রেসিপিঃকাঁচা আমের জেলী।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১২ই আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৬ শে জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
কাঁচা আম | ২টি |
---|---|
চিনি | ২ কাপ |
সিরকা | ১ টেঃ চামচ |
সবুজ ফুড কালার | ১সামান্য পরিমাণ |
কাঁচা আমের জেলী তৈরির প্রণালী
ধাপ - ১
প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে নিয়েছি।
ধাপ - ২
একটি পাতিলে ৩ কাপ মতো পানি নিয়ে নিয়েছি। তাতে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ - ৩
আমগুলো সিদ্ধ হয়ে এলে পানি ছেকে নিয়েছি একটি বাটিতে।
ধাপ - ৪
এবার একটি পাতিলে আমের পানি মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে।
ধাপ-৫
এবার আমের পানির সম পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি আমের পানির সাথে। এবং চুলায় বসিয়ে দিয়েছি।
ধাপ - ৬
সামানো সবুজ ফুড কালার মিশিয়ে নিয়েছি সেই আমের পানির সাথে যখন পানি্টা ফুটে উঠবে।
ধাপ - ৭
এবং ১ টেঃ চামচ সিরকা মিশিয়ে নিয়েছি যাতে জেলীটি নস্ট না হয়।
ধাপ - ৮
আমের পানি জ্বাল দেয়ার সময় যে ফেনা উঠবে তা একটি চামচের সাহায্য উঠিয়ে নিয়েছি। এতে করে জেলিটি দেখতে স্বচ্ছ হবে।
ধাপ-৯
আমের পানি যখন জ্বাল দিতে দিতে ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে একটি জারে ঢেলে নিয়েছি। ব্যাস তৈরি কাঁচা আমের মজাদার জেলি।
পরিবেশ
আশাকরি, আজকে কাঁচা আমের জেলী রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেণি | রেসিপি |
---|---|
ক্যামেরা | Redmi Note-A5 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৬শে জুন, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1938262604616712329
Link
https://x.com/selina_akh/status/1938263744909611144
https://x.com/selina_akh/status/1938264699348652083
https://x.com/selina_akh/status/1938265506731163974
https://x.com/selina_akh/status/1938266220257792460
https://x.com/selina_akh/status/1938266704502800464
কাঁচা আমের জেলী নিজের হাতে তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে মজার খাবার গুলো নিজে নিজে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম আপু।
বেশিরভাগ সময়েই জেলি বাজার থেকে কেনা হয়ে থাকে। তবে কখনো এভাবে ঘরে তৈরি করা হয়নি৷ আজকে যেভাবে আপনি এত সুস্বাদু একটি জেলি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ এখানে রেসিপি সুন্দরভাবে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনই এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে।