রেসিপি পোস্ট - " চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু রেসিপি " 😋

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু রেসিপিঃ


20250629_141050.jpg

20250629_141014.jpg

20250629_141104.jpg

20250629_141047.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম।আজ প্রায় অনেকদিন পর রেসিপি পোস্ট শেয়ার করছি বন্ধুরা।আসলে রেসিপি পোস্ট করা খুব সময় সাপেক্ষ বিষয়।এজন্য ই রেসিপি পোস্ট এখন করা হয়ে উঠে না।কারন খুব ব্যস্ত সময় কাটাচ্ছি এখন।যাই হোক আজকের রেসিপিটি আমার খুব পছন্দের একটি রেসিপি।চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু রেসিপি।সত্যিকথা বলতে চিংড়ি মাছ দিয়ে যেকোনো সবজি রান্না করলে এর স্বাদ বহুগুন বেড়ে যায়।আশাকরি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ও ভালো লাগবে।আসুন রেসিপিটি দেখে নেয়ার আগে এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরি --

প্রয়োজনীয় উপকরণঃ



১.চিংড়ি মাছ- ৬/৭ টি
২.মিষ্টি কুমড়া- এক ফালি
৩.পেঁয়াজ কুচি- ৩ টি
৪.রসুন ও জিরা পেস্ট - ২ চামচ
৫.হলুদ গুঁড়া - হাফ চামচ
৬.মরিচের গুঁড়া - এক চামচ
৭.লবন- স্বাদ অনুযায়ী
৮.জিরা গুঁড়া- এক চামচ
৯.তেল- আন্দাজ মতো

20250629_114119.jpg

20250629_115015.jpg

20250629_114135.jpg

রান্না করার ধাপ সমূহঃ

ধাপ -১


20250629_114143.jpg

20250629_114527.jpg

আমি প্রথমে চিংড়ি মাছ গুলো কেটে নিব।এরপর সুন্দর করে মাছ গুলো ধুয়ে নেব।

ধাপ -২


20250629_115045.jpg

20250629_115124.jpg

এরপর মাছের মধ্যে হলুদ,মরিচের গুঁড়া,লবন দিয়ে মেখে নিব।

ধাপ -৩


20250629_115506.jpg

এবার মিষ্টি কুমড়ার মধ্যে ও হলুদ ও মরিচের গুঁড়া ও সামান্য লবন দিয়ে মেখে নিব।

ধাপ -৪


20250629_115351.jpg

20250629_115645.jpg

এরপর প্যানে তেল দিয়ে মাছ ও মিষ্টি কুমড়া এক এক করে ভেজে তুলে নিব।

ধাপ -৫


20250629_121302.jpg

20250629_121326.jpg

এবার চুলায় প্যান বসিয়ে পরিমান মতো তেল দিয়ে গরম করে নিব।এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব।এরপর বাকি মসলা দিয়ে ভুনা করে নিব।সামান্য পানি দিয়ে ভালো করে মসলা গুলো ভুনা করে নিব।

ধাপ -৬


20250629_121343.jpg

20250629_121608.jpg

সব মসলা ভুনা হয়ে যাওয়ার পর ভাজা চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়া ভাজা মসলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিব।

ধাপ -৭


20250629_121658.jpg

20250629_122318.jpg

এরপর সামান্য পানি দিয়ে কিছু সময় রান্না করে জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলাম।

পরিবেশন


photocollage_20256291515831.jpg

20250629_141050.jpg

20250629_141047.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য ডিভাইসSamsung A20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ সময় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করি। আমার কাছে বেশ ভালো লাগে খেতে। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 17 days ago 

জীভে তো জল চলে আসলো আপু যে রেসিপি পোস্ট দেখালেন। এখনতো কোনো রকমেই আর লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে। দেখেই তো বোঝা যাচ্ছে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল। ইচ্ছে তো করছে এখান থেকে কিছুটা নিয়ে খেয়ে ফেলি।

 17 days ago 

এই সময় কেন যে এখন আপনার রেসিপি টা দেখলাম। এই সময়টাতে কিন্তু এরকম একটা লোভনীয় রেসিপি পেলে মজা করে খেতে পারতাম। এই রেসিপিটা খেতে আমি এত পছন্দ করি যে দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত মজাদার ভাবে তৈরি করেছেন বুঝতেও পারছি এটা খুবই সুস্বাদু হয়েছিল। আর অনেক মজা করে খেয়েছিলেন। এক কথায় দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা আজকের রেসিপি।

 17 days ago 

আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।চিংড়ি মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এইভাবে রান্না করে কোনদিন খাওয়া হয়নি।মিষ্টি কুমড়ো ও আমার কাছে অনেক ভালো লাগে।রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 17 days ago 

আপু মিষ্টি কুমড়া খেতে আমার কাছে ভালো লাগে না। তবে চিংড়ি মাছ আমার খুব প্রিয় এবং পছন্দের মাছ। আপনি দেখছি চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়া দিয়ে মজার রেসিপি করেছেন। আর আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করেছেন।

 16 days ago 

চিংড়ি মাছ ব্যবহার করে যে কোন রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 16 days ago 

চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়া দিয়ে যেভাবে আপনি আজকের এই রেসিপি তৈরি করে ফেলেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে এখানে যেভাবে আপনি এত সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনি যেভাবে এত চমৎকারভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন তার পাশাপাশি ডেকোরেশন যখন আপনি শেয়ার করেছেন এটিকে দেখে মনে হচ্ছে যেন এটি এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷