কচু দিয়ে সুস্বাদু ইলিশ মাছ রান্নার রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আজ - বুধবার

১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
০২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম
আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছেন। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু এক মুরগির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কার্যপ্রণালী শুরু করি।


IMG_20240905_191112.jpg


ব্যবহৃত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.কচুহাফ কেজি
২.পেঁয়াজ কুচিতিন পিস
৩.কাঁচা মরিচনয় পিস
৪.সরিষার তেলপরিমাণ মতো
৫.লবণপরিমাণ মতো
৬.মরিচের গুঁড়াএক চা চামচ
৭.হলুদের গুঁড়াএক চামচ
৮.ধনিয়া গুড়াএক চা চামচ
৯.জিরা গুঁড়াএক চামচ
১০.পানিপরিমাণ মতো
১১.মাছ৭ পিস


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


এখানে আমি ইলিশ মাছটি ৩০ মিনিট মতো আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তারপর সুন্দর করে আইস ছাড়িয়ে কেটে নিয়েছে। মাছটি ৭ পিস হয়েছিল।

IMG_20240905_174718.jpg


ধাপ :-২


অন্যদিকে আমি কচু সিদ্ধ করে নিয়েছি। চাইলে কচু সিদ্ধ না করেও কাঁচা অবস্থায় ছিলে রান্না করা যায়। তবে আমাদের বাসার সবাই সিদ্ধ করা কচু এভাবে রান্না করলে বেশি পছন্দ করে। তাই আমি কচুটা সুন্দরভাবে সিদ্ধ করে ছিলে নিয়েছি।

IMG_20240905_175618.jpg

IMG_20240905_184200.jpg


ধাপ :-৩


মাছের উপরে আমি হলুদ মরিচ এবং লবণ মাসে কড়াইতে ভাজতে দিই।

IMG_20240905_182438.jpg

IMG_20240905_182629.jpg


ধাপ :-৪


মাছগুলো ভাজা শেষ হলে একটি প্লেটে উঠিয়ে নিই। অন্যদিকে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি।

IMG_20240905_184359.jpg

IMG_20240905_184419.jpg


ধাপ :-৫


তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিই। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। কারণ আমাদের বাসার সবারই গ্যাস্ট্রিক।সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তেল গরম হওয়ার পর কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিই।

IMG_20240905_184617.jpg

IMG_20240905_184631.jpg


ধাপ :-৬


পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল সামান্য পরিমাণ পানি দিয়ে দিই।

IMG_20240905_184950.jpg


ধাপ :-৭


এখানে আমি লবণ,মরিচের গুড়া,হলুদের গুঁড়া,জিরা গুঁড়া এবং ধনিয়া গুড়া দিয়ে দিই।

IMG_20240728_173621.jpg

IMG_20240905_185048.jpg


ধাপ :-৮


মসলাগুলো কিছুক্ষণ কষানোর পর কচু দিয়ে দিই। রান্না করার সময় আমি সব সময় একটা জিনিস মাথায় রাখি। সেটা হচ্ছে কিছু রান্না করার সময় মসলাটা যদি ভালোভাবে কষিয়ে নিই তাহলে রান্নার স্বাদ অনেক বেশি বাড়ে। তাই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেয়ার পর কচু দিয়ে দিই। সাথে করে কচুগুলোও আমি সুন্দরভাবে কষিয়ে নিই। কষানো শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে দিই।

IMG_20240905_185232.jpg


ধাপ :-৯


তারপর রান্নার প্রায় শেষের দিকে মাছগুলো দিয়ে দিই।

IMG_20240905_185624.jpg

IMG_20240905_185645.jpg


ধাপ :-১০


মাছগুলো দেওয়া শেষ হলে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রাখি। মাছ দেওয়ার পর অনেক সাবধানে একটু নাড়াচাড়া করে দিই কারণ জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙ্গে যাবে তাই সাবধানে একটু নাড়াচাড়া করে ঢেকে দিই।

IMG_20240905_190533.jpg


ধাপ :-১১


রান্না শেষ হলো উপরে একটু জিরা গুড়া ছিটিয়ে দিই। রান্না শেষের দিকে জিরা গুড়া দিলাম।জিরা গুড়া দিলে রান্নার স্বাদ অনেক বেশি হয়। তাই আমি দেখা যাই সব রানা শেষে জিরা গুড়া দিয়ে থাকি।

IMG_20240905_190543.jpg


শেষ ধাপ:


তারপর আমার রান্না কমপ্লিট হল। একটা বাটিতে ঢেলে নিই এবং সুন্দর করে পরিবেশন করি।

IMG_20240905_191107.jpg



zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন


রান্না করতেও যেমন ভালো লাগে পরিবেশন করতেও ঠিক তেমনি ভালো লাগে। রান্না চেয়ে আমার পরিবেশন করতে বেশি ভালো লাগে। তাই সবার প্লেটে সুন্দর ভাবে পরিবেশন করে দিই। সবাই আমার হাতের কচু রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করে। যেকোনো কাজের প্রশংসা করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সাথে করে কাজ করার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায়।

received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo devicerealme note50
বিষয়সুস্বাদু রেসিপি
ক্রেডিট@sumiya23
লোকেশনঢাকা- সাভার
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি মোছাঃ সুমাইয়া, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন কলেজ ছাত্রী। আমার হাজব্যান্ড একজন বেসরকারি চাকুরিজীবী। আমি বর্তমান ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমার কলেজের নাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা সাভার। আমরা দুই ভাই বোন। আমার @sumiya23 স্টিমিট আইডির নাম।


R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 last year 

অনেক সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কচু দিয়ে ইলিশ মাছ রান্না দেখে বেশ ভালো লেগেছে আমার। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল আপনার আজকের তৈরি এই রেসিপি।

 last year 

জি আপু খেতেও অনেক মজা হয়েছিল।

 last year 

কচু দিয়ে ইলিশ মাছ রান্না খেতে আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে এই রেসিপিটা আমাদের বাড়িতে তৈরি করা হয় কিন্তু আমি খেতে পারি না। কচু খেলে আমার অনেক এলার্জি বৃদ্ধি পায়। আপনার রেসিপিটা লোভনীয় হয়েছে আপু। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

জি আপু এলার্জির কারণে দেখা যায় অনেক খাবারে এলার্জি বৃদ্ধি পায়। যাইহোক আপনি সাবধানে খাওয়া দাওয়া করবেন।

 last year 

ইলিশ মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তবে কচু দিয়ে কিংবা বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। ইলিশ মাছ কচু দিয়ে রান্না করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

 last year 

জ্বী আপু ইলিশ মাছ যে কোন সবজির মধ্যে দিলে খেতে অনেক মজা লাগে।

 last year 

কচুর মুখী, আলু এবং বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আমি অনেক পছন্দ করি।আজকে আপনি কচুর মুখী দিয়ে ইলিশ মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

জ্বী ভাইয়া ইলিশ মাছ আমারও অনেক পছন্দের। কচু দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে।

 last year 

জাস্ট ওয়াও আপু আপনি কচু মুখী দিয়ে সুস্বাদু ইলিশ মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ইলিশ মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি সুস্বাদু ইলিশ মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জি ভাইয়া রান্নাটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল।

 last year 

চমৎকার একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা সুন্দর এ রেসিপি দেখে বেশ ভালো লেগেছে আমার। আসলে এই জাতীয় রেসিপিগুলো সবার খুব ভালোলাগার হয়ে থাকে। সে জায়গায় ইলিশ মাছের রেসিপি বলে কথা। আশা করি অনেক সুস্বাদু ছিল।

 last year 

আসলে ইলিশ দিয়ে এই কচুর মুখী তৈরির রেসিপিটা আমার সব থেকে প্রিয় একটা রেসিপি। কেননা যারা এই রেসিপিটা একবার খেয়েছে তারা কিন্তু এই রেসিপি বারবার খেতে চাইবে। আসলে আপনি আমার মনের মত একটা রেসিপি পোস্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এছাড়াও এই রেসিপি তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।

 last year 

বাহ আপনি তো বেশ মজার রেসিপি করেছেন। ইলিশ মাছ দিয়ে যে কোন কিছু রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আপনি কচুর ছড়া দিয়ে মজার ইলিশ মাছ এর রেসিপি করেছেন। সত্যি আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

কচু দিয়ে সুস্বাদু ইলিশ মাছ রান্নার রেসিপি দেখেই খুবই সুস্বাদু মনে হচ্ছে, তাই খেতে ইচ্ছা করছে। ইলিশ মাছের যেকোনো রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার এই মজাদার রেসিপিও আমার কাছে ভালো লেগেছে।

 last year 

কচুর মুখী দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটা আমাদের বাসায় প্রায়ই রান্না করা হয়। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।