ভালোবাসা কি উপহারের অপেক্ষায় থাকবে?

আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে ,কাউকে দেখতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। যেন সম্পর্কের মূল্য কোনোকিছু নিয়ে যাওয়া বা দিয়ে আসার ওপর নির্ভর করে। অথচ সম্পর্কের আসল সৌন্দর্য তো উপস্থিতি, আন্তরিকতা আর ভালোবাসার মধ্যেই।

Tea.257Z.png

বর্তমান সময়ে অর্থনৈতিক টানাপোড়েনে পড়ে আমাদের সবার পক্ষে সব সময় কিছু না কিছু নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই অনেকেই দেখা-সাক্ষাৎ এড়িয়ে চলেন। এই মানসিকতা আমাদের একে অপর থেকে দূরে ঠেলে দিচ্ছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব , এই সম্পর্কগুলোই তো আমাদের জীবনের ভরসা, সুখ-দুঃখের সাথী।

আসুন, আমরা এই ‘খালি হাতে যাওয়া যাবে না’ ,এই মিথ ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসি। একটা হাসিমুখ, একটু সময় আর আন্তরিক কুশলবার্তা,এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।

বন্ধু বা আত্মীয়ের বাসায় যাই, চা খাই বা পানি খাই, গল্প করি,এইটুকুই হোক আমাদের চিরচেনা বাংলার সম্পর্কের বন্ধন।
উপহার নয়, সম্পর্ক হোক মুখ্য।