রেসিপি -- 😋 " অল্প কিছু উপকরণ দিয়ে হাঁসের কালা ভুনা রেসিপি "

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

অল্প কিছু উপকরণ দিয়ে হাঁসের কালা ভুনাঃ


1772.jpg

1766.jpg

1768.jpg

1769.jpg

1765.jpg

1773.jpg

বন্ধুরা,আজ আবার অনেকদিন পর হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে।রেসিপি পোস্ট এখন খুব একটা করা হয়ে উঠে না সময়ের অভাবে।তবে বাড়িতে এলে হাসবেন্ড চায় বিশেষ কিছু রেসিপি আমার হাতে করে খেতে।আর বিশেষ রেসিপির মধ্যে হাঁসের রেসিপি হাসবেন্ডের ভীষণ পছন্দ।তাই ভাবলাম রান্না যখন করবো তখন রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে নেই।আজকের রেসিপিটি তৈরি করতে সামান্য কিছু উপকরন আমি ব্যবহার করেছি।হাঁসের কালো ভুনা খেতে দারুন সুস্বাদু হয়েছিল। আসুন রেসিপিটি দেখে নেয়ার আগে এই রেসিপিটির উপকরন গুলো আপনাদের মাঝে তুলে ধরি---

প্রয়োজনীয় উপকরণঃ

১.হাঁস - দুইটি
২.রসুন ও জিরা পেস্ট -২ চামচ
৩.পেঁয়াজ কুচি- ৭ টি
৪.আদা পেস্ট - ২ চামচ
৫.মরিচের গুঁড়া - দুই চামচ
৬.হলুদ গুঁড়া -এক চামচ
৭.লবন-আন্দাজ মতো
৮.গরম মসলা- ইচ্ছে মতো
৯.সয়াবিন তেল-সামান্য
১০.জিরার গুঁড়া -১ চামচ

1723.jpg

1718.jpg

1719.jpg

1720.jpg

1726.jpg

1725.jpg

1760.jpg

ধাপ-১


1728.jpg

1730.jpg

প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম।এরপর গরম মসলা গুলো ভেজে নিলাম।

ধাপ-২


1733.jpg

1735.jpg

এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে আদা,রসুন ও জিরার পেস্ট দিয়ে ভালো মতো ভুনা করে নিলাম।

ধাপ-৩


1737.jpg

1739.jpg

1742.jpg

এরপর আমি হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে মসলার সাথে ভালো মতো ভুনা করে নিলাম।

ধাপ-৪


1741.jpg

1744.jpg

এবার সামান্য পানি দিয়ে মসলা ভুনা করে মাংস গুলো মসলার মধ্যে দিয়ে দিলাম।

ধাপ-৫


1748.jpg

1756.jpg

মাংস মসলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম।

ধাপ-৬


1758.jpg

এবার পরিমান মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিলাম।

ধাপ-৭


1761.jpg

মাংস সিদ্ধ হয়ে ভুনা ভুনা হলে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম।

পরিবেশনা


1770.jpg

1771.jpg

1774.jpg

1772.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য ডিভাইসGalaxy A 16
ফটোগ্রাফার@shimulakter
স্থানঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 6 days ago 

আজ আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে অনেক লোভ লেগে যায়। জিভে জল চলে আসার মত একটা রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপিটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল।

 6 days ago 

হাঁসের কালা ভুনা রেসিপি দুর্দান্ত হয়েছে। মনে হচ্ছে খেতেও খুবই ভালো হয়েছিল। অসাধারণ একটি রেসিপি আপনি উপস্থাপন করেছেন আপু।

 6 days ago 

হাঁসের মাংস আমার খুবই প্রিয়। আর এভাবে কখনো কালা ভুনা করে খাওয়া হয়নি। দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। খুবই লোভনীয় লাগছে দেখতে।

 5 days ago 

আপনার তৈরি করা আজকের এই হাঁসের কালা ভুনা রেসিপি দেখেই তো একেবারে সুস্বাদু রেসিপি মনে হচ্ছে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এত অল্প উপকরণ দিয়ে এরকম রেসিপি তৈরি করা যায় তা আমি কখনোই ভাবতে পারিনি৷ আজকে যেভাবে এটি শেয়ার করেছেন অবশ্যই আমি এরকম একটি রেসিপি তৈরি করার চেষ্টা করব৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷