রেসিপি পোস্ট : মাংসের স্বাদে মজাদার আলু ভুনা রেসিপি🍲🍲

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ২৬ ফাল্গুন ১৪৩১ খ্রিষ্টাব্দ।

আরবি ১০ রমজান ১৪৪৬ হি:।

রোজ: মঙ্গলবার।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি............

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।দেখতে দেখতে রমজানের দশটা দিন আমাদের মাঝে এসে উপস্থিত হল। এই রমজান মাসে অধিকাংশ লোকই অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আমি সপ্তাহে সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ একটি রেসিপি পোস্ট শেয়ার করবো।রেসিপি তৈরি করতে আমি অনেক পছন্দ করি।আমার বাংলা কমিউনিটির অনেক সদস্য রায় অনেক মজার মজার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। তাদের তৈরি করার রেসিপি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরি করা রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

সর্বশেষ

IMG_20250311_050352.jpg

IMG_20250311_050251.jpg

IMG_20250311_050311.jpg

প্রয়োজনীয় উপকরণ
আলু
তেল
পিয়াজ
রসুন
জিরা
এলাচ
দারচিনি
ধনিয়াগুড়া
হলুদ
লবণ
শুকনা মরিচ
গুড়া মরিচ

1741648226494.png


প্রথম অংশ

20250222_080646.jpg

IMG_20250311_045821.jpg

প্রথমে আমি পরিষ্কার কড়াই চুলার ওপর বসিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো রান্নার তেল ঢেলে নিয়েছি, তেল গরম হলে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সব রকম মসলা উপকরণ প্রয়োজন মতো দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নিয়েছি। মসলাগুলো সুন্দর করে কষিয়ে নেয়া হয়ে গেলে এর রঙ পরিবর্তন হয়ে যাবে এবং সুন্দর ঘ্রান ছড়িয়ে পড়বে।

দ্বিতীয় অংশ

IMG_20250311_045840.jpg

IMG_20250311_045901.jpg

IMG_20250311_045925.jpg

মসলার উপকরণগুলো সুন্দর ভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আগে থেকেই কেটে রাখা আলু টুকরোগুলো মসলার ভেতর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20250311_045945.jpg

IMG_20250311_050008.jpg

আলো টুকরো গুলো সুন্দর ভাবে কষিয়ে নেয়ার পর এর ভেতরে পরিমান মত পানি ঢেলে দিয়েছি।

চতুর্থ অংশ

IMG_20250311_050100.jpg

পানি দেয়ার পর এবার আমি চুলার জ্বালটা একটু বাড়িয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর চুলার আঁচ একটু কমিয়ে দিয়েছি। চুলার জ্বাল কমিয়ে দেওয়ার পর অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছে এতে করে মসলা উপকরণগুলো আলুর সাথে সুন্দর ভাবে মিশে যাবে।

পঞ্চম অংশ

IMG_20250311_050230.jpg

IMG_20250311_050125.jpg

দীর্ঘক্ষণ ধরে জাল দেয়ার পর তরকারির রং সুন্দর টকটকেল লাল বর্ন ধারণ করবে। আলুর তরকারি চুলা থেকে নামানোর আগে লবণ পরীক্ষা করে দেখতে হবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আলুর তরকারি চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

ষষ্ঠ অংশ

IMG_20250311_050352.jpg

IMG_20250311_050251.jpg

আর এভাবেই আমি মাংসের তাকে আলু ভুনা তৈরি করেছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন আর আমার তৈরিকরা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

Sort:  
 5 months ago 

1741707393887.png

 5 months ago 

মাংসের তাকে আলু ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এলো চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আজকে। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি তৈরি করেছেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আমার তৈরি করা রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

 5 months ago 

বাহ আলু দিয়ে দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আলুর সাথে মাংস না দিলেও, রেসিপিটা কিন্তু মাংসের রেসিপি মত লাগছে। নতুন একটি রেসিপি শিখলাম। ধন্যবাদ।

 5 months ago 

জ্বি ভাই খেতেও অনেক টেস্ট লাগে।

 5 months ago 

মাংসে আলু ভীষণ ভালো লাগে খেতে আপনি মাংস ছারা মাংসের স্বাদে চমৎকার করে আলু রান্না করেছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। খেতে মাংসের মতোই হয়েছিলো নিশ্চিত। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

জ্বি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটা। মাংসের মত ঘ্রাণ বের হচ্ছিলো।সব মিলিয়ে অনেক মজাদার হয়েছিল।

 5 months ago 

মাংসের মত করেই আলু ভুনা করেছেন আপু। কালাটা তো একেবারে মাংসের ঝোলের মতো এসেছে। খেতেও নিশ্চয়ই মাংসের ঝোল এর আলুর মতোই হয়েছিল। আপনার তৈরি আলু ভুনা রেসিপি দেখে মনে পড়ে গেল অনেকদিন হয়ে গেল আলুর দম খায় না। আপনার আলু ভুনা রেসিপিটি দারুণ হয়েছে আপু। ভাতের সাথে খেতে দারুন লাগবে। চমৎকার একটি রেসিপি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 5 months ago 

জ্বি আপু একদম মাংসের মতো টেস্ট লাগছিলো কিন্তু আমার তৈরি করা রেসিপিতে মাংস ছিলো না। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

মাংসের আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি মাংস ছাড়াই সেভাবে আলুর তরকারি তৈরি করে শেয়ার করেছেন। তবে " মাংসের তাকে আলু" নাম দেয়ার অন্য কোন কারণ ও আছে নাকি জানতে ইচ্ছে করছে, তাকে শব্দ টা আমি বুঝি নি আসলে।

 5 months ago 

এক কথায় বলতে গেলে মাংসের স্বাদে আলু রান্না রেসিপি।

 5 months ago 

এই রান্না থেকেই আমরা আলুর দম বলে থাকি। আর লুচি বআ পরোটার সাথে জমিয়ে খাওয়া যায়।

আপনার রান্নার রংটা অসাধারণ এসেছে সাথে ধাপে ধাপে রান্না দেখিয়েছেন বলে বুঝতে সুবিধা হয়েছে যে রংটা কিভাবে করেছেন। মাংস না থাকলেও যে সুন্দরভাবে আলু কষা মাংসের সাথে তৈরি করা যায় সেই চিন্তাভাবনাটাই দারুন।

 5 months ago 

জ্বি আপু আপনি একদম ঠিক কথা বলেছেন গরম গরম লুচি পরোটার সাথে খেতে অনেকটাই মজা লাগে। আমার তৈরি করার রেসিপির প্রতিটি ধাপ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপু মাংসের তাকে বলতে কি বুঝায়? তাছাড়া আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এটা আলুর ঝোল। ভুনা তো একটু শুকনো হয় কিন্তু আপনার রেসিপিতে বেশ ভালোই ঝোল রয়েছে। তবে যাই হোক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার খুব সুন্দর এসেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।