্তা করে খেলাম। বেশ কয়েক বছর পর ডেউয়া ফলের ভর্তা খেতে পেরে বেশ ভালো লেগেছে। দেউয়া ফল আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এতে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লিভারের স্বাস্থ্য ভালো রাখে সেই সাথে চো্খের স্বাস্থ্য ভালো রাখতেও বেশ কার্যকর। ডেউয়া ভর্তা বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পাঁকা ডেউয়া সহ আরও কিছু উপকরণ।বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

re9.jpg

re8.jpg

o17.jpg

ডেউয়া২টি
গুড়া মরিচস্বাদ মতো
চিনিস্বাদ মতো
লবনস্বাদ মতো
বিট লবনস্বাদ মতো
ধনেপাতাপরিমান মতো
সরিষার তেলপরিমাণ মতো

ডেউয়া ভর্তা তৈরির প্রণালী

ধাপ - ১

re7.jpg

প্রথমে ডেউয়া ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি।

ধাপ - ২

re6.jpg

re5.jpg

এরপর ডেউয়ার মাঝখানের অংশটি ফেলে দিয়ে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। তাতে লবন,বিট লবন,গুড়া মরিচ ও চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

ধাপ - ৩

re4.jpg

re3.jpg

এরপর মাখানো ডেউয়ায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও মেখে নিয়েছি।

ধাপ - ৪

re2.jpg

re1.jpg

সব শেষে ধনেপাতা কুচি দিয়ে আবারও মেখে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেল মজাদার ডেউয়া ভর্তা।

পরিবেশ

l1.jpg

l2.jpg

এবারএবার একটি বাটিতে ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকে ডেউয়া ভর্তার মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedmi Note-A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩ রা জুলাই, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রা শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last month 

ডেউয়া ফল ভর্তার চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। এই ফল খেতে খুবই চমৎকার। দেখেই লোভ হচ্ছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।

 last month 

cmc.png

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 last month 

আপু ডেউয়া ভর্তা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখছি মজার ডেউয়া ভর্তার রেসিপি বানিয়েছেন। তবে আপু ডেউয়া ভর্তার মধ্যে শুকনো মরিচ দিলে খেতে একটু বেশি মজা লাগে। ধন্যবাদ ডেউয়া ভর্তার রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 29 days ago 

শুকনো মরিচ ও সরিষার তেল ডেউয়া ভর্তাকে মজাদার করে তোলে।

 last month 

মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন।ডেউয়া ফল খুব কমই খাওয়া হয়। ছোটবেলায় দু-একবার খাওয়া হয়েছে। কারণ এই ফল এখন দেখাই যায় না। আপনার তৈরি করা রেসিপিটা দেখেই এখন খেতে ইচ্ছে করছে। এই জাতীয় দেশি ফলগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

 29 days ago 

এখন ডেউয়া খুব কমই পাওয়া যায়। আমিও অনেক দিন পর খেলাম। ধন্যবাদ আপু।