রেসিপিঃকাঁচা আমের জেলী।

in আমার বাংলা ব্লগ29 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১২ই আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৬ শে জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r1.jpg

r4.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে রেসিপি ব্লগ। আজ আমি কাঁচা আমের জেলী রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো। কয়েকদিন আগে বানিয়েছি এই জেলী। শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ শেয়ার করি। যেহেতু এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে কেউ চাইলে বানাতে পারবেন। আর এই জেলী বানিয়ে সারা বছর সংর ক্ষন করাও যাবে। আর এই জেলী বানাতে আমি কোন প্রকার জেলেটিন ব্যবহার করেনি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করেছি।বেশ মজা এই কাঁচা আমের জেলী। সকালের নাস্তায় পাউরুটি বা হাতে বানানো রুটির সাথে খেতে দারুন লাগে। আমার কাছে বেশ মজা লেগেছে এই জেলী। জেলী বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাঁচা আম সহ আরও কিছু উপকরণ।বন্ধুরা তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

r20.jpg

r12.jpg

r21.jpg

কাঁচা আম২টি
চিনি২ কাপ
সিরকা১ টেঃ চামচ
সবুজ ফুড কালার১সামান্য পরিমাণ

কাঁচা আমের জেলী তৈরির প্রণালী

ধাপ - ১

r19.jpg

প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে নিয়েছি।

ধাপ - ২

r18.jpg

একটি পাতিলে ৩ কাপ মতো পানি নিয়ে নিয়েছি। তাতে আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবং ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।

ধাপ - ৩

r17.jpg

r16.jpg

আমগুলো সিদ্ধ হয়ে এলে পানি ছেকে নিয়েছি একটি বাটিতে।

ধাপ - ৪

r15.jpg

r14.jpg

এবার একটি পাতিলে আমের পানি মেপে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে।

ধাপ-৫

r13.jpg

r11.jpg

এবার আমের পানির সম পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছি আমের পানির সাথে। এবং চুলায় বসিয়ে দিয়েছি।

ধাপ - ৬

r10.jpg

সামানো সবুজ ফুড কালার মিশিয়ে নিয়েছি সেই আমের পানির সাথে যখন পানি্টা ফুটে উঠবে।

ধাপ - ৭

r9.jpg

এবং ১ টেঃ চামচ সিরকা মিশিয়ে নিয়েছি যাতে জেলীটি নস্ট না হয়।

ধাপ - ৮

r8.jpg

আমের পানি জ্বাল দেয়ার সময় যে ফেনা উঠবে তা একটি চামচের সাহায্য উঠিয়ে নিয়েছি। এতে করে জেলিটি দেখতে স্বচ্ছ হবে।

ধাপ-৯

r7.jpg

r7.jpg

r3.jpg

আমের পানি যখন জ্বাল দিতে দিতে ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে একটি জারে ঢেলে নিয়েছি। ব্যাস তৈরি কাঁচা আমের মজাদার জেলি।

পরিবেশ

r1.jpg

r2.jpg

r3.jpg

r4.jpg

এবার দু'টোকরো পাউরুটিতে লাগিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।এভাবে আমের জেলীবানিয়ে সারা বছর সংরক্ষন করা যায়।
আশাকরি, আজকে কাঁচা আমের জেলী রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedmi Note-A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৬শে জুন, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রা শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 29 days ago 

xp.png

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 29 days ago 

image.png

 29 days ago 

কাঁচা আমের জেলী নিজের হাতে তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে মজার খাবার গুলো নিজে নিজে তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম আপু।

 27 days ago 

বেশিরভাগ সময়েই জেলি বাজার থেকে কেনা হয়ে থাকে। তবে কখনো এভাবে ঘরে তৈরি করা হয়নি৷ আজকে যেভাবে আপনি এত সুস্বাদু একটি জেলি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ এখানে রেসিপি সুন্দরভাবে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুব ভালোই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনই এখান থেকে নিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে।